-
ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং করা অনেকের কাছে অনেক জনপ্রিয় কারন এর মাধ্যমে আপনি অনেক কম সময়ে এবং অনেক কম মুল্ধন দিয়ে অনেক আয় করতে পারবেন। এটা করার জন্য আপনাকে কোন ধরনের এনালাইসিস, কোন ধরনের কৌশল, এবং স্ট্রেটিজি অবলম্বন করতে হবে না শুধু মার্কেটকে ফলো করে এবং মার্কেট এর মুভমেন্ট দেখে ট্রেড ওপেন করতে হবে। তবে খেয়াল রাখতে হবে ট্রেড ক্লোস করতে একটু ভুল হলে মানে ট্রেড ক্লোস করতে না পারলে ঠিক টাইমে তখন ঝুকির সম্ভবনা থাকে এই ধরনের স্ক্যাল্পিংএ তাই খুব সতর্কতার সহিত এই কাজটা করতে হবে।
-
আমি স্কাল্পিং পছন্দ করি আবার পছন্ধ করি না কারন স্কাল্পিং করা যেমন ভাল আবার স্কাল্পিং করা খারাপ আছে কারন স্কাল্পিং করে অনেক লাভ করা জায় আবার অনেক কস্ট করা লাগে আবার অনেক শেক্লহা লাগে ফরেক্স সম্পরকে স্কাল্পিং করতে গেলে ।
-
স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায় । তাছারা স্ক্যাল্পিং এর মাধ্যমে যেহেতু ভালো প্রফিট করা যায় তাই আমি অবশ্যই স্ক্যাল্পিং পছন্দ করি। যে কাজে যত ঝুঁকি সে কাজে ততো বেশী আগ্রহ থাকে আর লাভ-ক্ষতি তো কাজে থাকবেই কিন্তু আমার কাছে মনে হয় স্ক্যাল্পিং সিস্টেমটা অনেকটা লোভনীয় এবং লাভজনক ট্রেডিং সিস্টেম ।
-
অল্প সময়ের জন্য অল্প লাভের ট্রেড গুলো সাধারনত স্ক্যাল্পিং নামে পরিচিত । আমরা যারা নতুন ট্রেডার তাদের সাধারনত একাউন্ট ব্যালেন্স কম থাকে তাই আমাদের উচিত স্ক্যাল্পিং করে একাউন্ট ব্যালেন্স বাড়ানো । আর ট্রেড করার সময় আপনাকে ছোট ছোট টাইমফ্রেমগুলো বেশি বেশি করে এনালাইসিস করতে হবে । আর খুব কম লটে ট্রেড করতে হবে । কখনই বেশি লটে লোভে পড়ে ট্রেড করতে যাবেন না । আর আপনি যদি বেশি রিস্ক নিয়ে ট্রেড করতে যান তাহলে দেখা যাবে মার্কেট একটু মুভ করলেই আপনার ব্যালেন্স জিরো।
-
আমি ব্যাক্তিগতভাবে স্কাল্পিং পছন্দ করিনা । কারণ স্কাল্পিং সবসময় যে লাভ বয়ে নিয়ে আসে তা কিন্ত নয় । তাই আমি স্কাল্ং করার চেয়ে লং টাইম ফ্রেমে ট্রেড করি বেশি স্বাচ্ছন্দবোধ করি । স্কাল্পিং মূলত অল্প সময়ের মধ্য ট্রেড করে তা থেকে অল্প লাভ করে ট্রেড বন্ধ করে দেওয়া । সাধারণত স্কাল্পিং করে আমি এখনো তেমন একটা লাভ করতে পারিনি তাই আমি স্কাল্পিং করিনা ।
-
হা আমি ফরেক্স মার্কেটে স্কেল্পিংটা আমি খুব পচন্দ করে থাকি। কার এটা করতে পারলে আমি মনে করি কম কম করে যদি আগানো যায় তবে জিনিষ্টা মন্ধ হয় না। আর ফরেক্স মার্কেটে আমি মনে করি লং ট্রেড করতে হলে অনেক বেশি ব্যলেন্সেত প্রয়োজন হয়। তাই কম দিয়ে কম লাভ ভাল।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে অনেক ফরেএক্স ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ স্কালপিং করে ফরেক্স ট্রেডিং করে থাকে,তাই আমি মনেকরি,ফরেক্স মার্কেট এ ট্রেডিং স্কালপিং করতে হলে অনেক ব্যালেন্স তাকতে হয় আর ফরেক্স ট্রেডার কে অনেক দক্ষ হতে হয় তাই ফরেক্স ট্রেড করে অনেক প্রফিট করা যায়।
-
ফরেক্স মার্কেট স্ক্যাল্পিং করাটা অনেক ঝুকিপূর্ণ বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই স্ক্যাল্পিং করে মার্কেটে লস করে থাকে । হ্যা অনেক সময় স্ক্যাল্পিং করে লাভ করা যায় ঠিকই তবে অতিরিক্ত স্ক্যাল্পিং নেশার মত হয়ে যায় যার ফলে মার্কেটে ঠিকে থাকা কষ্টকর হয়ে যায় । তাই আমি মার্কেটে কখনো স্ক্যাল্পিং করি না । ধন্যবাদ ।
-
বিশ পিপসের নিচে প্রফিট করার জন্য যে ট্রেড করা হয় তাকে স্ক্যালপিং বলে।স্ক্যালপিং করার জন্য সচরাচর ১-১৫ মিনিটের টাইমফ্রেম দেখে ট্রেড করতে হয়।আমি স্ক্যালপিং করতে পছন্দ করিনা।কারন এতো স্বল্প সময়ের ভেতর আমার মাথায় কাজ করেনা যে কিভাবে প্রফিট করবো।এজন্য আমি স্ক্যালপিং পছন্দ করিনা।
-
জি আমি স্কাল্পিং পছন্দ করি, তবে আমি বেশি স্কাল্পিং করতাম যখন আমি ফরেক্স বেব্শায়ে চত মানি যখন আমি ফরেক্স বেব্শায়ে নতুন ছিলাম, কিন্তু এখন আমি লং টাইম ট্রেড ই বেশি করি. কারণ এতে ট্রেডিং এর পাশে সারাদিন বসে থাকতে হয় না, আমি একটা সঠিক ট্রেড নিয়ে তা ঠিক মত মনিটর করে চললেই হলো, আর আমাদের স্বাভাবিক কাজগুলো ক্ষতিগ্রস্থ হয় না.