-
এটি এমন একটি ব্যবসা যেখান থেকে আমরা অপরিসীম মুনাফা করতে পারি। তবে হ্যা এখানে আমাদেরকে আমাদের মুনাফা লিমিটেড এর মধ্যে রাখা উচিত। কারণ এটি খুবই ঝুকিপূর্ণ ব্যবসা। যদি আমরা আমাদের লিমিটেড এর মধ্যে না থাকি তাহলে আমরা যে কোন সময় আমাদের অর্থ লস করতে পারি। আর সেই কারণেই আমি আমার মুনাফা লিমিটেড এর মধ্যে রাখার চেষ্টা করি আর প্রতিমাসে আমি ৫% থেকে ১০% এর মধ্যে রাখার চেষ্টা করে থাকি।
-
আমি ফরেক্স এ খুবই কম টাকা ইনভেষ্ট করেছি তাই আমি ফরেক্স এ অল্পই আশা করি প্রতিদিন এবং আমি এই বৈদেশিক মুদ্র আস্তে বাড়াই এবং কিছু খরচ করি এবং কিছু ইনভেষ্ট করি এর থেকে আমি একদিন অনেক বড় পরিমান ইনভেষ্ট ফরেক্স এ দ্বার করাবো এবং তখন আমি অনেক বৈদেশিক মূদ্র অর্জন করতে পারবো বলে আমি আসা করি। তাই আমি এই নির্দেশন ফ্লল করছি।
-
আমারা জানি ফরেক্স মার্কেটে আয়ের কোন সীমা তবে এর জন্য আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো করে জ্ঞান অর্জন করতে হবে আর আমি ফরেক্স মার্কেটে একদমই নতুন ে জন্য আমি এখনো ফরেক্স ম,আরকেত খুব ভালো করে এনালাইসিস করতে পারি না টি আমি ১ মাসে এখান থেকে ৫০ ডলারের মত আয় করতে পারলে খুব খুসি হব
-
ভাই এটা সম্পূর্ণ নির্ভর করবে একজন ট্রেডারের দক্ষতা ও অভিজ্ঞতার উপর। ট্রেডার যদি তার দক্ষতা ও অভিজ্ঞতার দিক দিয়ে স্বাবলম্বী থাকে তাহলে সে সফলতা অর্জনে সক্ষম হতে পারবে। আর একজন ট্রেডার তার অভিজ্ঞতার উপরই নির্ভর করবে সে মাসে কত টাকা ইনকাম করতে সক্ষম আছে। কারণ এখানে আবেগ বা লোভ দ্বারা ট্রেড করে বেশি দিন আয় করা সম্ভব নয় বরং অল্প কিছু দিনের মধ্যেই সে ধ্বংস হয়ে যেতে পারে। তবে আমি বলব আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি সাথে সাথে ফরেক্স বাজার বিনিয়োগের পরিমাণ যত বেশি বৃদ্ধি করতে পারবেন তত বেশি মুনাফা উপার্জনকারী হয়ে উঠতে পারবেন বলে আমার বিশ্বাস।
-
আমি এখনো প্রাথমিক পর্যায়ের ট্রেডার। এখন ভুল ত্রুটি টা একটু বেশি হয় সেইকারনে লাভ কম হয়। ফরেক্স মার্কেট এ আপনার মুনাফা অর্জন এর কোন সীমা নাই । আপনি যত খুশি তত মুনাফা আয় করতে পারেন । আপনাকে অবশ্যই ম্যানি ম্যানেজমেন্ট ফলো রেখে ট্রেড করতে হবে । আপনার যা পুজি থাকবে তার উপর আপনার আয় করতে হবে । আপনি কম পুজি নিয়ে বেশি লাভ করতে গুলে ব্যবসায় লস করবেন । এই জন্য আপনি মাসে কত আয় করবেন এটা আপনার পুজির উপর লক্ষ রেখে আয় করতে হবে । আমার এখন মাসিক টার্গেট ২০ ডলার।
-
