Originally Posted by
mun195
ভাই, ফরেক্স এ সবাই নির্ভরশীল বা প্রধান পেশা হিসেবে নিতে চায়, কিন্তু সমস্যা হল ফরেক্স এ নিজেকে ধরে রাখার ক্ষমতা থাকে না! উল্টা/ পাল্টা ট্রেড করে বা ট্রেড না জেনে লভ,ভয়,ইমোশন এর মাধ্যমে একজন জুয়াড়ি ট্রেডারের মত ট্রেড করে ফরেক্স কে লসের জায়গা আখ্যায়িত করে বিদায় জানায়, তাই ফরেক্স এ ঠিকে থাকতে হলে ফরেক্স কি? জানুন নিজের মত করে নয় মার্কেটের গতিবিধি লক্ষ্য করে ট্রেড করুণ ভুলেও লোভ করবেন না নিদিষ্ট প্লান এর বাইরে ট্রেড করবেন না, হাবিজাবি ইনডিকেটর বা সিগন্যাল ব্যবহার না করে মার্কেট বুজে নিজের দক্ষতা অনুযায়ী ট্রেড করেন।