আসলে টাইম ফ্রেমতো ভাল লাগার বিষয় বলে আমার কারে মনে হয় না কারন এটা হল আপনার ট্রেডিং স্টাইলের জন্য অপরিহার্ষ একটা বিষয় যেমন আমি মুলত ডে স্কেলপার তাই আমি একদিনের টাইম ফ্রেম হতে মার্কেট টেন্ড বুঝে এক ঘন্টার ফ্রেমে ট্রেড করি। ধন্যবাদ।
Printable View
আসলে টাইম ফ্রেমতো ভাল লাগার বিষয় বলে আমার কারে মনে হয় না কারন এটা হল আপনার ট্রেডিং স্টাইলের জন্য অপরিহার্ষ একটা বিষয় যেমন আমি মুলত ডে স্কেলপার তাই আমি একদিনের টাইম ফ্রেম হতে মার্কেট টেন্ড বুঝে এক ঘন্টার ফ্রেমে ট্রেড করি। ধন্যবাদ।
আমি monthly chart দেখে analysis করি এবং weekly chart দেখে ট্রেড করতে স্বাচ্ছন্দ্যবোধ করি৷আর ছোট ছোট টাইমফ্রেমে অনেক বেশি ঝুঁকি থাকে বলে আমি শর্টট্রেড বা scalping এড়িয়ে চলি৷পাশাপাশি নতুনদেরকেও শর্টট্রেড বা scalping করতে নিষেধ করি কারণ ছোট টাইমফ্রেমে ট্রেড করা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ৷তবে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন পেশাদার ট্রেডারগণ তাদের ভালো দক্ষতার কারণে ছোট ছোট টাইমফ্রেমে স্ক্যাল্পিং করেন৷আর আমি ব্যক্তিগতভাবে MN টাইমফ্রেম এবং W1 টাইমফ্রেমকেই আমার নিজের জন্য সর্বাধিক নিরাপদ মনে করি৷এতে আমার ট্রেডে এন্ট্রি হয় মাসে হয়ত একটা/দুইটা আর আমার ব্যালেন্স থাকে যথেষ্ট নিরাপদ ৷
আমার কাছে আসলে টাইম ফ্রেমতো ভাল লাগার বিষয় বলে মনে হয় না কারন এটা হল আপনার ট্রেডিং স্টাইলের জন্য অপরিহার্ষ একটা বিষয় যেমন আমি মুলত ডে স্কেলপার তাই আমি একদিনের টাইম ফ্রেম হতে মার্কেট টেন্ড বুঝে এক ঘন্টার ফ্রেমে ট্রেড করার চেষ্টা করি।
ফরেক্সেের মধ্যে ট্রেডিং এ বিভিন্ন ধরনের টাইম ফ্রেম রয়েছে। তার মধ্যে একজন ট্রেডারের ট্রেডিংয়ের ধরনের উপর ভিত্তি করে একেক জন একেক ধরনের টাইমফ্রেম ব্যবহার করে থাকেন। কেউ লং টাইম এর ট্রেড করতে পছন্দ করে আবার কেউ শর্ট টাইম ট্রেড করতে পছন্দ করেন। আমি সাধারণত লংটাইম ট্রেড করতে পছন্দ করি তার জন্য আমি h4 টাইমফ্রেম পছন্দ করি। আর যারা শর্ট টাইম ট্রেড করতে পছন্দ করে তাদের পছন্দের টাইমফ্রেম হলো m1, m5, m15, m30. তাই টাইমফ্রেম নির্ধারণ বা নির্ভর করে একজন ট্রেডারের উপর।
আমি লং টাইমফ্রেমে ট্রেড করা পছন্দ করি। লং টাইম ফ্রেমে ট্রেড কলা সহজ অর্থ ক্ষতির ঝুকি কম থাকে। তাছাড়া অনেক বড় বড় ট্রেডার শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে না করে থাকেন। বড় টাইমফ্রেম নিয়মের ধারাবাহিকতা ভালোই বজায় রাখে।এইজন্য আমি চেষ্টা করি লং টাইমফ্রেম যেমন ১দিনের বা ১ঘন্টার টাইমফ্রেমে ট্রেড করতে। এই টাইমফ্রেমগুলো আমার কাছে খুবই ভালো লাগে।
