-
ফরেক্স এ আমরা যে ভুলটি করি তাহলো প্রথমে ছোট লট এ ট্রেড দেই। হয়তো ট্রেডটি অনেক সময় লসে চলে যায়। তখন আমরা আবার এমন লট ব্যবহার করি যাতে লস রিকভার হয়ে আমাদের লাভ দ্বিগুন হয়। লাভ কম হতে রিকভার করা যাবে না। কিন্তু পরিনামে সেই ট্রেড টিতেও বড় ধরনের লসে পরে যাই। তাই সর্বদা ছোট ছোট ট্রেড করা উচিত।
-
সাধারণত আমরা ফরেক্স এ প্রবেশ করে যখন ছোট লটে ট্রেড ওপেন করি ছোট লাভের আশায়। কিন্তু কোন ক্রমে যদি ট্রেডটি লসে চলে যায় তখন হয়তো বা লস কভার করার জন্য আরেকটি বড় লটে ট্রেড ওপেন করি যাতে লস কভার করতে পারি এমনকি লস কভার করে বেশি লাভ করতে যেন পারি। আর এইসব তৈরি লোভের কারণে। কিন্তু পরিমাণে দেখা যায় যে আমার ট্রেডটি বড় ধরনে লসে পড়ি যায়। এজন্য আমি বলতে চাই প্রত্যেকটি ট্রেডারকে অল্প রিক্স নিয়েই অল্প লাভের আশায় ছোট লটে ট্রেড করা উচিত।
-
ফরেক্স এ টিকে থাকতে হলে সর্বপ্রথমে আপনার মানসিক নিয়ন্ত্রন প্রয়োজন । এক্ষেত্রে আপনাকে লোভ সামলাতে হবে । আপনার প্রতিটি ট্রেডের লট সাইজ সামান্য রিস্ক এর মাধ্যমে নির্ধারণ করতে হবে । অনেক ট্রেডার হয়তো দু-একটি ট্রেডে লাভ করতেই পারে কিন্তু ফরেক্স এ লস করা খুবই সহজ । এখানে লাভ এর মাধ্যমে টিকে থাকা সবচেয়ে কঠিন । কেননা আপনি যা বিনিয়োগ করবেন তা যদি হারিয়ে ফেলেন তাহলে তা পুনরায় ফেরত পাওয়া অধিক কষ্টসাধ্য ।
-
হ্যা বন্ধু আমি আপনার সাথে একমত যে ফররেক্স মার্কেটে আসলে টিকে থাকাটাই হল সবচেয়ে বড় একটা চ্যালেন্জ তাই কখনোই ফরেক্স হতে হঠাৎ ধনী হবার চিন্তা করবেন না এবং একাউন্ট রিস্কে পড়বে এমন ট্রেড নিবেন না আপনি যদি আজ লাভ না করেও ফরেক্স আপনার একাউন্টটা টিকিয়ে রাখতে পারেন তবে হয়তো কাল লাভ করার মত সুযোগ সৃস্টি হতে পারে। ধন্যবাদ।
-
ফরেক্স এ টিকে থাকার জন্য লোভ কে কন্ট্রোল করা একান্ত জরুরি। অনেক না বুঝে লোভ করে হাই রিস্ক নিয়ে বড় বড় লটে ট্রেড করে। একসময় দেখা যায় একাউন্ট খালি হওয়ার পথে। সুতরাং ফরেক্স এ টিকে থাকার জন্য রিস্ক মিনিমাইজ করতে হবে। অতিরিক্ত লোভ করা মোটেই ভালো না সর্বপ্রথম একাউন্ট কে গুরুত্ব দিতে হবে তারপর প্রফিট।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে লাভের থেকে লস বেশি হয় এটা মনে রেখেই আমাদের ফরেক্স ব্যবসা করা উচিত।আর হ্যা ব্যবসাতে রিস্ক ছাড়া লাভ কম হয় এটা ঠিক কিন্তু আপনি কিছুই না জেনে রিস্কটা নিবেন কিভাবে।আপনি ফরেক্স এ এসেই ধপাধপ কয়টা ট্রেড এন্ট্রি করে কয়েকশ ডলার লাভ করে নিয়ে চলে গেলেন ফরেক্স এমন না।ফরেক্স শেখা অনেক কঠিন ব্যাপার আর ফরেক্স থেকে লাভ সবাই করতে পারেনা।তাই আগে আপনাকে মনে রাখতে হবে ফরেক্স আপনার জন্য একটা চ্যালেন্জ হিসাবে নিন।ফরেক্সবএ প্রথম লক্ষ্য ঠিক করুন টিকে থাকা।আপনি প্রাথমিক অবস্থায় তেমন রিস্ক ছাড়া ছোট ছোট লটে কিছু ট্রেড এন্ট্রি করুন লাভ কম হোক আপনি ফরেক্স শিখুন এভাবে।একসময় দেখবেন হাত দিলেই সোনা ফলছে যে ট্রেড এন্ট্রি করছেন কম বেশি লাভই হচ্ছে।তারা আগে লাভ করব এইমন মানসিকতা তৈরি না করে আগে ফরেক্স শিখে দক্ষ হওয়ার মন মানসিকতা তৈরি করুন লাভ এমনিতেই হবে।এজন্য প্রথমে অল্প রিস্ক নিয়ে ট্রেড করুন।
