-
ফরেক্সে মার্কেট এমন একটি পেলেস যেখানে থেকে টাকা উপার্জন করা যায়। তো যেখানে টাকা পয়সা উপার্জন করা যায় তার কিছু নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি এগুলো পালন করে সেই লাভবান হতে পারবে । আর যে ব্যক্তি নিয়ম কমান্য করে সে লস খায়। কিন্তু বেশিরভাগ ট্রেডারই ফরেক্স থেকে বিনা পরিশ্রমে লাভ করতে চায় , মনে করে ফরেক্স হচ্ছে টাকা তৈরির কারখানা । আর এতাই মূল কারণ তাদের লসের জন্য । আপনি যদি পরিশ্রম করেন তাহলে ফরেক্স মার্কেট থেকে আপনি অবশ্যই লাভ করতে পারবেন ।
-
ফরেক্সে মার্কেট এমন একটি পেলেস যেখানে থেকে টাকা উপার্জন করা যায়। তো যেখানে টাকা পয়সা উপার্জন করা যায় তার কিছু নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি এগুলো পালন করে সেই লাভবান হতে পারবে । আর যে ব্যক্তি নিয়ম কমান্য করে,কিন্তু বেশিরভাগ ট্রেডারই ফরেক্স থেকে বিনা পরিশ্রমে লাভ করতে চায় , মনে করে ফরেক্স হচ্ছে টাকা তৈরির কারখানা । আর এতাই মূল কারণ তাদের লসের জন্য । আপনি যদি পরিশ্রম করেন তাহলে ফরেক্স মার্কেট থেকে আপনি অবশ্যই লাভ করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ কমবেশি সকলেই লস করেন। আর এইসকল লস করার পেছনে যে সকল কারণ রয়েছে তার জন্য বেশিরভাগ সময় আমাদের অতিরিক্ত লোভই প্রধান কারণ। এছাড়াও বেশ কিছু কারণ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো। ট্রেড করে লস হওয়ার কারন হলো অনুমানের উপর ভিত্তি করে ট্রেড করা। সঠিকভাবে এনালাইসিস করতে অক্ষম। ফরেক্স বিষয়ে পর্যাপ্ত জ্ঞানের অভাব। ঝুঁকি বা রিস্ক নিয়ে ট্রেড করা। সাপোর্ট বা রেসিস্টেন্ট চিহ্নিত করতে না পারা। ডেমো একাউন্টে অনুশীলন না করে রিয়েল একাউন্টে ট্রেড করা।
-
ফরেক্সে মার্কেট এমন একটি পেলেস যেখানে থেকে টাকা উপার্জন করা যায়। তো যেখানে টাকা পয়সা উপার্জন করা যায় তার কিছু নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি এগুলো পালন করে সেই লাভবান হতে পারবে । আর যে ব্যক্তি নিয়ম কমান্য করে সে লস খায়। ট্রেডারই ফরেক্স থেকে বিনা পরিশ্রমে লাভ করতে চায় , মনে করে ফরেক্স হচ্ছে টাকা তৈরির কারখানা । আর এতাই মূল কারণ তাদের লসের জন্য । আপনি যদি পরিশ্রম করেন তাহলে ফরেক্স মার্কেট থেকে আপনি অবশ্যই লাভ করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে বেশিরভাগ ট্রেডার লস করার মূল কারণ অধৈর্যতা, অনভিজ্ঞতা ও অতিরিক্ত লোভ। ফরেক্স থেকে বেশিরভাগ ট্রেডার লস করার এবং ঝরে পড়ার মূল কারণ এগুলোই। ফরেক্সে লস করার অনেক কারন থাকতে পারে। তার মধ্যে কিছু কারন তুলে ধরা হলোঃ-
১। ফরেক্স মর্কেটে লসের প্রধান কারন অনভিজ্ঞতা ও অদক্ষতা। অনেকেই অনভিজ্ঞ ভাবে ট্রেড করতে চলে আসে তাই লসের মুখোমুখি হন
২। অধৈর্যতা আর একটি কারন। অধৈর্যতা ফরেক্স মর্কেটে সফলতার অন্তরায়। আপনাকে দু’একটি ট্রেডে লস করতে হতে পারে তাই বলে অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য ধরে ট্রেড করতে হবে একদিন সফল হবেনই।
৩। এবং অতিরিক্ত লোভ। ফরেক্স মর্কেট থেকে ট্রেডারদের বড় একটা অংশ ঝড়ে যাওয়ার মূল কারন হলো অতিরিক্ত লোভ করা।
৪। উচ্চাভিলাষী হওয়া। অধিক উচ্চাভিলাষী হওয়ার কারনে ভুল ট্রেড নিয়ে বসেন ফলে লস করেন।