আমি যেহেতু ফরেক্স মার্কেটে নতুন সেহেতু আমি মাসে ৩০-৫০ ডলার আয় করতে পারলে খুশি। ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আশা করা যায় আয়ের পরিমাণ ও বাড়বে। ভালো ট্রেডাররা ফরেক্স মার্কেট থেকে আনলিমিটেড প্রফিট করতে পারে। সুতরাং প্রথমে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে এবং তারপর আয়ের পরিমাণ চিন্তা করতে হবে। প্রথমাবস্থায় আমি মার্কেটে মানি লুজ করতে চাই না ব্যালেন্স টিকিয়ে রেখে যতটা প্রফিট করা যায় তাতেই সন্তুষ্ট।
-
আমি আমার পুরো অ্যাকাউন্টের ভারসাম্যটি আলগা করতে চাই না তাই আমার আপনার ট্রেডিং বন্ধ হওয়া উচিত mean আমি বলতে চাই যে আপনার জীবনে ঝুঁকি নিন তবে সর্বদা একটি পরিচালিত ঝুঁকি নিন যা আপনি কল্পনা করতে পারেন যে আপনার ব্যবসায় আপনি কতটা ক্ষতি সহ্য করতে পারবেন এবং আপনার বাণিজ্য এবং অ্যাকাউন্টের ভারসাম্য অনুযায়ী আপনার অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে। এটি আপনাকে আপনার অ্যাকাউন্ট এবং ব্যবসায়ের ঝুঁকি পরিচালনা করতে সহায়তা করবে এবং আপনাকে আরও দক্ষতার সাথে ব্যবসায়ের সুযোগ দেবে যা আপনার বাণিজ্য ফলাফলগুলিতে পরাজিতভাবে প্রতিফলিত হবে। সুতরাং সর্বদা গণনা ঝুঁকি নিয়ে বাণিজ্য করুন
-
ফরেক্স মার্কেট আয় করাটা আপনার যোগ্যতার উপর নিভর্র করে।আপনে যদি ফরেক্স মার্কেট ভালো অভিজ্ঞাত অর্জন করতে পারেন তাহলে আপনে ফরেক্স ব্যবসা ভাল টাকা আয় করতে পারবেন।আমি ফরেক্স মার্কেট এখনো নতুন আমি ফরেক্স মার্কেট সম্পর্কে এখনো শিখার অবস্তায় আসি।নতুন হিসেবে আমার আসা ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে ৩০ ডলার আয় করতে পারলে আমি খুশি।
-
লক্ষ্য বিহিন জীবন পাল বিহীন নৌকার মত। তাই আমি মনে করি ফরেক্স এ সবার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত যে একজন ট্রেডার এক সাপ্তাহে, এক মাসে কত টাকা আয় করবে। আমার একাউন্ট ব্যালেন্স অনুযায়ী মান্থলি ১০০ ডলার আয় করতে চাই। একাউন্ট ছোট হওয়ার কারণে টার্গেটটাও ছোট তবে একাউন্ট বড় করার সাথে সাথে মান্থলি টার্গেট ও বেড়ে যাবে। আয়ের বিষয়টা অনেকটাই একাউন্ট ব্যালেন্সের ওপর নির্ভর করে। একাউন্ট ব্যালেন্স অনুযায়ী সকলের প্রফিটের টার্গেট নির্ণয় করা উচিত।
-
আমি আনলিমিটেড প্রফিট চাই না এই বিজিনেস থেকে,আমি আমার ডিপোজিট এর ২০% আয় করতে চাই এই বিজিনেস থেকে,আমার একাউন্ট এ ১০০০ ডলার ইনভেস্ট করা,আমি প্রতেক মাস এই ডিপোজিট থেকে ১৫-২০% আয় করতে চাই,আকি এমন আয় করার জন্য অনেক চেষ্টা করছি।