-
সাধারণত আমার মতে, অনেকেই মনে করেন যে যত বেশি ইনভেস্ট তত বেশি লাভ , কিন্ত কথাটা ঠিক নয় । কারণ আপনাকে ফরেক্স ব্যবসায় এ লাভ করতে হলে অবশ্যই ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে হবে । না জেনে আপনি কখনোই ফরেক্স ব্যবসায়ে সফল হবেন না । আর ফরেক্স ব্যবসায় এ ট্রেড করতে হলে তা সম্পর্কে ভাল ভাবে জানতে হবে এবং দক্ষ হতে হবে। যদি জানা না থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না । আর প্রথম অবস্থায় ফরেক্সে ব্যবসায় এঅল্প ঝুঁকি নেওয়াটা ভালো । তাতে করে লস হলে কম লস হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ঝুঁকি আপনাকে কমবেশি নিতেই হবে তবে সেই ঝুঁকিকে সর্বনিম্ন করতে হলে ট্রেডিং দক্ষতা, জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার কোনো বিকল্প নেই। আমরা সকলেই জানি যে ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে থাকার প্রধান মূল মন্ত্র হলো ভালো ফরেক্স ট্রেডিং জ্ঞান এবং দক্ষতা যা একজন ট্রেডার কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে এবং লসের ঝুঁকিকে সর্বনিম্ন করতে সহায়তা করে থাকে। সব সময় ফরেক্সে ট্রেড করার পূর্বে একজন দক্ষ ফরেক্স ট্রেডার এর যে কাজটি সর্বপ্রথম করতে হয় তা হল যে কারেন্সি প্লেয়ারে ওই ট্রেডার ট্রেড করতে ইচ্ছুক উক্ত কারেন্সি পেয়ারের উপর ভালোভাবে এনালাইসিস করে নেওয়া পাশাপাশি উক্ত কারেন্সি পেয়ারের উপর বিশেষজ্ঞদের প্রদত্ত এনালাইসিস গুলোকে অনুসরণ করা এনালাইসিস সঠিকভাবে প্রণয়ন শেষে অ্যাকাউন্ট ব্যালেন্সের আলোকে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা। আর আমি মনে করি এভাবে নিয়মতান্ত্রিকভা ে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করলে ভালো প্রফিট অর্জন করা যেমন সহজ হয় পাশাপাশি সফলতার সাথে ফরেক্স মার্কেটে টিকে থাকা অনেক বেশি সহজ হয়।
-
ফরেক্স মারকেটে সব সময় মনে রাখতে হবে রিক্স মেনে চলতে হলে বেসি রিক্স নিয়া যাবে না রিক্স নিলে অ্যাকাউন্ট জির হউয়ার সম্ভাবনা থাকে।আবার একানে বলতে গেলে রিক্স না নিলে গাইন হওয়া যাবে না অনেক সময় রিক্স নিতে হবে ।তবে আমার মতে ফরেক্স মার্কেটে রিক্স না নিয়ে ট্রেড কলে অনেক দিন তিকে থাকা জায় আর একজন সফল ট্রেডার হওয়ার সম্ভাবনা থাকে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে আপনার ব্যালেন্সের প্রতি দৃষ্টি রাখতে হবে।আর সে জন্য সঠিকভাবে মার্কেট বিশ্লেষন করে তার পর স্বল্প পরিমান ট্রেড ওপেন করা ভাল এতে করে ঝুকি সর্বনিম্ন হয় ও মার্কেটে সফলতার সাথে টিকে থাকা যায়।