ফরেক্সে টিকে থাকার জন্য প্রয়োজন সঠিক মানি ম্যানেজমেন্ট, এর কোন বিকল্প নেই।আর কোন ভাবেই রিভেঞ্জ ট্রেড নেয়া যাবে না।ভাই যা মিস করেছেন তাকে যেতে দেন সামনে আরো অনেক বড় সুযোগ অপেক্ষা করছে।তাই ওটা গ্রহন করতে হলে তো আগে টিকে থাকতে হবে।
Printable View
মার্কেট এ টিকে থাকলে হলে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে কৌশল এবং বিভিন্ন জ্ঞান অর্জন করতে হবে কেননা এটা এমন একটা মার্কেট যেখানে শুধু আবেগ বা শক্তি দিয়ে কাজ করা যায় যান। তাই এখানে যেটা বেশি প্রয়োজন সেটা হল আপনার মানি ম্যানেজম্যান্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে এমনকি ফরেক্স ব্যবসা সম্পর্কে আপনাকে অনেক বেশি চতুর হতে হবে আর পাশাপাশি বিভিন্ন ধরনের এনালাইসিস সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাহলে অবশ্যই আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন।
এটা তে টিকে থাকার জন্য ফরেক্স এর সাধারণ নিয়ম হল প্রত্যকটা ট্রেড ওপেন করার পূর্বে সেই ট্রেড সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা । এছাড়া ফরেক্স বিশ্বব্যাপি বহুল জনপ্রিয় হল কেন্ডেল স্টিক । তাই এই ক্যান্ডেল স্টিক এর মাধ্যমে আমরা ট্রেডগুলোকে ভালভাবে বিশ্লেষণ করতে পারি অামি এটানে কাজ করা এবং কারে টিকে থাকাই এটার মুল বিষয়।
খেয়াল করুন প্রথমত ফরেক্স কোন ডাক্তার দ্বারা বানানো কোন বড়ি নয় যে এক নিমিষে গুলিয়ে গেয়ে নিলেন অথবা এমন কোন প্যাকেজ নয় যে এক মাসের মধ্যে সব বুঝে গেলেন,ফরেক্স হল একটা লং টাইম লার্নিং প্রসেস ফর লাইফ টাইম এন্ড লাইভ আর্নিং, অল্প বিদ্যা যেমন ভয়ংকর তেমনি সামান্য কদিনের প্রচেষ্টায় বিষয়টি আয়ত্তে আনার চিন্তাও তেমনি ভয়ংকর।
খেয়াল করুন প্রথমত ফরেক্স কোন ডাক্তার দ্বারা বানানো কোন বড়ি নয় যে এক নিমিষে গুলিয়ে গেয়ে নিলেন অথবা এমন কোন প্যাকেজ নয় যে এক মাসের মধ্যে সব বুঝে গেলেন,ফরেক্স হল একটা লং টাইম লার্নিং প্রসেস ফর লাইফ টাইম এন্ড লাইভ আর্নিং, অল্প বিদ্যা যেমন ভয়ংকর তেমনি সামান্য কদিনের প্রচেষ্টায় বিষয়টি আয়ত্তে আনার চিন্তাও তেমনি ভয়ংকর।
ফরেক্স এমন একটি মার্কেটের নাম যেখানে রয়েছে ট্রেডারদের জন্য অফুরন্ত সম্ভাবনা। ভালো-মন্দ দুই অর্থেই কথাটা সঠিক। এই মার্কেটে প্রতিদিন ৪ ট্রিলিয়ন ডলারেরও বেশি লেনদেন হচ্ছে। এই মার্কেটে কেউ মিলিওনার হচ্ছে আবার কেউ নিমিষেই একটু ভুলের কারনে একদম জিরো হয়ে পথে বসছে,আপনি কোনটা হতে চান? মিলিইওনিয়ার, নাকি পথের ভিখারী?
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে কঠোরভাবে মানি ম্যানেজমেন্ট অনুসরন করতে হবে । সব সময় স্টপলস ব্যবহার করতে হবে । অতিরিক্ত লোভ ফরেক্স একাউন্ট জিরো হবার মূল কারন । তাই নিজেকে সংযত রাখতে হবে ।
ফরেক্স হল আন্তর্জাতিক মুদ্রা কেনাবেচার মার্কেট বা বাজার । এখানে টিকে থাকতে হলে আপনাকে প্রচুর জ্গ্যন অর্জন করতে হবে ফরেক্স সম্পর্কে এই বিষয়ের উপর অনেক সময় দিতে হবে এনালাইসিস সম্পর্কে জানতে হবে ।এটা এমন ই একটা মার্কেট যেখানে রযেছে ট্রেডার দের জন্য অফুরন্ত সম্ভাবনা । তাই আবেগ বা শক্তি দিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকা য়ায না এর জন্য প্রয়োজন প্রবল ইচ্ছা আগ্রহ ও কর্মদক্ষতা তবেই ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব্ নতুবা লাভ এর পরিবর্তে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য খুব ভালোভাবে ফরেক্স শিখতে হবে। এবং তারপর নিজের লোভ লালসা কে কন্ট্রোল করতে হবে। এবং এখানে সততার সাথে ট্রেড করতে হবে। অধিক লাভের আশায় ইমোশনাল ট্রেড করা উচিত নয়। এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য দরকার ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরেক্স সম্পর্কে জানা ফরেক্স অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স মার্কেটের যে নিওম কানন আছে সে গুল ফল করা ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেড করার সময় অবশ্যই মানিমেনেজমেন্ট মেনে ফরেক্স ট্রেড করা ।