এ ব্যবসা যেকোন শ্রনী পেশার মানুষ করতে পারে আর তার ফরেক্সকে পার্ট টাইম জব হিসাবে ধরে নিতে পারে। ফরেক্স সম্পর্কে বিশেষ ধারনার প্রয়োজন রয়েছে,জানতে হবে মানি ম্যানেজমেন্ট কি,মার্জিন কি,ফ্রী মার্জিন কি,লেভারেজ কি,ইকুয়িটি কি ইত্যাদি।
Printable View
এ ব্যবসা যেকোন শ্রনী পেশার মানুষ করতে পারে আর তার ফরেক্সকে পার্ট টাইম জব হিসাবে ধরে নিতে পারে। ফরেক্স সম্পর্কে বিশেষ ধারনার প্রয়োজন রয়েছে,জানতে হবে মানি ম্যানেজমেন্ট কি,মার্জিন কি,ফ্রী মার্জিন কি,লেভারেজ কি,ইকুয়িটি কি ইত্যাদি।
হ্যাঁ ফরেক্স মার্কেট এ সকল শ্রেণির পেসার মানুষ কাজ করতে পারে কারন এটা কোন কঠিন কাজ না। যে কেও ইসচ্ছা করলেই এই কাজ করতে পারে ।এর জন্য তেমন কোন মুল্ধন দরকার হই না। জা কেও ইসচা করলেই ঘরে বশেই েই কাজ করতে পারেন।
ফরেক্স মার্কেটে সকল পেশার মানুষ কাজ করতে পারেন এর জন্য বিশেষ পেশা বা বেক্তির কোনো প্রয়োজন নেই তবে ফরেক্স সম্পর্কে বিশেষ ধারনার প্রয়োজন রয়েছে,জানতে হবে মানি ম্যানেজমেন্ট কি,মার্জিন কি,ফ্রী মার্জিন কি,লেভারেজ কি,ইকুয়িটি কি ইত্যাদি বিষয়াদি তাহলেই কেবল মাএ আপনি সফলতার সাথে এই মার্কেটে বিচরন করতে পারবেন।
ফরেক্স থেকে অনেক আয় করা যায়। ফরেক্স ঘরে বসে যেকোনো কাজের পাশাপাশি করা যায়। ফরেক্স যেকোনো সময় করা যায়। কারন ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘণ্টা ওপেন থাকে। ফরেক্স মার্কেটে সকল শ্রেনি পেশার মানুষেরা কাজ করতে পারে এখানে কোন বিধি নিষেধ নেই।
ফরেক্স ব্যবসা যে কেউ যেকোনো যায়গা তে বসে করতে পারে।এর জন্য কোনো বাধা নেই। তবে সবাই এই ব্যাবসায় টিকে থাকতে পারে না।এই ব্যাবসায় করার জন্য অনেক ধৈর্জ এর দরকার হয়। তবে যে কোনো পেশার মানুষ ডলার বিনিয়োগ করে এই ব্যাবসায় করতে পারে।এই খানে কোনো প্রকার আইনি বাধা নেই।
সত্যিই তাই ফরেক্স মার্কেটে সকল দেশের,সকল পেশার সকল বয়সের মানুষই কাজ করতে পারেন নিজের মত করে তবে একটি বৈশিষ্ট সকলের মাঝেই থাকা বান্চনিয় আর তা হলফরেক্স ট্রেডিং দক্সতা ও অভিজ্ঞতা যার পথ ধরেই কেবল মাএ আপনি সফলতা অর্জন করতে পারেন। ফরেক্স কাজ করে বেকারত্ত থেকে মুক্তি পেতে পারেন । ফরেক্স মার্কেটে সকল পেশার মানুষ কাজ করতে পারেন এর জন্য বিশেষ পেশা বা বেক্তির কোনো প্রয়োজন নেই। সব নির্বিশেষে সকলে কাজ করতে পারে। একজন বেকার তার আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে এখান থেকে।
হ্যাঁ ফরেক্স মার্কেট এ সকল শ্রেণির পেসার মানুষ কাজ করতে পারে কারন এটা কোন কঠিন কাজ না। যে কেও ইসচ্ছা করলেই এই কাজ করতে পারে ।এর জন্য তেমন কোন মুল্ধন দরকার হই না। জা কেও ইসচা করলেই ঘরে বশেই েই কাজ করতে পারেন।
ফরেক্স সবাই করতে পারে। তবুও, আপনার কাছে ফরেক্স সম্পর্কে দুর্দান্ত তথ্য এবং অভিজ্ঞতা রয়েছে এমন ইভেন্টে আপনি ফরেক্স থেকে এক টন সংগ্রহ করতে পারেন। বৈদেশিক মুদ্রার যেকোন কাজের মতো বাড়িতেই সম্ভব হওয়া উচিত। ফরেক্স যখনই সম্ভব হওয়া উচিত। বৈদেশিক মুদ্রার বাজারটি প্রতিদিন 24 ঘন্টা খোলা থাকে, তাই প্রতি সপ্তাহে 5 দিন। সুতরাং ধনী ও নিঃস্ব ব্যক্তিরা ফরেক্সের কাছ থেকে নগদ আনতে পারবেন অফ সুযোগটিতে যে তারা ফরেক্স সম্পর্কে ভালভাবে চিন্তা করে।
ফরেক্স এ ট্রেড করার জন্য শুধু দরকার নিজের ইচ্ছা শক্তি। ইচ্ছা থাকলে যে কোন অসাধ্য সাধন করা যায়। আমরা এখানে দেখতে পাই ট্রেড করার জন্যহ কোন নিয়ম কানুন ও নেই। আপনি হঠাত করে ইনভেস্ট করেও ফরেক্স ট্রেড শুরু করে দিতে পারেন। তাই আমাদের উচিত আমাদের শিক্ষাগত যোগ্যতা পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে স্বাধীনভাবে কাজ করে আত্মনির্ভরশীল হয়ে ওঠার পাশাপাশি দেশকে বেকারত্বের হাত থেকে রেহাই দেওয়া।
আসলে সকল শ্রেণীর পেশার মানুষ বললে ভুল হবে কারণ, ফরেক্সে ভালো করতে হলে আপনাকে ইংরেজিতে অবশ্যই ভালো হতে হবে। কারণ, ফরেক্সের ভালো ভালো আর্টিকেল গুলো ইংরেজিতেই পাওয়া যায় বেশিরভাগ। বাংলায় ফরেক্স খুব ভালোভাবে লেখার জন্য খুব বিশেষজ্ঞই আছে আমাদের দেশে। তারপরও খুব একটা পিছিয়ে নেই আমরা ফরেক্সে। আমাদের অনেক ভালো ভালো ট্রেডার তৈরি হচ্ছে এদেশে। ফরেক্স যেকোন পেশার মানুষ করতে পারে। ফরেক্স করার জন্য কোন সার্টিফিকেট এ প্রয়োজন নেই। ফরেক্স করতে হলে শুধু কম্পিউটার সম্পর্কে ব্যাসিক জ্ঞান থাকলেই হবে। এর জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কেননা ফরেক্স এর বিষয়ে আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনি ফরেক্স এ আয় করতে পারবেন না।