ম্যানুয়াল ট্রেডিং এবং রোবট ট্রেডিং দুটি সম্পূর্ণ দুরকম ট্রেডিং থিউরি, যা একটির সাথে আরেকটির কোন সম্পর্ক নেই পরিচালনার দিক থেকে, ভালো এনালাইসিস নির্ভর ট্রেডিং আপনাকে অটো ট্রেডিং থেকে অনেক বেশী প্রফিট দিতে সক্ষম,,,,
Printable View
ম্যানুয়াল ট্রেডিং এবং রোবট ট্রেডিং দুটি সম্পূর্ণ দুরকম ট্রেডিং থিউরি, যা একটির সাথে আরেকটির কোন সম্পর্ক নেই পরিচালনার দিক থেকে, ভালো এনালাইসিস নির্ভর ট্রেডিং আপনাকে অটো ট্রেডিং থেকে অনেক বেশী প্রফিট দিতে সক্ষম,,,,
না রোবট ব্যাবহারের আমি পক্ষে নয় যদিও রোবট দিয়ে ভাল ট্রেড করা যাই কিন্তু আপনি রোবট দিয়ে কাজ করতে গেলে মাঝে মাঝে অনেক ঝামেলাই পড়তে পারেন।আর নিজে ট্রেড করলে আমাদের এক্সপেরিয়েন্স আরো বৃদ্ধি পাবে তাই আসুন বোবট ব্যাবহার থেকে বিরত থাকি আর নিজের প্রচেস্টাই ট্রেড করি।তাহলে আমাদের দক্ষতা অনেক বৃদ্ধি পাবে।আমরা আর ও অভিজ্ঞ হতে পারবো।
হয় এটা সত্য রোবট ব্যাবহার করে অনেক বেশি নির্ভল ভাবে ট্রেড করা যায় । রোবট ব্যাবহারের করে অনেক দ্রুত , নির্ভুলভাবে ট্রেড করা যায় । আমি এখানে কাজ করিনি তবেএটা নিয়ে বেশ কিছু ধারনা অর্জন করেছি।
না আমি রোবট ব্যাবহারকে সমর্থন করি না । রোবট ব্যাবহার করা মানে নিজেকে একটি সফটওয়্যার এর উপর সপে দেয়া । আপনি যদি রোবট ব্যাবহার করে ট্রেড করতে থাকেন তাহলে আপনি কখনই ফরেক্স এর কিছু শিখতে পারবেন না । নিজে এনালাইসিস করতে শিখুন , সময় লাগুক সেটা কোন ব্যাপার না । এক সময় না এক সময় আপনি সফলতার মুখ দেখতে পাবেন । রোবট ১০০% সঠিক সিদধান্ত দিতে পারে না । এর একটি ভুল সিদ্ধান্ত আপনার অনেক বড় ক্ষতি করতে পারে ।
আমি নতুন ট্রেড করি তাই রোবট সম্পর্কে আমার তেমন ধারনা নেই। আমি মানুষের মস্তিস্কের নিচে সব। রোবট ব্যবহার কে আমি সমর্থন করিনা।
আমার মতে ফরেক্স ব্যাবসা থেকে প্রফিট অজর্নের জন্য যদি রোবট ব্যাবহারের প্রয়োজন হয় তাহলে তা ব্যাবহার করাই উত্তম। কেননা যেকোন ব্যাবসার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, সেটা নিজের সাহায্যে হোক অথবা রোবটের, যেকোন ভাবে অর্জন করাই উচিৎ। তবে রোবট ব্যাবহারের পূর্বে সেটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাতে হবে নয়ত এটা ব্যাবহারে কোন ভালো ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করিনা।
অবশ্যই না আমি ফরেক্স ব্যবসায় কোন রোবটকে ব্যবহার সমর্থন করি না। কারন রোবট ফরেক্স ব্যবসায় কোন সফলতা আনতে পারে না। রোবট যদি সত্যিই প্রফিত করাতে পারতো তাহলে যে ব্যক্তি রোবট ব্যবহার করে সে পৃথিবীর মধ্য সব চেয়ে ধনী ব্যক্তি হতো। তাহলে আপনিই বলেন আপনি অনেক টাকা দিয়ে রোবট কিনে কি করবেন। তাই ফরেক্স ব্যবসায় রোবট ব্যবহার করা ঠিক না।
আমি আসলে কখনও রোবট ব্যবহার করিনি। একটা একাউন্ট ওয়াচ লিস্টে রেখেছিলাম। তো যে হারে বাই সেল ওপেন করে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে অবশ্য একাউন্ট জিরো হয়ে যাওয়াতে আর দেখা হয়ে ওঠেনি। আমার কাছে মনে হয় রোবট থেকে ম্যানুয়ালি ট্রেড করাই উত্তম।
মানুষ তার মস্তিস্ক কে কাজে লাগিয়ে যে কাজ সহজেই করতে পারে মানুষের কোড দিয়ে তৈরী করা একটি রোবট কখনই মানুষ কে সাফল্য বয়ে এনে দিতে পারেনা সকল কাজেই সাফল্যের জন্য পরিশ্রম করতে হয়।এর মাধ্যমে আমি মনে করি আমাদের সময় কে বাছিয়ে আমরা লাভ করে নিতে পারব।কারণ রোবট ব্যাবহার না জানলে ট্রাডিং এ সমস্যা হতে পারে।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা অনেকে মনেকরি রোবট ব্যাবহার করলে অনেক প্রফিট হয় কিন্তু আমি এই রোবট কে ফরেক্স মার্কেট মুটেও পছন্দ করি না কেন কারন অনেক সময় রোবট ঠিক মত কাজ না করে তার পরে আপনার ব্যালেন্সকে জিরো বানাতে পারে তাই আমি এনালাইসিস করে ট্রেডিং করি।