-
আমার মতে ইন্ডীকেটর দেখে ট্রেড করার চেয়ে খালি চার্টে ট্রেড করা ভালো। কারন প্রতিটা ইন্ডকেটর আপনাকে প্রাইচ কে ক্যাল্কুলেশন করে আপনাকে সিগ্নাল দিবে। আর মার্কেট মুভ করার পর ইন্ডকেটর সিগ্নাল দেয়। এটা কখনো আগে সিগ্নাল দেয় না। তাই ইন্ডকেটর ছাড়াই ভালো ট্রেড করা সম্ভব। এই এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমি সাধারণত ফরেক্স মার্কেট ইনডিকেটর এর সাহায্য নিয়ে ট্রেড বেশি করি। তাই আমি মনেকরি যখন কোন প্রকার নিউজ থাকেনা তখনা আমরা ইনডিকেটর এর সাহায্য নিতে পারি।ফরেক্স মার্কেট এ অনেক ধরণের ইনডিকেটর রয়েছে।আপনি যেকোনোটি ব্যাবহার করতে পারেন।
-
অনলাইন এর যত সব ইন্ডিকেটর আছে তার বেশিরভাগই হল ভুয়া। তারা জনগনের কাছ থেকে মিথ্যা বলে টাকা মেরে খাই। আবার অনলাইন এর অনেক বড় বড় ট্রেডার আছে যারা সিগনাল দিয়ে থাকে টাকার বিনিময়ে। আরে ভাই অতই যদি আপনার সিগনাল এ কাজ করবে তাহলে আপনি ট্রেড না করে সিগনাল বিক্রি করে বেড়চ্ছেন কেন ?
-
আসলে আমার মতে, ইন্ডিকেটর শুধু মাত্র আপনাকে ধারনা দিতে পারে কিন্তু ট্রেড আপনাকেই করতে হবে । সেজন্য আপনাকে আপনার নিজস্ব একটা সিস্টেম বানাতে হবে যেটা দিয়ে আপনি সারাজীবন আপনানার সিস্টেমেই ট্রেড করবেন এবং সেটাই হবে আপনার নিজের স্ট্রেটিজি বা পদ্ধতি । সুতরাং আমার মতামত হচ্ছে ইন্ডিকেটর দেখে ট্রেড করা কিছুটা ভাল তবে আরও ভালভাবে ফরেক্সে জানতে হলে প্রচুর অভিজ্ঞতা লাগবে। তবে নিজে থেকে ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করাই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়।
-
হ্যা অবশ্যই নতুন দের জন্য অনেক ভাল মনে করি । ইন্ডিকেটর ব্যাবহারে লস হওয়ার সম্ভবনা অনেক কম । তাই ইন্ডিকেটর দেয়ে ট্রেড করা ভাল ।
-
ফরেক্স ট্রেডিং এ ইন্ডিকেটরের গুরুত্ব অনেক। অনেকেই প্রাইজ অ্যাকশন এর উপর ট্রেড করে থাকে। কিন্তু সব সময় প্রাইজ এ্যাকশন নির্ণয় করা মুসকিল। তাই আমাদের বেশির ভাগ সময়ই ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করতে হয়। কিন্তু সঠিক ইন্ডিকেটর দিয়ে আমরা ট্রেড করতে পারি না। মনে রাখবেন কখনোই ইন্ডিকেটরের ডিফন্ট সেটিং ঠিক মত কাজ করে না। ইন্ডিকেটরের সেটিং জানাটা জরুরী। নতুন অবস্হায় এসকল ইন্ডিকেটর দেখে ট্রেড করতে পারলে আপনি প্রফিট করতে পারবেন।
-
কষ্ট করে প্রাইস একশান স্ট্র্যাটেজী শিখেছি এবং তার সঠিক প্রয়োগেই ট্রেড করি৷ফরেক্স মার্কেটে প্রাইস একশান স্ট্র্যাটেজী-ই একমাত্র নির্ভরযোগ্য ট্রেডিং কৌশল ৷ আমি কোনো প্রকার ইনডিকেটরের উপর ভরসা করে ট্রেড করিনা কারণ অসংখ্য ইনডিকেটর রয়েছে অথচ সেগুলো কখোনোও আপনার ভবিষ্যত এন্ট্রী সম্পর্কে সুস্পষ্ট কিছুই নির্দেশ করতে পারবে না ৷ যেকোনো ইনডিকেটর তেমন কিছুই বলতে পারবে না যে প্রাইস এখন আপে যাবে না কী ডাউনে যাবে ৷
-
নতুন ট্রেডাররা কি আদৌ ইন্ডিকেটর বুঝতে পারে? আমার তো মনে হয় না। আমিও ফরেক্সে নতুন। আমি ইন্ডিকেটরের কিছুই বুঝি না। আমি মোটামুটি ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করি। আমি যখন থেকে এটি শুরু করি তখন আজ পর্যন্ত আমি লোকসানের সম্মুখীন হই নি।
-
ইন্ডিকেটর নিয়ে আছে নানা বিতর্ক। ইন্ডিকেটর ব্যবহার করা উচিত? নাকি প্রাইস অ্যাকশনই বেশি ভালো? দুঃখজনক হলেই সত্যি আমাদের মধ্যে বেশিরভাগ ট্রেডার জানেন না। আমি জানি ইন্ডিকেটড় কোন কাজেন না। কিন্তু ভিয়া কথা হল এটা যে আপনি যে ইন্ডিকেটর ব্যবহার করেছেন সেগুলার ব্যবহারিক নিয়ম কানুন কি আপনি জানেন বা জানার চেষ্টা করেছনে ভাই যে কোন ইন্ডিকেটোর ব্যবহার করার আগে একটু জেনে নিবেন সেটা কি কারনে ব্যবহার করা হয় বা এর বিভিন্ন সেটিংস সম্পর্কে।
-
ট্রেডের ক্ষেত্রে ইন্ডিকেটর গুরুত্ব পুর্ন ভুমিকা পালন করে।কিছু কিছু ইন্ডিকেটর আছে যেগুলু ব্যবহার করাটা অনেক জরুরী। কিন্তু সব সময় ইন্ডিকেটর কাজে আসে না, কিছু কিছু সময় মার্কেট বেশি ভালো রাস্তা দেখিয়ে দেয়। ইন্ডিকেটর এর চেয়ে মার্কেটের অবস্থা বিবেচনা করে ট্রেড ওপেন করা বেশি উপকারী। এতে করে বেশি অর্থ উপার্জন করা যায় কেননা ট্রেড গুলা সফল হয়।
-
ইন্ডিকেটর দেখে অন্ধ ট্রেড করা কারও উচিত না।আমি মনে করি নিজস্ব স্ট্রাটেজির সাথে ভাল ২ একটি ইন্ডিকেটর ব্যাবহার করা উচিত।এতে আশা করি বেশ ভাল ফল পাওয়া যাবে।তবে কখনও শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত না। আমি মনে করি আপনি যদি ইনডিকেটর দেখে ট্রেড করেন তাহলেও আপনি অনেক ভাল প্রফিট করতে পারবেন। ইনডিকেটরের মধ্যে আপনি যদি পারাবলিক সার, আর এস আই, মুভিং আভারেজ ইত্যাদি ফলো করেন তাহলে আপনি স্কাল্পিং খুব ভাল করতে পারবেন সাথে লং ট্রেডও।