-
আমি অনেক সময় অনেক ট্রেডারদের সিগন্যাল দেখি তার পরে নিজের এনালাইসিস এর সাথে মিলিয়ে নেই। যদি দেখি আমারটার সাথে মিলতেছে বা সম্ভাবনা আছে তখনই আমি সেই ট্রেডে এন্ট্রি নেই। অনেক সময় দেখা যায় আমার থেকে অনেক সিনিয়র ট্রেডার আছে তাদের এনালিসিস অন্ধের মত করে ফলো করি। তা কখনও করবেন না। নিজের বু্দ্ধিতে লস করাও অনেক ভাল।
-
না আমি এখন আর কারো সিগন্যাল ফলো করি না। তবে আগে সিগন্যাল ফলো করতাম। বিশেষ করে বিভিন্ন সাইটের ফ্রি সিগন্যাল গুলো ফলো করতাম। সব সিগন্যালেই বেশির ভাগ সময়ই লাভ দেখাত। কিন্তু আমি কখনোই তেমন লাভ করতে পারতাম না। কারন- তাদের সিগন্যালের কোন নির্ধিষ্ট টাইম থাকে না। কোন কোন সময় দু'এক ঘন্টা ট্রেড বন্ধ করে আবার কোন কোন সময়ে ৫/৬ ঘন্টায় বন্ধ করে। দেখা গেল আমি আমি অনেক ধৈর্য্য ধরে ৪ ঘন্টা বসে ২০ পিপ লাভ করলাম। কিন্তু আমি আমার ট্রেড বন্ধ করার আরো ঘন্টা দুই পরে যখন ৬০ পিপ লাভ হল তখন বন্ধ করে দিল। আবার অনেক সময় দেখা যায় স্টপ লস হিট করলেও তারা তাদের সিগন্যাল ধরে রেখেছে। কিন্তু আমার ট্রেড তো লসে বন্ধ হয়ে গেল। আবার সেই একই ট্রেডেই তারা লাভে সিগন্যাল বন্ধ করে দিল। এসব কারনে হিসেব মিলিয়ে দেখলাম সিগন্যাল ফলো করা মানে লস খাওয়া। যে দিন থেকে আমার এই হিসেব মিলে গেল সেই দিন হতে আমি সিগন্যাল ফলো করা বন্ধ করে দিলাম।
-
আসলে আমি একজন নতুন সদস্য।১ মাস হচেছ ফোরামে কাজ করছি।এখনও রিয়্যাল ট্রেড শুরু করিনি।তবে আমার একটা ডেমো অ্যাকাউন্ট রয়েছে।আমি ডেমোতে প্রতিদিন ট্রেড করি।ডেমোতে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি।তবে আমি যখন রিয়্যাল ট্রেড করবো তখন সিগন্যাল এর সাহায্য নিব না।সিগন্যাল এর সাহায্য নিলে আমি ফরেক্স থেকে কিছুই শিখতে পারবো না।
-
ফরেক্স আমি কতটা শিখলাম নিজেই এখনও বুঝি না। যতদিন ট্রেড করে আসছি ইন্ডিকেটরের সাহায্য নিয়েই ট্রেড করছি। এর ফলে আমার ফরেক্স ভবিষ্যৎ কি হবে তা আমি জানি না। তবে এখনও পর্যন্ত লাভ করে যাচ্ছি। আমার বিশ্বাস আস্তে ধীরেই হোক অভিজ্ঞতার একটা মূল্য আছে, ইন্ডিকেটরের সাহায্য নিয়ে ট্রেড করছি বলে যে আমার অভিজ্ঞতা বাড়ছে না এমন তো নয়, কাজেই ভবিষ্যতেও আমি সফল হব।
-
আমি ফরেক্স ট্রেডিং করার জন্য কারো সিগন্যাল ফলো করি না । আমি আমার নিজের সিগন্যাল নিজেই তৈরি করি । আপনি যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনি নিজেই আপনার সঠিক সিগন্যাল তৈরি করতে পারবেন । অন্য কারো সিগন্যাল ফলো করা মানে অন্নের উপর নির্ভরশীল হয়ে যাওয়া । এতে আপনার কোন সফলতা অর্জন হবে না । তাই আপনাকে সফলতা অর্জন করতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে এবং ভালো এনালাইসিস করতে শিখতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আমি কোন সিগনাল অনুসরন করিনা ফরেক্স মার্কেট এর প্রাইস অ্যাকশান দেখে নিয়ে তার পরে ট্রেডিং করে ফরেক্স মার্কেট থেকে কিছু ইনকাম করি যাতে পরে কোন সিগনাল অনুসরন করতে না হয় তাই আমাদের ফরেক্স মার্কেট এর এনালাইসিস করে ট্রেডিং করা।
-
আমার পরামর্শ থাকবে ফরেক্স এ সিগনাল ফলো করুন এতে কোন সমস্যা নেই, কিন্তু যাই অনুশরন করেন না কেন আগের বুঝার চেষ্টা করুন কিভাবে সিগনাল প্যাটার্নটি হল। শুধু অন্ধের মত অনুশরন করে গেলেন তো আপনি কিছুই শিখতে পারবেন না। দরকার হলে যার সিগনালটি আপনি অনুশরন করেছেন টাকে জিজ্ঞাসা করুন, লাভ আপনারই হবে।
-
না আমি কখনওই সিগন্যাল ফলো করি না । আমি এমন সিগন্যাল প্রোভাইডারকে চিনি যে দিনে কয়েকশপিপস্ লাভ করে তারপরও আমি আজ পযর্ন্ত তার একটিও সিগন্যাল ফলো করি নি । কারন আমি সম্পূর্ণ নিজের ওপর ভরসা করতে চাই। অন্যের কথার উপর মোটেও ভরসা করতে চাই না । নিজেকে নিজের দক্ষতা দিয়ে প্রতিষ্ঠিত করতে চাই ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় অনেকেই শুনেছি সিগন্যাল অনুসরন করে ট্রেড করে থাকেন তবে আমি কখনই সিগন্যাল অনুসরন করে এখানে ট্রেড করি নাই কারন আমার কাছে মনে হয় সিগন্যাল হল অনেকটা সুভংকরের ফাকি। আর আমি জানি যে সিগন্যাল সব সময় সঠিক মার্কেট ট্রেন্ড ধরতে পারে না।
-
আমি কখনই সিগনালের ওপর নির্ভর করতে চাই না। কারন ফরেক্স মার্কেটে কেউই ১০০% নিশ্চয়তা দিতে পারেনা যে পরবর্তী মুভমেন্ট কোথায় হবে।এজন্য আমি সবসময়ই নিজের বুদ্ধিতে এবং নিজের স্ট্রাটেজি অনুযায়ী ট্রেড করতে চাই।আর নিজের বুদ্ধিতে ট্রেড না করে সিগনালের ওপর নির্ভর করলে কোনদিনই ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং দক্ষ হওয়া যায় না।