-
আমরা যারা ডেমোতে প্রেক্টিস করি তারা এটিকে সিরিয়াস হিসাবে নেই না কারণ এতে আর্থিক ঝুঁকি সংযুক্ত থাকে না। লসের ভয় না থাকার কারণে আমরা মনসিকভাবে ট্রেডে চালিয়ে যাবার চেষ্টা করি না। এটা নতুনদের জন্য কোন ভাবেই কাম্য নয়। যার কারণে আমরা যখন রিয়েলে যাই তখন লস করি। এখন নতুনদের ডেমো প্রেকটিস বলতে যা দেখি তাহলো অনেকটা এমটি4 টার্মিনালটিকে জানা। মানে শুধু সফটওয়্যারের এপ্লিকেশন বা ব্যবহারবিধি শেখা ।
-
১। কোন ভাবেই ওভারঅল ট্রেডে লস না খাওয়ার প্রস্তুতি রাখা । এর জন্য আমরা ৫ দিনের ট্রেডের লাভ ক্ষতির হিসাব মিলিয়ে দেখতে পারি। ক্ষতি হলে লসের কারণ এবং পরবর্তী সপ্তাহে যাতে ভাল করি সেই চেষ্টায় মনোনিবেশ করা।
২। বেশী করে বা বড় লট ওপেন না করে মানি ম্যানেজমেন্ট ফলো করা এবং এক অর্ডার থেকে ছোট ছোট পিপস (10/15) টারগের্ট করা।
৩। সব পেয়ারে ট্রেড না করে নির্দিষ্ট কয়েকটি পেয়ারে পুনঃ পুনঃ চর্চা করা। ১৫ থেকে ৩০ দিন পর পেয়ারের সংখ্যা বৃদ্ধি করা।
৪। একাউন্ট জিরো না করার জন্য সর্বোচ্চ শ্রম দেওয়া । একাউন্ট ডবল কয়ার প্রতিযোগিতা বা পুরো একাউন্টকে জুয়া হিসাবে ইনভেষ্ট না করা। :woo::tie:
-
আমি ডেমোতে ট্রেড করার চেয়ে নো ডিপোজিট বোনাস নিয়ে ট্রেড করতে থাকেন। তাতে দুদিকে লাভ করতে পারেবন। একটি হচ্ছে আপনার ফরেক্স জানা হলো আরেকটি হচ্ছে profit করতে পারলে ভাল না পারলেও লাইভ ট্রেড করার অভিজ্ঞতা হলো।
-
আপনি হয়ত ফরেক্স ট্রেড করতে আগ্রহী। কিন্তু আপনি জানেন না কিভাবে ফরেক্স ট্রেড করে। অনেকের কাছেই পিপস, লিভারেজ এগুলো শুনেছেন, কিন্তু ট্রেড না করায় এগুলো কিছুই বুঝতে পারছেন না। তাই আপনি হয়ত শুরুতেই ফরেক্সে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। কারন যেহুতু কিছুই পারেন না, লস করার সম্ভবনাটাই বেশী। কিন্তু এই আধুনিক যুগে আপনি কিন্তু কোন টাকা খরচ না করেই টেস্ট ট্রেড করতে পারেন। এজন্য ব্রোকাররা ডেমো ট্রেডের ব্যবস্থা রেখেছে। ডেমো অ্যাকাউন্টে আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেডিং প্রাকটিস করতে পারবেন।:dance:
-
আপনি ডেমোতে লস করতে পারেন, এমনকি পুরো ব্যালেন্স উড়িয়ে দিতে পারেন, কোন সমস্যা নেই। এটা শুধুমাত্র আপনার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য। আপনি যত ট্রেড করবেন, আপনি তত ট্রেড শিখবেন। আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয়। কারন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভবনাই বেশী থাকবে। তাই ডেমো ট্রেড করে আপনি যখন আপনার ট্রেডিং নিয়ে সন্তুষ্ট হবেন, তখনই শুধুমাত্র রিয়েল ট্রেড শুরু করা উচিত।:p:rules::(:yahoo:
-
যে কোন কিছু করতে গেলে আগে তাকে নিয়মিত চেষ্টা করতে হয় । াারযে যতবেশি চেষ্টা করে সে ততবেশি সাফলতা অর্জন করতে পাড়ে । তেমনি মূল ট্রেডিং এর আগে তাকে ড়ডমো ট্রেডিং করতে হবে যে যতবেশি ডেমো করবে সে ততবেশি মূল টেডিং এ সফলতা অর্জন করতে পাড়বে । তাই বলা যায় ডেমো ট্রেডিং ছড়া মূল ট্রেড করা উচিত না ।
-
ফরেক্স আশার পর থেকেই আমি গত দু -তিনমাস যাবত ডেমো ট্রেডিং করছি এবং আশা করছি রিয়েল ট্রেড করার পাশাপাশি ডেমো ট্রেডিং করে যাবো।ডেমো ট্রেডিংয়ে আমি মূলত প্রচুর আনন্দ পায়।ডেমো ট্রেডিংয়ে আমি প্রচুর রিস্ক নিয়ে ট্রেডিং শিখি। আসলে রিয়েল ট্রেডিংয়ে তো ভয় করার কারনে বেশি ট্রেড করতে পারি না তাই বেশি বেশি ট্রেড প্রাকটিসের জন্য অনেকদিন ডেমো ট্রেডিং করে যাবো ভাবছি।
-
আমি প্রায় ২ বছর যাবত ডেমো ট্রেডিং করতেছি । অামি মনেকর এই ২ বছরের মধ্যে অামি যতটুকু এ্যানালাইসিস করেছি তাতে বুঝতে পারলাম যে ডেমো ট্রেড ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা যায় না । অতএব বেশী বেশী আমরা মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।
-
ভাই আপনি অনেক ভাল প্রশ্ন করেছেন ফরেক্স মাকেটে আমি ১ বছর ধরে আছি | আমি মনে করি ৫ থেকে ৬ মাস ধরে ফরেক্স মাকেটে ডেমো পারতিস করছি | আমার মনে হয় ফরেক্স মাকেটে শিখার বা বুঝার কোণ শেষ নেই ফরেক্স মাকেটে যত বেশি ডেমো পারতিস করব তত ফরেক্স সম্পরকে জানতে পারবে ফরেক্স মাকেটে করতে হলে ফরেক্স থেকে দকয আর অভিগতা অজন করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন |
-
ফরেক্স মার্কেটে আমি গত দু -তিনমাস যাবত ডেমো ট্রেডিং করছি এবং আশা করছি রিয়েল ট্রেড করার পাশাপাশি ডেমো ট্রেডিং করে যাবো।ডেমো ট্রেডিংয়ে আমি মূলত প্রচুর আনন্দ পায়।ডেমো ট্রেডিংয়ে আমি প্রচুর রিস্ক নিয়ে ট্রেডিং শিখি। আসলে রিয়েল ট্রেডিংয়ে তো ভয় করার কারনে বেশি ট্রেড করতে পারি না তাই বেশি বেশি ট্রেড প্রাকটিসের জন্য অনেকদিন ডেমো ট্রেডিং করে যাবো ভাবছি।