আসলে লসস হলে ফরেক্স মার্কেট থেকে চলে যেতে হবে আমন কোন কথা নেই,বরং আমি কি কারনে লসস করছে টা খুজে বের করতে হবে, কেন লসস করছে টা থেকে শিখতে হবে। তাহলে পরবর্তিতে আমি আর লসস করব না।
Printable View
আসলে লসস হলে ফরেক্স মার্কেট থেকে চলে যেতে হবে আমন কোন কথা নেই,বরং আমি কি কারনে লসস করছে টা খুজে বের করতে হবে, কেন লসস করছে টা থেকে শিখতে হবে। তাহলে পরবর্তিতে আমি আর লসস করব না।
লস হলে হতাশ না হয়ে অভিজ্ঞদের থেকে পরামশ নেয়া উচিৎ। আরো বেশী অধ্যয়ণ করা প্রয়োজন।
সব সময় যে লাভ হবে তা ঠিক না, কখন ও কখন ও লস ও হবে। এক্ষেত্রে নিজেকে ঠিক রাখতে হবে।এবং ভাল করে এনালাইসিস করে ট্রেড করতে হবে।নিজের আবেগ নিয়ন্ত্রন করতে হবে।এবং ভেবে চিনতে কাজ করতে হবে।আর লস হলে ও কখন ও আবেগি হাওয়া যাবে না।
ফরেক্স এ লাভ লস থাকবেই। লস করলে হতাস হয়া যাবে না। বরং অন্ন ট্রেড দিয়ে সেই লস তুলে ফেলতে হবে। ১তাই লস হলে ৩তাই লাভে করতে হবে আমন মন নিয়ে কাজ করতে হবে। তা না হলা ট্রেড করে কনদিন লাভ করা যাবে না। লস যেমন হবে তেমন লাভ ও হবে।
ফরেক্স মার্কেট এ লস হবে এটা সাধারন বেপার।তাই আমরা এই লস থেকে শিক্ষা নেয়ার জন্য ডিমো একাউন্ট এ ট্রেড করলে ভালো হবে।আর তাই লস এর পর আমার করনিও হচ্ছে আমি এই ভুল গুলো থেকে জানতে পারব যে আমার কোথাই ভুল হচ্চে।এর পর এই ভুল গুলো কে কিভাবে সুদ্রানো জাই সেই বিসই নিয়ে আলোচনা করব। ফর্বেক্স মার্কেট এ লস হবে তাই আমরা ফরেক্স মার্কেট ছেড়ে দিবো এটা কিন্তু ঠিক নই। ধন্যবাদ
লসের পরে করণীয় কাজ হচ্ছে কেন লস হল সেটা খুঁজে বের করা। লস হলে ভেঙ্গে পড়লে চলবে না। কারণ টা খুঁজে তা থেকে শিক্ষা নেওয়া। তারপর আবার নুতুন ভাবে এনালাইসিস করে ট্রেড করা। যেন পরের টা লস না যায় । কিন্তু আপনি যদি ভেঙ্গে পড়েন তাহলে নিশ্চিত ভাবে আপনার পরের ট্রেডটা ও লস হবে ।
ব্যাবসায় লাভ লস সব আছে তাই বলে যে সব সময় লাভ করব তা না আবার যে সব সময় লস করব তা কিন্তু না , কিন্তু এই জায়গায় একটু ভুল করলে অনেক লস হতে পারে আবার একটু ভাল করলে অনেক লাভ হতে পারে তাই আপনি যখন লস করেন তখন কন প্রকার চাপ মাথায় নিবেন না কারন চাপ নিয়ে কাজ করলে আপনি ভাল করতে পারবেন না অনেক বেশি লস হয়ে যেতে পারে তাই লস করলে আপনার দরকার আবার ট্রেড নিয়ে বসা এবং এবার থেকে ভাল করার ইচ্ছা রাখতে হবে । এবং আশা নিয়ে থাকতে হবে যে আপনি অনেক ভাল করবেন।
লস হবার পর প্রথম করনীয় কাজ হলো কেন লস হলো তার কারন খুজেবের করা। এর পর প্রথম কাজ হলো উক্তদিন আর ট্রেড না করা। এর পর দরকার হলে ডেমোতে কিছু দিন প্রাকটিস করে নতুন স্ট্রাটেজি নিয়ে তার পর নতুন স্ট্রাটেজি ফিক্স করে তারপর ঠান্ডামাথায় ট্রেড করতে হবে।
আমাদের লসের কারন কে খুঁজে বের করতে হবে এবং আমাদের ভুল থেকে আমাদের শিখতে হবে যাতে করে সামনে এ রকম লস আমরা আর না করি।বাংলাদেশে অন্য অনেক কিছুর মতই শুধু হুজুগের উপর নির্ভর করে কোন রকম জ্ঞান অথবা প্র্যাকটিস ছাড়াই অনেকে ফরেক্সে বিনিয়োগ করেন এবং শুরুতেই লস করে একটা ধাক্কা খান। তাই হঠাৎ বিপদে কি করনীয় ও কি বর্জনীয় তা জানা থাকাটা প্রত্যেক সুচিন্তিত মানুষের দরকার।
ফরেক্স একটা ব্যবসা এতে লাভ লস আছে এবং এই লাভ লসের হিসাব মেনে নিয়েই আমাদের এখানে ট্রেড করতে হবে তবে লসের পর আমাদের করণীয় হল :
১. হতাশ না হয়ে কি কারনে লস হল তার কারন খুজে বের করা
২. যে সব ভুলের কারনে লস হয় সে সব ভুল পরবর্তী ট্র্রেডে না করা
৩. লস যাতে না হয় সে দিকে খেয়াল রেখে এবং ধর্যৈসহকারে প্রতিটা ট্রেড এর পূর্বে বিশ্লেষণ করা
৪. লোভহীন ট্রেড করা