-
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে।তবে সব সময় ভাগ্যের উপর নির্ভর করা ঠিক নায় প্রফিট অর্জন করতে হলে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।
-
ফরেক্স একটি সম্পূর্ণ স্বাধীন ব্যবসা। তাই ফরেক্স সব সময় নিজের নিয়মে চলতে থাকে। শেয়ার মার্কেট কে ম্যানিপুলেটেড করা গেলেও ফরেক্স কে কোন ভাবেই ম্যানিপুলেটেড করা সম্ভব নয়। তাই ফরেক্স এর সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নেই বলে আমি মনে করি। এখানে প্রফিট করতে গেলে সম্পূর্ণই নিজের ট্রেডিং দক্ষতা কাজে লাগাতে হয়। অন্যথায় লসে পড়তে হয়। যেহেতু ফরেক্সে শুধু ক্রয় এবং বিক্রয় করা যায় তাই লাভ লস এর অনুপাত ৫০:৫০। তার পরেও ফরেক্সের ৯০% ট্রেডার লস করে থাকেন। সেজন্য এখানে ভাগ্যকে দোষ দেওয়া যাবে না। লাভ লস সম্পূর্ণ নির্ভর করে একজন ট্রেডারের ট্রেডিং দক্ষতার উপর। যে ফরেক্সে কতটা দক্ষ সে ফরেক্স থেকে ততটাই প্রফিট অর্জন করতে পারেন। তাই ভাগ্যের উপর নির্ভর না করে সঠিক উপায়ে ফরেক্স শিখে ট্রেড করা উচিত।
-
লটারি জুয়া ইত্যাদির মাধ্যমে যে প্রফিট হয় ওটা ভাগ্যের উপর নির্ভর করে। কিন্তু ফরেক্সে একটি ব্যবসা। এখানে প্রফিট করতে হলে প্রয়োজন হয় পর্যাপ্ত পরিমাণ দক্ষতা এবং নিয়ম মেনে ট্রেড করার। এই গুলো মেনে চললে যে কেউ ফরেক্স থেকে প্রফিট করতে পারবে। যারা ফরেক্স থেকে লাভ করতে পারে না তাদের সমস্যা হলো পর্যাপ্ত পরিমাণে দক্ষতার অভাব এবং নিয়ম মেনে ট্রেড না করার ফল।
-
ফরেক্স মার্কেটে অনেক দক্ষ ট্রেডারও আছেন যারা লস করেন। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এখানে সবাই কম বেশি লস করে। কেহ এখান থেকে ১০০% লাভবান হতে পারেনা। তবে তফাৎ টা হল যারা দক্ষ তারা খুব কম লস করে আর যারা অদক্ষ তারা অনেক বেশি লস করে। আমাদের উদ্দেশ্য হতে হবে যত কম লস করে লাভবান হওয়া যায় আর ফরেক্স মার্কেটে টিকে থাকা যায়।
-
ফরেক্স ভাগ্যের উপর তখনই নির্ভর করবে যখন আপনি ভালো করে ফরেক্স বুজবেন না কারন তখন আপনি না বুজেই ট্রেড নিবেন এবং ট্রেডগুলো কখনো পক্ষে বা বিপক্ষে আসবে তবে বেশিরভাগ ট্রেডই বিপক্ষে যাবে বলে আমি মনে করি আর তখনই দোষটা পরবে ভাগ্যের উপর। আর যারা ফরেক্স ভালো করে বুজে তারা কখনো ভাগ্যোর উপর বসে থাকে না। তবে অনেকসময় এমনটাও হয় কিছু ট্রেড ভাগ্যের উপর নির্ভর মনে হয়।
-
দেখুন, ভাগ্যকে বিশ্বাস করতেই হবে। আমার কপালে রিজিক যদি ফরেক্সের মাধ্যমে লিখা না থাকে তাহলে আমি এখানি টিকতেই পারব না। কিন্তু আমার ভাগ্য তো আমি জানি না। চেষ্টা করতে হবে যাতে আপনার বা আমার ট্রেডিং এ কোন ঘাটতি না থাকে। জয় পরাজয় পরের ব্যাপার যদি চেষ্টাই না করি তাহলে সাফল্য বা লাভ হবে কিভাবে!
-
আপনি যদি প্রফিট করাটা ভাগ্যের উপর ছেরে দেন সেক্ষেত্রে প্রফিট করা আপনার ভাগ্যের উপর নির্ভর করবে এটা তাদের ক্ষেত্রেই ঘটে যারা ভালো করে মার্কেট না বুজে আন্দাজে ট্রেড করে। আর যারা অভিজ্ঞ ট্রেডার তারা কখনোই ট্রেড করে ভাগ্যের উপর ছেরে দেয় না তারা সঠিক সময়ে সঠিক সিদ্দান্ত নিতে জানে।
-
ফরেক্স এমন একটি বিজনেস প্লেস যেখানে হয়তো ১০০% একুরেট বলে কিছু নেই। এখানে আপনি ৭০%, ৮০%,৯০%, সফলতার সহিত ট্রেড করতে পারেন তবে ১০০% হবে বলে আমার মনে হয় না। আর যারা ভাগ্যের উপর ছেরে দিয়ে ট্রেড করে তারা হয়তো ৯৫% লুজারের ভিতরেই পরে।
-
আমার কাছে এটি কখনই মনে হয়নির কারন আমি মনে করি প্রফিট করাটা নির্ভর করছে সম্পূন্য ভাবে আপনার আমার ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার উপর। আপনি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা রপ্ত করুন তখন দেখবেন আপনিও এখান থেকে ভাল প্রফিট করতে পারছেন।
-
আমরা যেহেতু মুসলমান অবশ্যই ভাগ্য আমাদের মানতেই হবে। তবে আমি মনে করি ভাগ্য মানুষের কর্ম অনুপাতে হয়ে থাকে। যদি আপনি ফরেক্স এর উপর পড়া-লেখা না করে বা অভিজ্ঞতা অর্জন না করে ভাগ্যের দোষ দেন তাহলে এটা হবে আপনার জন্য বোকামি। তাই আপনাকে লাভ করতে হল শুধু ভাগ্যের উপর নির্ভর করলে হবে না, আপনাকে অবশ্যই এনালাইসিস করতেই হবে।