-
ফরেক্স একটি ব্যবসা আর এখানে লস এর কারন হল ফরেক্স সম্পর্কে আপনার ভাল ধারনা না থাকা। অল্প ধারনা নিয়ে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন না। অতিরিক্ত লোভ করা ধৈয্যশীল না হওয়া মানিম্যানেজম্যান্ট ফলো না করা। মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ধারনা না নিয়েই ট্রেড ওপেন করা।
-
যে কারনে ফরেক্স এর ট্রেডারা লস করে থাকে-
1 বেশি লট্রেড করা।
2 বেশি লোভ করা।
3 ধহ্য না ধরা।
4 মানি ম্যানেজমেন্ট না করা।
ইত্যাদি কারনে ট্রেডারা লস করে থাকে।
-
ফরেক্স লসের কারণ সমূহ পর্ব – ৩ ট্রেডিং স্ট্রাটেজি না থাকাঃ আপনার অবশ্যই একটি ট্রেডিং ষ্ট্রাটেজি থাকা উচিত। ... ফরেক্স লসের কারণ সমূহ পর্ব – ২ উদ্দেশ্যবিহীন ট্রেডিং করাঃ অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ লস এর অনেক কারন থাকে তার মধ্য একটা কারন হল বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করা আপনি যদি একটা ট্রেডিং সিস্টেম এ লেগে থাকতে পারেন তা হলে আপনি নিয়মিত ফরেক্স মার্কেট এ লাভ করে তাই আপনি যদি ফরেক্স মার্কেট এ নিয়ম করে ট্রেড করেন তা হলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ভাল করতে পারবেন
-
ফরেক্স একটি রিস্কি মার্কেট এখানে ব্যবসা করতে হতে হলে প্রয়োজন ধৈর্য্য, জ্ঞান, পর্যাপ্ত পরিমানে শিক্ষা। যারা এ মার্কেট এ ট্রেড করেতে এসে কিছু না জেনে না বুঝে শুধু লোভ করবে অনেক আয় করতে পারবে তারা সব সময় লসের সম্মক্ষীন হবেন। আগে ফরেক্স এর ব্যপারে ভালভাবে বুঝতে হবে। জানতে হবে কিভাবে মার্কেট এনালিসিস করতে হয়। তাহলে লস থেকে মুক্তি পাওয়া যাবে।
-
ফরেক্স মার্কেটে লসের বড় কারন হল উদ্ধেশ্য বা কারন বিহিন ট্রেড করা ।আপনি যদি ফরেক্স মার্কেট থেকে সাফলতা চান তাহলে আপনাকে আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নিয়ে ট্রেড ওপেন করতে হবে।য়ার ফরেক্স মার্কেটে কখনো লোভ করা যাবে না।
-
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার লস করে তার কারণ হচ্ছে প্রথমত নতুন ট্রেডাররা বেশি লটে ট্রেড ওপেন করে, বেশি লোভ করে, ধৈর্য্য হারা হয়ে যায়, মানি ম্যনেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করে, নিউজ সম্পর্কে জ্ঞান অর্জন না করে এমনকি উদ্দেশ্যবিহীন ভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করার ফলে বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস খেয়ে থাকে। তাই আমি মনে করি আপনি যদি সঠিকভাবে ট্রেডিং কৌশল এনালাইসিস না করে তাহলে কখনও ফরেক্স মার্কেটে আপনি সফলতা অর্জন করতে পারবেন না।
-
লসের প্রধান কারণ সমূহ : প্রথমত অলসতা, দ্বিতীয়ত লোভ করা যাবে না, তৃতীয়ত সঠিক ভাবে মানি ম্যানেজম্যান্ট না করা, এরপর ধরেন সঠিক জায়গায় সঠিক পজিশনে ট্রেড না নেওয়া, এক সিস্টেমে থাকা অবস্থায় আরো বিভিন্ন সিস্টেমের পেছনে ছোটাছোটি করা, জ্ঞানের স্বল্পতার অভাবে, ইমোশোনকে কন্ট্রেল না করা ইত্যাদি ।
-
ফরেক্স এর লস এর কারন হল ভুল বাল ট্রেড।আপনি আন্দাজে ট্রেড করলে তহ লস করবেন ই।তা ছাড়া ভুল আনালাইসিস এর জন্যও লস হতে পারে,ভাল ট্রেডার হতে হলে অবশ্যই লস খাইতে হবে।নাহলে লস এর মরমও বজা যাবে না।
-
মূল কারন হলো বেশি লোভ করা এবং ফরেক্স সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন না করে ট্রেডিং শুরু করে দেওয়া। এসব করলে অাপনি সহজেই অনেক কিছু হারাতে পারেন। তাছাড়া অারো কতগুলো কারন রয়েছে। অাপনি যখন ফরেক্স নিয়ে পড়াশোনা করবেন তখন ধিরে ধিরে অভিজ্ঞ হবেন এবং ডেমো ট্রেড করার ফলে বাস্তব জ্ঞাণ হবে ফলে লস হওয়ার সম্ভাবনা কমে যাবে। ডেমো ট্রেড না করে প্রথমেই রিয়েল ট্রেড করা ও লসের একটি কারন