-
যেকোনো ধরনের ব্যবসাতেই লাভ লস থাকবেই। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব নয়। ফরেক্সও ঠিক তেমনই। এখানেও লাভ লস আছে, ট্রেড করতে গেলে আপনাকে লস মেনে নিতেই হবে।ফরেক্স এ আমরা লস পুসে থাকি কারণ লসও ফরেক্সের একটা অংশ, ফরেক্স একটি বাবসা আর বাবসায় লাভ এবং লস একটি মুদ্রার এপিট/ওপিট তাই ফরেক্স ট্রেডাররা লস কে ভয় পান না তারা লস থেকে ও শিখতে পারেন যে কেন লস হল এটাকে পুনরাবৃত্তি না করার জন্য লস করা ট্রেডটি থেকে ও আমরা অনেক কিছু শিখতে পারি।পরিস্থিতির শিকার হয়ে কিছু কিছু সময় লস ধরে রাখা হয়। আসলে আমরা সব সময় সঠিক সিদ্ধান্ত নেই না। হয়তো মার্কেট ঘোরার আসায় আমরা লস পুষে রাখি। আমার মতে লস ধরে রাখা উচিত নয়।
-
আমরা মানুষ জাতি খুবই লোভি প্রকিৃতির হয়ে তাকি তো আমদের সেই কারনে যখন ট্রেড বসাই আমাদের উচিৎ স্টপ লস এবং টেক প্রফিট দুটোই ব্যবহার করা কিন্তু আমরা যারা ট্রেড করে তাকি তারা শুধু মাত্র টেক প্রফিট ব্যবহার করে থাকি কিন্তু স্টপ লস ব্যবহার করি না । যার ফলে আমরা বেশির ভাগ সময় লস করে থাকি । আমরা স্টপ লস ব্যবহার করি না যেন আমরা লস করতেই পারি না।
-
আমরা লসকে পুষে থাকি কারন আমরা কোন মতে লস না দেওয়ার জন্য যাতে মার্কেট আবার আগের অবস্থায় ফিরে আসে সেই অপেক্ষায় লসকে পুষে রাখি। আসলে লসকে পুষে রাখাটা একটি বড় বোকামি। ফরেক্স মার্কেট কখন কী হয় তা বলা যায় না। লসকে পুষে রাখলে এতে আমাদের লসগুলো আরো বেশী বাড়তে থাকে। তাই আমি মনে করি যে আমরা লসকে পুষে না রেখে যতটুকু সম্ভব লসকে মেনে নিয়ে আবার শুরু করাটাই উত্তম।
-
লসকে পুসিয়ে রাখা সবথেকে বড় ভুল কারণ আমরা সব সময় ভাবি যেটুকু লস হয়েছে সেটা খুব সহজেই পুসিয়ে নিতে পারবো। কিন্তু মার্কেটের অবস্থান না বুঝেই আমরা লসকে পুসে থাকি, যার প্রভাব পড়ে আমাদের প্রতিটি ট্রেডে বিশাল ক্ষতির মুখে। আর এসব থেকে দূর করার জন্য আমাদের লোভ ও ধৈর্য্যকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়াও প্রত্যেক ট্রেডে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার যদি আপনি এই দুটো বিষয় সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো ট্রেডার হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন, আর তখন আপনার লস পুসে রাখতে হবে না।সঠিক স্ট্র্যাটেজী না জেনে বুঝেই এই মার্কেটে ট্রেড করি৷ফলে শুরু থেকেই ক্রমাগত একটানা দীর্ঘ দিন লস করতে থাকি৷এই মার্কেটের নিয়ম হচ্ছে লস করতে করতে সফলতার দিকে এগিয়ে যেতে হয়৷তাই দীর্ঘদিন লস দিয়ে আমরা একসময় ফরেক্স মার্কেটে ঠিকই প্রতিষ্ঠিত হয়ে যাই৷আর এই লসের সময়টা হতে পারে বেশ কয়েক বছর৷তাই আমাদের কাছে মনে হয় অনেক দীর্ঘ সময়৷ আর এই দীর্ঘসময়ের লস করাকে আমরা বিশেষ যন্ত্রনাদায়ক মনে করি৷অথচ বাধ্য হয়েই এই লসকে দীর্ঘদিন পুষতে হয়৷
-
আমার মতে যাদের লস হতে থাকে তারা লস পুষাতে চেষ্টা করে।আর যারা লাভ করে তারা চেষ্টা করে যাতে লস না হয়।কিন্তু আবার লস ছাড়া লাভ হয় না।আমার মতে ৯৫% ট্রেডার তারা লসের মাধ্যমেই একজন ভালো ট্রেডার হিসেবে গড়ে ওঠে।আমরা যখন ফরেক্স ট্রেড অপেন করি সধারনত লাভের আশায়। কিন্তু এই ট্রেড লাভ নাহয়ে লসের দিকে যায় তখন আমারা অপেক্ষা করি লাভের জন্য কিন্তু কিসুক্ষন পর লসের পরিমান আরো বেড়ে যায়। এভাবে আমরা লস পুষে রাখি।
-
ফরেক্স এ অনেক সময় লস পুষে যেতে হয়। আমি মনে করি তার মধ্যে অন্যতম হল আমাদের লাভের আশা এবং একটু বেশি লোভ । ফরেক্স এ লাভের পাশাপাসি লস হবে স্বাভাবিক । এই প্রত্যাশায় ও লস পুষা ভালো। তবে ভালোভাবে আমাদের এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। লস ত ব্যবসার একটি অংশ। সুতারাং এক সময় লাভ করবেন আবার লস করবেন এটাই নিয়ম। কিন্তু ফরেক্সে লসকে পুষে রেখে লাভ করে থাকে। মার্কেট যখন বেপুরুওয়া হয়ে থাকে, ট্রেডের বিপরীত দিকে চলে যাই তখন আপনাকে অবশ্যই লসকে পুষে রাখতে হবে। তা না হলে আপনাকে লস খেতে হবে।
