-
ফরেক্স কাদের জন্য এমন কোন নির্দিষ্ট করে বলা নেই। কেননা এটি একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস। তাই এখানে যে কেউ চাইলেই কাজ করতে পারে। তবে এখানে কাজ করতে হলে প্রয়োজন শুধু মাত্র দক্ষতা ও পরিশ্রমী। তাহলেই এখানে কাজ করতে পারা যায়। তবে যুবক বেকার লোকজন কাজ করলে ভালো করতে পারবেন এখানে। ধন্যবাদ
-
ফরেক্স অবসার প্রাপ্ত কিংবা বেকার কিংবা সকল শ্রেণির মানু ষ ফরেক্স বিজনেস করতে, কিন্ত তাহাদের ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অরজন করতে হবে, অভিজ্ঞতা ছাড়া ফরেক্সে ব্যাবসা করতে আসলে মানি হারানোর ঝুকি ১০০% তাই আমি মনে করি ফরেক্স পূর্ণ ব্যাবসা হইলেও যদি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পার লে ঝুকির কোন সম্ভবনা থাকবেনা, ফরেক্স কোটি কোটি ট্রেডারা ফরেক্স বিজনেস করছে সেই সকল ট্রেডাররা অবশ্যই তাহারা সততার সহিত ফরেক্স ব্যাবসা পরিচালনা করে আসছে,এবং বেকার্ত্ব দূর করার ফরেক্সের জুড়ি নেই মনে করি,
-
ফরেক্স হল আন্তজার্তিক একটি ব্যবসা।পৃথিবীর সব দেশেই এই ব্যবসা প্রচলিত।এখানে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়।আমার জানামতে ফরেক্স পৃথিবীর সকলের জন্য।এখানে পৃথিবীর সকল দেশের সকল জনগণ সে নারী পুরুষ যেই হোক না কেন ফরেক্স করতে পারবে।ফরেক্স এ ধনী গরীব,উচু নিচু কোন বাধা নেই।আপনি চাইলেই ফরেক্স করতে পারেন।এক্ষেত্রে আপনাকে কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা জরুরি।ফরেক্স এমন কোন কঠিন বিষয় নয় যে ফরেক্স করতে সমস্যা হবে কারও। ফরেক্স করতে হলে আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে।খুবই মনোযোগ সহকারে ফরেক্স শিখতে হবে।৬ মাস মিনিমাম ডেমো ট্রেড প্র্যাক্টিস করতে হবে এরপর ট্রেডিং শুরু করতে।এভাবে ফরেক্স মনোযোগ সহকারে শিখে যারা ফরেক্স করতে পারবে ফরেক্স তাদের জন্য।
-
ফরেক্স একটি স্বাধীন এবং সর্বজনীন অংশগ্রহণের স্বীকৃত একটি ব্যবসা। ফরেক্স মার্কেটে যে কোন পেশা জীবি মানুষ চাকরিজীবী ব্যবসায়ী ছাত্র সকলে অংশগ্রহণ করতে পারে। ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য কোন বাধ্যবাধকতা নেই। নেই তেমন কোনো বড় বড় ডিগ্রীর প্রয়োজন। এই সকল সুবিধার জন্য ফরেক্স মার্কেট এর জনপ্রিয়তা সর্বস্তরে বৃদ্ধি পাচ্ছে।
-
