-
অবশ্যই লস ব্যবসায়ের একটি অংশ। লস না থাকলে তাঁকে ব্যবসায় বলা যায় না। ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ফরেক্স মার্কেটে আমরা ট্রেডারগণ প্রতিনিয়ত অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সাইজের লট ক্রয় বিক্রয় করে প্রতি নিয়ত কেও লস করছি বা কেও কেও লাভ করছি৷
-
হাঁ লস ও ট্রেড এর অংশ, আমি মনে করি লাভ এবং লস বাবসায়ে একটি মুদ্রার এপিট/ওপিট এটা আপনি যে কোন বাবসায়ে খুঁজে পাবেন না যে লস হয় না, তাই আমি বলব যে অবশ্যই লস ট্রেড এর গুরুত্বপুণ্য অংশ আর ফরেক্স এমন একটি প্লাটফর্ম যে প্রথম আপনাকে লস মেনে নেওয়ার মন মানিসিকতা ও শক্তি থাকতে হবে।
-
Quote:
Originally Posted by
Sacrifice
লসও কি ট্রেডের অংশ?
অবশ্যই লস ট্রেডিং এর একটি অংশ। ট্রেডিং এ লস-লাভ একটি অন্যটির সাথে ওতপ্রোতভাবে জড়িত।
একটা প্রবাদ আছে যে, “নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো” । নিন্দুক আপনার সমালোচনা করে বলেই আপনি বুঝতে পারেন আপনি যেটা করছেন সেটা হয়ত ভুল করছেন। আর আপনার ভুল শুধরে আপনি আপনাকে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।
তেমনিভাবে, আপনি ভুল করার মাধ্যমে বুঝতে পারবেন আপনার কেনো লস হলো, আপনার দুর্বলতাগুলো খুজে বের করতে পারবেন এবং আপনি নিজেকে সংশোধন করতে পারবেন। আর আপনি নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
-
প্রতিটি ব্যবসার মতোই ফরেক্স ট্রেডিং ও একটা ব্যবসা।এবং ব্যবসার শুরু লগ্ন থেকেই এর সাথে লাভ এবং লস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই লসকে ছাড়া ব্যবসা কল্পনাও করা অসম্ভব। একজন দক্ষ ট্রেডার সব সময় ফরেক্স থেকে যে কোন ফলাফল মেনে নেয়ার মানসিকতা রাখে।এবং আপনিও যদি ফরেক্সে টিকে থাকতে চান, তাহলে আপনাকে ও অবশ্যই লসকে মেনে নেয়ার মত মানসিকতা রাখতে হবে। কেননা প্রতিটা ব্যবসাতেই যেমন লাভ-লস রয়েছে,তেমনি ফরেক্সে ও লাভ-লস রয়েছে।এবং লস ছাড়া কখনই ট্রেডিং কল্পনা করা যাবে না।
-
আমি মনেকরি, ফরেক্স খুবই রিস্কি বাবসা। আমরা যখন ফরেক্সে টেড করি তখন লস টা মেনে নিয়েই টেড করি। ফরেক্সে এমন কোনো টেডার নেই যে লস করেনি। তবে লস তেকে আমাদের সিক্ষা নিতে হবে। একই ভুল যেন বারবার না হয় সেদিকে লক্ষ রাখা উচিত। আমি ফরেক্স কে যে টুকু জানতে পারছি তাতে করে আমার যে টুকু মনে হয় লাভ এবং লস দুটাই ফরেক্স ট্রেড এর অংশ । কারন ফরেক্স মার্কেটে আপনি ট্রেড করে শুধু লাভ করবেন লস হবে না তা হবে না । ফরেক্সে কাজ করতে হলে আপনার লস এবং লাভ যেকোন টাই হতে পারে ।
-
অবশ্যই লসও ট্রেডের অংশ । ফরেক্স ট্রেড একটা অনলাইন ব্যাবসা যাতে আন্তর্জাতিক মুদ্রা বাজারে মুদ্রার ক্রয় এবং বিক্রয় হয় ।ফরেক্স করতে হলে যেমন লাভ আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।ফরেক্স পেশা হিসেবে নিলে অবস্যই ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিৎ।গেলে যেমন লাভ হয় তেমনি মাঝে মাঝে লসও হয়। কিন্তু আমাদেরকে লসের থেকে লাভের পরিমান বাড়াতে হবে।তাহলেই আমরা ভাল ট্রেডার হতে পারব।
-
ফরেক্স মার্কেটে লসও ট্রেড এর একটি অংশ। ফরেক্স মার্কেটে শুধু প্রফিটে হয় না লস হয়ে থাকে৷ লস হল ফরেক্স মার্কেটের একটি অন্যতম অংশ। আমরা এমন অনেক ছোট রয়েছে যারা লস করলে মন খারাপ করে এবং ফরেক্স বিষয়ে অনীহা প্রকাশ করে থাকে।
ফরেক্স এর সফলতার একটি অন্যতম দিক হলো লস করা। আমরা যদি ফরেস্ট মার্কেটের লস করি তাহলে সেই লসের কারণ খুঁজে বের করি। সেই লস পরবর্তীতে সমাধান করার মাধ্যমে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
-
লস হলে আপনাকে আরও বেশি করে সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে এই ব্যবসাতে এগিয়ে যেতে হবে । আর লস করলে আপনাকে আপনার লস এর কারন বের করতে হবে। আপনি যদি ফরেক্সে আপনার লসকে হাসি মুখে মেনে নিতে পারেন তাহলে আপনি অনেক প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স এ যারা লসকে মেনে নিতে পারেন না তারা কখনোই ফরেক্স এ ভালো কিছু করতে পারবে না। আবার তারা মার্কেটে বেশিদিন টিকেও থাকেনা। যেকোন ব্যবসায় করতে গেলে আপনাকে খরচ করতে হবে। তেমনি ফরেক্সও আপনার লসকে খরচ হিসেবে দেখতে হবে।
-
যাদের লস মেনে নেওয়ার ক্ষমতা নেই তারা কোনদিন ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবে না। কারন ফরেক্স এ লাভ এর কোন নিশ্চয়তা নেই। একটি ট্রেড ওপেন করলে সেটি লাভ কি লস হবে কেউ বলতে পারবে না। আর লস হতেও পারে আবার লাভও হতে পারে। ফরেক্স মার্কেট এ ঝুকি সর্বদাই বিদ্যমান।