-
আপনি যদি লস না করেন তাহলে আপনি ভাল ট্রেডার হতে পারবেন না ভাল ট্রেডার হতে হলে আপনাকে লস কে মেনে নিতে হবে ।তাহলে আপনি সফল হতে পারবেন।ফরেক্স এ আমরা লস পুসে থাকি কারণ লসও ফরেক্সের একটা অংশ, ফরেক্স একটি বাবসা আর বাবসায় লাভ এবং লস একটি মুদ্রার এপিট ওপিট তাই ফরেক্স ট্রেডাররা লস কে ভয় পান না তারা লস থেকে ও শিখতে পারেন যে কেন লস হল এটাকে পুনরাবৃত্তি না করার জন্য লস করা ট্রেডটি থেকে ও আমরা অনেক কিছু শিখতে পারি।লোভের তাড়নায় আমরা মূলত ফরেক্সে লস কে পুষে রাখি। অনেক ট্রেডার ভাবেন যে তারা লস ছাড়াই ফরেক্স করবেন। ফলে ট্রেড তাদের বিপরীতে গেলেও তারা ভাবে যে পেয়ারের মান তাদের কাঙ্খিত জায়গায় আসবে। এতে কিছু অর্ডারে সুবিধা পাওয়া গেলেও দেখা যায় যে অধিকাংশ সময় আপনার ক্ষতির মাত্রা বেড়ে যায়।
-
লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব নয়। ফরেক্সও ঠিক তেমনই। এখানেও লাভ লস আছে, ট্রেড করতে গেলে আপনাকে লস মেনে নিতেই হবে। পরিস্থিতির শিকার হয়ে কিছু কিছু সময় লস ধরে রাখা হয়। আসলে আমরা সব সময় সঠিক সিদ্ধান্ত নেই না। হয়তো মার্কেট ঘোরার আসায় আমরা লস পুষে রাখি। আমার মতে লস ধরে রাখা উচিত নয়।ফরেক্স এ আমরা লস পুসে থাকি কারণ লসও ফরেক্সের একটা অংশ, ফরেক্স একটি বাবসা আর বাবসায় লাভ এবং লস একটি মুদ্রার এপিট/ওপিট তাই ফরেক্স ট্রেডাররা লস কে ভয় পান না তারা লস থেকে ও শিখতে পারেন যে কেন লস হল এটাকে পুনরাবৃত্তি না করার জন্য লস করা ট্রেডটি থেকে ও আমরা অনেক কিছু শিখতে পারি।
-
বেশির ভাগ ট্রেডার মনে করে লস ধরে রাখলে এক সময় তা লাভে পরিণত হবে কিন্তু এটা বুঝে না যে একটা লসের কারণে তার অনেক গুলোা ট্রেড বন্ধ হয়ে থাকে এমনকি লিভারেজের পরিমাণও অনেক হ্রাস পেয়ে থাকে যা পরবর্তীতে অন্য কোন ট্রেড ওপেন করার তার জন্য খুবই বিপদজনক হয়ে পড়ে। এছাড়াও মানি ম্যনেজমেন্ট এর দিক দিয়েও সে খুব অসহায়ক অবস্থার মধ্যে থাকে। অনেক সময় দেখা মার্কেট রিট্রেস করলে আমরা লাভ করা ট্রেড কে কেটে দেই। আবার দেখা ট্রেড নেওয়ার কিছু পরেই ট্রেন্ড পরিবর্তন হয়েছে কিন্ত আমরা বুঝতে পারিনা যার কারনে ট্রেডকে ধরে রাখি এবং সেটা আর তখন ফিরে আসে এবং অপেক্ষা করি যার কারনে অনেক বড় লস গুনতে হয়। তাই ট্রেড নেওয়ার আগে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে ট্রেড নিতে হবে। নতুন ট্রেডাররা স্টপ লস হিট করলে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। ওইযে কথা আছে না, মেঘ দেখে করিস না ভয় আড়ালে তার সূর্য হাসে। তেমনি যারা লসে ট্রেড ক্লোজ করতে পারবে তারাই পরবর্তীতে প্রফিটের মুখ দেখবে।
-
লসকে পুষাই সবচেয়ে বড় ধরনের ভুল কেননা যারা লসকে ফরেক্স মার্কেটে পুষে থাকে তাদের ভবিষ্যত কখনই সুফল বয়ে আনে বলে আমার মনে হয় না। কারণ লস আপনাকে কখনই সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না এমনকি একটি ট্রেডে লসের কারণে বাকী ট্রেডগুলোতেও লস আপনাকে বহন করতে হয়, তার মূল কারণ হচ্ছে লোভ। কারণ আমি মনে করি যে ব্যক্তি সঠিকভাবে ফরেক্স মার্কেটে মানি ম্যনেজমেন্ট, নিউজ, লোভ করা, বেশি লটে ট্রেড ওপেন করা, মার্কেট এনালাইসিস না করে কেবল তারাই এই মার্কেটে লস পুষে থাকে। এজন্য আমি মনে করি আপনি ধৈর্য্য সহকারে যদি মার্কেটে টিকে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে লস কভার করে সফলতা ভোগ করতে পারবেন।