-
লাভ লস সব ব্যবসাতেই আছে। একসময় লস হবে। আরেক সময় লাভ হবে। আর লস হলে অখান থেকে ভুল গুলো ধরতে হবে। আপনি এই লস করবেন তো এই লাভ করবেন । তাই লস হলে সেটা ভুলে গিয়ে আবার লাভের জন্য নতুন করে কাজ শুরু করবেন। সব ট্রেডার রাই ব্যবসা করার সময় লস খেয়ে থাকে। আপনাকে ফরেক্স ব্যবসায় ভালো জ্ঞান অর্জন করতে হবে । আপনি ফরেক্স মার্কেট এ যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন তত বেশি মুনাফা আয় করার সম্ভবনা বেড়ে যাবে । তাই ফরেক্স ব্যবসা ভালো করে শিখতে হবে ।
-
অতিতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কাজ । ফরেক্স মার্কেটে আপনি যে কোন সময় লস করতে পারেন তাই বলে লস করে মন খারাপ করে বসে থাকলে হবে না । কারন সব সময় আপনি লাভ করতে পারবেন সেটা কোন ব্যবসায় সম্ভব না । তবে সব সময় ট্রেড করার পূর্বে অবশ্যই মানিম্যানেজমেন্ট এবং অ্যানালাইসিসকে বিবেচনা করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা উচিত তাতে করে লসের সম্ভাবনা অনেকাংশে কুমিয়ে আনা সম্ভাব।
-
আমরা সবাই জানি যে, কোন কিছু হাড়ালে তা থেকে আফসোস করতে নেই। এই ফরেক্স এ আমরা সবাই জানি যে লাভ ও আছে আবার লস ও আছে। ফরেক্স এ লস হবে আবার লাভ হবে এটাই স্বাভাবিক। কিন্তু লসকে আমরা নিয়ন্ত্রন করে লাভ করার জন্য ফরেক্স এ দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে আমরা ফরেক্স করব। তাই যা লস হবে তা নিয়ে কখনো কষ্ট পাবেন না। ফরেক্স করে যান দেখবেন যে আপনি লাভ করছেন লস করবেন না।
-
লস করলে খারপ লাগে তবে ইদানিং কিছু কিছু কারনের জন্য লস হচ্চে বিশেষ করে মানিম্যানেজমেন্ট এর কারনে।আমি বেশি লটে টেড করি।কিছুতেই সেন্টিমেন্টাল এনালাইসিস টা ঠিক হচ্চে না।
-
ফরেক্স মার্কেট এ লস মেনে নিতে হবে। লস হলে মনে কস্ট করে কোন কিছু হবে না। কারন প্রত্যেক ব্যবসা করতে গেলে যেমন কিছু খরচ থাকে। তেমনি ফরেক্স করতে যেয়ে লসকে সেরকম খরচ হিসেবে দেখা উচিত। লসকে প্রত্যেক ট্রেডারকে সাদরে গ্রহণ করা উচিত। এখানে প্রফিট করতে হলে অবশ্যই রিস্ক নিতে হবে।
-
হ্যাঁ ফরেক্স মার্কেটে লাভ লস দুটোই আছে এখান্থেকে আপনি যা হারাবেন টা নিয়ে কষ্ট পাওয়া যাবে না বরং দেখতে হবে আপনার ভুল কথায় যার জন্য এমন হল আর ফরেক্স মার্কেট খুব ভালো করে এনালাইসিস করতে হবে
-
সব ব্যবসায় লাভ লস দুটোই থাকে। যেহেতু ফরেক্স একটি ব্যবসা তাই এই ব্যবসায় লস লাভ থাকবেই এটাই সাভাবিক। তাই ফরেক্স এ লস করলে তা ভেবে কষ্ট না পেয়ে নতুন ভাবে নতুন উদ্দামে ফরেক্স ট্রেড করা উচিত।
-
আসলেও যা যাবার তা যাবেই কখনও আটকানো যাবে না। তবে আমাদের হারানো থেকে শিক্ষা গ্রহন করতে হবে আর ইতিহাসে আছে যিনি হারেন বেশী শেষ পর্যন্ত সফলতা তার কাছেই ধরা দেয় বেশী। তাই যখন লস হবে আপনাকে প্রথম শান্ত হতে হবে। যদি আপনি শান্ত হতে না পারেন তাহলে সব শেষ। আর শান্ত হতে হলে আপনাকে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে, সময় নিয়ে নিজেকে অন্য কোন কাজে নিয়োজিত করতে হবে।
-
আমাদের একাউন্ট যখন খাদের কিনারায় চলে যায় তখন আমরা মুষেড়ে পড়ি আর ভাবি ইস যদি ছোট ছোট স্টপ লস ব্যবহার করতাম। মনে মনে শুধু প্রার্থনা করি প্রাইসটা যেন কোন মিরাকলের গুণে আমার ফেবারে চলে আসে। তা কি আর হয়? একসময় লালবাত্তি জ্বলে আমাদের একাউন্ট জিরো।আপনি যে উধাহরন তা দিয়েছেন সেটা আশলেই অনেক গুরুত্তপূর্ন। আমরা ফরেক্স এ লস করি এটা সাভাবিক ।। আর সাধারনত ফরেক্স এ শতকরা ৯৫% বিগিনাররা লস করে।। তাই ধরেই নিতে হবে য্যে আপনি লস করবেন ।
-
আপনার সাথে একমত, আমরা কখনোই ফিরে তাকাতে পারবো না যদি আমরা কখনো ক্ষতি সম্মুখীন হয়ে থাকি।ফরেক্স মার্কেটে আপনি যে কোন সময় লস করতে পারেন তাই বলে লস করে মন খারাপ করে বসে থাকলে হবে না, গতিতে কিভাবে সামনে আগানো যায় সেই বিষয় নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। আমরা লস নিয়ে বসে থাকি তাহলে আমরা কোন কিছুই ভালোমতো করতে পারবোনা। ফরেক্স হল এমন একটি মার্কেট যার রুপ অনেক । আপনি এই লস করবেন তো এই লাভ করবেন সব কিছু মেনে নিয়েই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।