আমি যেহেতু স্ক্যাল্পিং করিনা এবং লং টার্ম ট্রেড করতে পছন্দ করি তাই লং টাইম ফ্রেমই ব্যবহার করি। সাধারনত ১ ঘন্টা, ৪ ঘন্টা এবং ১ দিনের টাইমফ্রেম ব্যবহার করি। তবে কখনো কখনো ১সপ্তাহের টাইমফ্রেমও ব্যবহার করি। সকল টাইমফ্রেমই তার নিজস্ব নিয়মে চলে। এই নিয়ম বিশ্লেষন করেই ট্রেডাররা ট্রেড করে। কিন্তু ছোট টাইমফ্রেম সব সময় নিয়মে চলে না।কিন্তু তার চেয়ে বড় টাইমফ্রেম নিয়মের ধারাবাহিকতা ভালোই বজায় রাখে।
কম আর বেশী আমার কাছে সব টাইম ফ্রেম ই ভাললাগে। আমি যখন ফরেক্স এ নতুন ছিলাম তখন আমি সর্ট টাইম ফ্রেম যেমন M1, M5, M15, M30, H1 টাইমফ্রেম ব্যবহার করতাম। যখন কিছুটা আমার আয়ত্তে আসলো তখন আমি আবার H4, Daily, Weekly & Monthly টাইমফ্রেম ব্যবহার করা শুরু করলাম। এখন আমি সব টাইম ফ্রেম ব্যবহার করে থাকি যখনই আমার অনুকূল এ আসে মার্কেট তখন ই আমি ট্রেড করি ফরেক্স এ।
আমি সাধারণত h4 টাইমফ্রেম ব্যবহার করে মার্কেট এনালাইসিস ও ট্রেড করে থাকি। তবে এর পাশাপাশি অনেক সময় h1 টাইমফ্রেম এর সহায়তা নিয়ে থাকি। h1 টাইমফ্রেম থেকে প্রতিটি ঘন্টার মার্কেট মুভমেন্ট সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। আমি সাধারণত ইন্টারডে ট্রেডিং অর্থাৎ স্কাল্পিং করে থাকি বিদায় h1 টাইমফ্রেম বেশি ফলো করি। এন্ট্রি নেওয়ার সময় অনেক সময় m15 টাইমফ্রেম ব্যবহার করি। তবে সুইং ট্রেডিং অর্থাৎ লং ট্রেডিং এর ক্ষেত্রে আমি অবশ্যই h4, d1, সম্ভব হলে w1 টাইমফ্রেম ব্যবহার করে মার্কেট স্টাডি, এনালাইসিস ও ট্রেড নেয়ার পরামর্শ দিব। কেননা লং টাইমফ্রেমে মার্কেটের সঠিক ট্রেড আইডেন্টিফাই করা সহজ হয়ে থাকে। তবে অবশ্যই লং টাইম ট্রেড করার জন্য বড় মূলধনের দরকার রয়েছে। কিন্তু স্কাল্পিং করার ক্ষেত্রে মূলধন ছোট হলেও ট্রেডিং অভিজ্ঞতা বেশি থাকার দরকার আছে। তা না হলে স্কাল্পিং করে ভালো কিছু করা সম্ভব নয়।
সাধারনত গোল্ড প্লট ফর্মে ট্রেড করতে পছন্দ করি। কিন্ত এই প্লটফর্মে ট্রেড করতে গেলে অনেক কিছু জানতে হয় এমনকি ক্যাপিটাল সাইজ ও অনেক বড় হতে হয়। আপনি যদি একে বারেই নতুন হন সে ক্ষেত্রে আমি আপনাকে সাজেসন দেব eur/usd তে ট্রেড করার এবং এক ঘন্টার চার্টে ট্রেড করার। আবার usd/gbp ও ব্যবহার করতে পারেন।
আমি ফরেক্স ট্রেড করি ৪ ঘটার টাইম ফ্রেমে ট্রেড করি এবং ফরেক্স ট্রেড করে ভাল প্রফিট করি পাসাপাসি আমি এই টাইম ফ্রেম ছাড়া অন্য কোন টাইম ফ্রেমে ট্রেড করি না ৪ ঘন্টাই আমার কাছে বেস্ট মনে হয়।