৫। নিজের উপর বিশ্বাস ও মানসিক দৃঢ়তা না থাকা ইত্যাদি।
এসব বিষয় এড়িয়ে ট্রেড করতে পারলে লস করার সম্ভাবনা অনেক কম থাকে এবং ভালো প্রফিট অর্জন করা সম্ভব।
-
ফরেক্সে রিয়েল ট্রেড করার আগে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে এবং দক্ষতার সাথে ট্রেড করতে হবে । তানাহলে লস অনিবার্য । ফরেক্স এর নিয়ম মেনে ট্রেড না করার কারণে অনেক ট্রেডার লস করে । বেশি লাভবান হওয়ার জন্য না বুঝে তাড়াতাড়ি ট্রেড করে লসে করে । ধৈর্য ধরে ট্রেড না করার জন্য ট্রেডারা লস করে থাকে ।
-
আমি মোনে করি লাভ লোকসান সব ব্যবসায় আছে। আর লস সুধু মাত্র সুদের ব্যবসায় নাই।তাই ফরেক্স মারকেটে ও লাব লস দুটি আছে।তাই এখান থেকে যে একবার লস করবে সে আবার লাভ করার চেষ্টা করবে। বেশিরভাগ ট্রেডার রা লস খায়। তারা ফরেক্স ডেমো তারা ঠিক মত প্রাকটিস করে না। তারা ফরেক্স মানি ম্যানেজমেন্ট বুঝে না। আর একবার লস খাওয়ার পর তারা অনেক বেশি অস্থির হয়ে পরে। তায় তারা লস খায় .ফরেক্স এ কাজ করতে হলে ঠান্ডা মাথায় করতে হয়।
-
বেশির ভাগ ট্রেডার তাদের ট্রেডে লস করার অনেক কারন আছে সেগুলো হচ্ছে না জেনে না বুঝে বেশি বেশি লাভের আশা করার কারনে ভালভাবে এ্যানালাইসিস্ না থাকার কারনে আর ভাল করে ফরেক্স না শিখার কারনে ট্রেডার গণ বেশি বেশি লস করে তাই আমরা মনে করি অনেক ধৈর্য না থাকলে আমাদের লস হবে এবং ফরেক্স যে ভাবে জানলে আমরা ভালভাবে শিখবো শেভাবেই বুঝেশুনে ট্রেড করলে আমরা লচের সম্মুখীন হব না। আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে কিছু না কিছু লসতো কম বেশি সবার হবেই। তারপরেও যে সব কারনে আমাদের ফরেক্স ট্রেডাররা বেশি লস করে থাকে তা হচ্ছে অজ্ঞতা। ফরেক্স মাড়ড়কেটে ট্রেড করতে আগে অবিজ্ঞতা সঞ্চার করে যদি আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি তবে আমাদের লস কম হবে।
-
আপনার স্ট্রাটেজি, অনুযায়ী কি হওয়া উচিৎ তা চিন্তা করুন এবং তার ফলাফল পরিমাপ করুন । তেমনি স্ট্রাটেজি, টেষ্ট এর সময়ই আপনাকে ট্রেড ম্যানেজমেন্ট শিখতে হবে । রিস্ক � রিওয়ার্ড জানতে হবে। কখনো লসে চলে গেলে কি করবেন সেসব বুঝতে হবে । টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড নিতে হবে । অনেক সময় আপনার স্ট্রাটেজিতে, ট্রেড নেবার সময় আসলেও মার্কেট এনালাইসিস করে দেখতে পাবেন আপনার স্ট্রাটেজিতে এখন ট্রেড নেয়াটা রিস্কি হয়ে যাচ্ছে । তখন ট্রেড থেকে বিরত থাকতে হবে । অথবা ট্রেড দিয়ে ফেললেও সেটাকে ম্যানেজিং করতে হবে । একটা গুরুত্ত পূর্ণ বিষয় হল অন্য কাউকে দেখে শেয়ার কেনাবেচা করবেন না প্রত্যেকের পোর্টফোলিও ভিন্ন হয় । কোন একজন যে কারণে শেয়ার কিনছেন বা বিক্রি করছেন তা হয়তো আপনার কারণের সাথে মিলবে না ।
-
বেশিরভাগ ব্যবসায়ী কীভাবে কিনতে বা বিক্রি করতে জানেন না। একবার দাম কিছুটা উপরে উঠলে তারা ভাবেন যে এটি আবার নীচে নেমে যাচ্ছে এবং তারা সেল ট্রেডের সাথে বসে। আপনি যদি এইভাবে অভিনয় করেন তবে আপনি প্রাণ হারান। একটি বাজার বিশ্লেষণ পরিচালনা করার চেষ্টা করুন। কিছু বেসিক সূচকগুলির জন্য বিডিপিপ্স ফরেক্স স্কুল সূচক বিভাগটি দেখুন। এই সূচক এবং অন্যান্য দেখুন। প্রযুক্তিগত বিশ্লেষণ থেকে কিছু জিনিস শেখার চেষ্টা করুন। অল্প অল্প করেই আপনার পক্ষে সবকিছু সহজ হয়ে যায়।