হ্যা ফরেক্স সবাই করতে পারে,কারন ফরেক্স হল একটি আর্ন্তজাতিক উন্মুক্ত ব্যাবসা,যার জন্য প্রায় সকল দেশের সকল পেশার লোক এই ব্যাবসা করতে পারে,যেহেতু এই ব্যাবসা করার জন্য অনেক বেশি পুজির প্রয়জন হয় না,তাছাড়া ঘরে বসে অন্য যে কোন পেশার পাশাপাশি করতে পারা যায়,তাই চাইলে ছাত্র,শিক্ষক,গ্রহী নি,চাকরিজীবী, ব্যাবসায়ি সবাই তাদের নিজ নিজ পেশার সাথে সাথে ফরেক্স করতে পারবে,তবে তার জন্য প্রয়োজন ফরেক্স সম্পর্কে শিখে নিয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ ককরে তুলতে হবে,তার সাথে ধৈর্য ধারন করে সময় নিয়ে কাজ করার মানুষিকতা, তবেই যে কেউ ফরেক্স থেকে ভাল ব্যাবসা করা যাবে।
-
ফরেক্স কে করতে পারবে কে পারবেনা এমন কোন বিন্যাস ফরেক্স কর্তৃক নির্ধারন নেই । তাই ফরেক্স সকল শ্রেনি পেশার মানুষ করতে পারবে। এখানে ছাত্র,শিক্ষক,ব্যাব সায়ী চাকুরী জীবি, পুরূষ মহিলা কোন ভেদাভেদ নেই । সকল বয়সের মানুষও ফরেক্স করতে পারে ।
-
ফরেক্স সবার জন্য নয় যদি তাই হতো তাহলে শুধুমাত্র ৫% ট্রেডার হতো না। আসলে ফরেক্স একদিকে যেমন সবার জন্য আবার অন্য দিকে বলতে হবে সবার জন্য নয় কিছু বিশেষ প্রকৃতির মানুষের জন্য যারা নিজেদের কন্ট্রোল করতে পারে, নিজেই অনেক বড় ডিসিশন নিতে পারেন, যারা সাহসী, যারা অন্র্তগত ভাবে নিজের উপর বিশ্বাসী, যারা নিজেকে নিজেই শেখাতে পারেন, উন্নত চিন্তার ধারক ও বাহক ইত্যাদি ইত্যাদি। আরও অনেক কিছুই একজন ট্রেডার হওয়ার জন্য লাগে যা অনেক মানুষ নিজের মধ্যে তৈরী করতে পারে না। মানুষ জন্মগত ভাবে কেউ প্রতিষ্ঠিত নয় বা অনেক বড় কিছু হয়ে আসে না কিন্তু জন্ম নেয়ার পর ধীরে নিজেকে পরিবর্তন করতে হয় অনেক বিষয়ে জানতে হয় শিখতে হয়। যা কিনা অনেকেই করতে পারেন না এবং তাদের জন্য ফরেক্স নয়।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক স্বাধীন ব্যাবসা । ফরেক্স যে কেহ করতে পারে । ফরেক্স কারা করবে কারা করতে পারবে না এমন কোন নিয়ম ফরেক্স করেনি । তাই ফরেক্স যে কেও করতে পারে। তবে ফরেক্স করতে অবস্যই ফরেক্সের বিষদ জ্ঞ্যান অর্জন করতে হবে।
-
ফরেক্স ট্রেডিং সকলের জন্য। যে কোন বয়স পেশা বা চাকরিজীবী সকলেই ফরেক্স ট্রেডিং করতে পারে। কোন কাজে নিয়োজিত থাকলে পাশাপাশি ফরেক্স করে এটা আর্থিকভাবে সহায়তা করে। ফরেক্স ট্রেড করার কোন নির্দিষ্ট হয় বলা হয়নি যে শুধু একই ধরনের লোক করবে এটা সর্বজনীন যে কোন পেশা বা যে কোন ধরনের লোক ইচ্ছা করতে পারে।
-
ফরেক্স একটি ব্যবসা। আর এমনই একটি ব্যবসা যেটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা।যাদের ফরেক্স সম্বন্ধে জানার আগ্রহ আছে মূলত ফরেক্স তাদের জন্য। সেটা হতে পারে অন্য কোন পেশায় অন্তর্ভুক্ত কোন মানুষ, বেকারত্ববাহী কোন মানুষ,ছাত্রছাত্রী অথবা গৃহে থাকা যে কোন মানুষ। যারা একটু সময় আর ধৈর্য্য নিয়ে কাজ করতে পারবে।সব মিলিয়ে মোটামুটি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারলে সে ফরেক্স করতে পারবে বলে আমি মনে করি।