আমি সপ্তাহে ৫ দিনই ট্রেড করি। আর শুক্রবারে তো অবশ্যই ট্রেড করি। কারন শুক্রবার সবচেয়ে বেশী ফ্রি থাকি। তাছাড়া শুক্রবারে ট্রেড করতে আমার ভাল লাগে।
Printable View
আমি সপ্তাহে ৫ দিনই ট্রেড করি। আর শুক্রবারে তো অবশ্যই ট্রেড করি। কারন শুক্রবার সবচেয়ে বেশী ফ্রি থাকি। তাছাড়া শুক্রবারে ট্রেড করতে আমার ভাল লাগে।
আসলে বন্ধের দিন বাদে যখনই সময় পাই তখনই মার্কেটে ঢু মারি, ট্রেডও করি। সাধারনত শুক্রবার টার দেখি না। মাঝে মাঝে শুক্রবারেও ট্রেড করি আবার কোনো কোনো সময় শুক্রবার ট্রেড করিনা। শুক্রবার সাধারনত মার্কেট বেশি মুভ করে এই সুযগ টাকে কাজে লাগাতে পারলে মন্দ হয়না। আর দক্ষ হয়ে গেলে শুক্রবার কোনো ফ্যাক্ট না।
আমি শুক্রবার দিন ট্রেড করি। তবে একথা ঠিক শুক্রবার মার্কেট মুভমেন্ট বেশি করে। এমনকি অনেক সময় দেখা যায় মার্কেটের মুভমেন্ট আপনার টেকনিক্যাল এনালাইসিস মানছেনা। তাই বলবো নতুন অবস্থায় শুক্রবার ট্রেড না করাই ভালো। অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের পর শুক্রবার ট্রেড করবেন। এই দিন অল্প সময়ের মধ্যেই ভাল প্রফিট করা যায়।
শুক্রবার আমি ট্রেড করি না।কারন হাই ইমপ্যাক্ট নিউজের জন্যে মার্কেট বিভিন্ন রকম মুভমেন্ট করে।এটা আমার অভিজ্ঞতা থেকে বল্লাম।আপনার যদি শুক্রবারের ট্রেডের ভাল অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য শুক্রবারের ট্রেড অনেক লাভজনক হয়ে উঠবে।
আমি একজন নতুন ট্রেডার আমার মার্কেট সম্পর্কে ধারনা কম থাকার কারনে ্অমি প্রতি শুক্র বার ট্রেড করি না। তবে ভালো নিউজ থাকলে এবং আপট্রেন্ড বা ডাউন ট্রেন্ড তৈরি হলে আমি তখন ট্রেড করি।
হা আমি সপ্তাহের ৫ দিনই ট্রেড করে থাকি । শুক্রবারেও ট্রেড করি তবে তার রাত ১২ টার মধ্যে প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেবার চেষ্টা করি । আপনি চাইলে এই দিনেও ট্রেড করতে পারেন । কারন মার্কেট বেশ মুভ করে আর আপনি এই সুযোগ টা কাজে লাগিয়ে বেশ কিছু পিপস লুফে নিতে পারেন ।
হা আমি শুক্রবার *দিন ট্রেড করি তবে সকাল ৭-১০টা পর্যন্ত তার পর আর করি না কারন শুক্রবার বসায় আনেক কাজ করতে হয় ।আর তার পরের দিন আবার মার্কেট বন্ধ থাকে বলে এর মুভমেন্ট বেশি উঠা নামা করে তাই আমি বেশি সময় ট্রেড করি না ।
আমি একজন স্টুডেন্ট এবং শুক্রবারে আমি সম্পূর্ন ফ্রি থাকি এজন্য আমি শুক্রবারে ট্রেডিং করি।তাছাড়াও শুক্রবারে বেশ কিছু হাই ইমপেক্ট নিউজ থাকে যা মার্কেটে ব্যাপক প্রভাব সৃষ্টি করে।ফলে মার্কেটের মুভমেন্ট বেশি হয়।আর আমার মত যারা ভালো মুভমেন্ট মার্কেটে ট্রেডিং করতে পছন্দ করেন সবাইকে বলবো শুক্রবারে ট্রেডিং করতে।
মার্কেট এ শুক্রুবার হল সাপ্তাহিক ইন্ডিং-ডে। আমি আপনার সাথে এক মত যে এই দিনে বেশি মুভমেন্ট দেখা যায়। তবে যদি কোন ভুল ট্রেড প্লেস করেন সে ক্ষেত্রে কী করবেন? অবশ্যই আপনাকে সেক্ষেত্রে এসএল টিপি ব্যবহার করা উচিত বলে আমার মনে হয়। শুক্রুবার এবং সোমবার এই দুই দিন কিছূ কিছু ক্ষেত্রে অপ্রত্যাসিত মুভমেন্ট লক্ষ করা যায়। সুতরাং ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল টা ভালো করে দেখে নেয়া উচিত বলে আমার মনে নয়।
ফরেক্স এমন এক ধরনের বিজনেস সেখানে আমরা যে কেও নিজেদের মেধা শক্তি নিয়ে এগিয়ে যেতে পারি। আর এই ফরেক্স বিজনেস এ মুলত ট্রেড করার জন্য কোন বিশেষ সময় বেছে নিতে হয় না। যার যখন সুবিধা হয় তখন ট্রেড করেন। এটাও হচ্ছে ফরেক্সের একটি বড় গুন। আমি সারা সপ্তাহ বেস্থ থাকার কারনে শুক্রবারে ট্রেড করি না। বাকী যত দিন মার্কেট খুলা থাকে আমি ট্রেড করি।