-
ফরেক্স হল একটি ব্যবসা আর ব্যবসার মধ্যে লাভ লস এই দুই থাকে আর ফরেক্স থেকে কখন লাভ অথবা লস এই দুই নিয়ে ফরেকাস ট্রেডাররা ট্রেড করে। তাই আমি বলব লাভ লস এর চিন্তা না করে ভাল ভাবে ট্রেড করা শিখুন তবে আস্তে আস্তে লসের পরিমান কমে যাবে। ট্রেডার হিসাবে আপনাকে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে । আপনি ফরেক্স ট্রেড করার সময় যখন লসে পরে যাবেন তখন আপনার মাথা স্বাভাবিক ভাবেই খারাপ হয়ে যাবে। সেই সময় আপনি দৈর্য্য ধরে আপনাকে ট্রেড করে যাইতে হবে । এতে হয়তো আপনার লসের পরিমাণ কমে যাইবে ।
-
ফরেক্স ট্রেডিংকে আমি ব্যাবসা মনে করতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করি আর আমি এটা বেশ ভাল করেই জানি যে ব্যাবসায়ে যেমন লাভ হবে ঠিক তেমনি লসও হবে তবে এটা ঠিক যে যখন কোন ট্রেডে লস হয়ে যায় তখন ঐ মূহত্বে একটা খারাপ লাগে তবে পরবর্তীতে যখন সেই লসকে রিকভার করে ফেলি তখন আবার অনেক ভাল লাগা নিজের মধ্যে কাজ করে আবারও নব উদ্দমে ট্রেডে করার উতসাহ পাই। সব সময় যদি শুধু লাভ হত তাহলে ফরেক্স মার্কেটকে কেউ ভালোবাসতো না । এটা হয়ে যেত জোয়ারি খেলা। ট্রেডার হিসাবে আপনাকে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ।কারন অনুসন্ধান করে তা থেকে শিক্ষা গ্রহন করা গেলে সেই একই কারনে ভবিষত্বে আর লস হওয়ার কোন ঝুকি বা আশঙ্কা থাকে না।