-
লোভ মানুষকে ধ্বংস করে দেয় আর ভয় মানুষের অাত্নবিশ্বাস নষ্ট করে দেয় । এই দুইটা জিনিসই মানুষের জন্য অনেক ক্ষতি কর । তাই আমাদের সব ভয় ও লোভ ঝেরে ফেলে দিয়ে ফরেক্স ব্যবসায় আসতে হবে । ফরেক্স মার্কেটে বিবেক বুদ্ধি দিয়ে ট্রেড করতে হয় । তার ফলে লসের হাত থেকে রক্ষা পাওয়া যায় ।
-
ফরেক্স মার্কেটের জন্য লোভ এবং ভয় উভয়ই ক্ষতিকর। লোভ এবং ভয় সবারই থাকে তবে অবশ্যই সেটা নিয়ন্ত্রন করার চেষ্টা করতে হবে। নইলে পরে পস্তাতে হবে। আমার মতে লোভ টাই বেশি ক্ষতিকর, কারন লোভের বশবর্তী হয়ে মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নয়, তাছাড়া লোভ কখনোই ভালো নয়। আমাদের অবশ্যই লোভ কে পরিহার করতে হবে।
-
কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু । তাই আপনি যদি লোভ করে মার্কেট এনালাইস না করে বেশি টাকা ইনভেস্ট করেন তাহলে আপেনি লস করবেন । আর যদি আপনার ভিতর ভয় থাকে তাহলেও আপনি লস করবেন , কারণ ভয়ের কারণে আপনি হীনমন্যতায় ভোগেন আর তাই আপনি লস করতে পারেন । তাই আপনি ফরেক্স করার আগে এই দুটি জিনিস আপনার মন থেকে দূর করে শুরু করেন দেখবেন ইনশা আল্লাহ্* আপনি লাভবান হবেন ।
-
লোভ ও ভয় দুটোই খুবই ক্ষতিকর যে কারোর জন্যে। টাকা খুবই খারাপ জিনিস । যখন আপনার লাভ হতে থাকবে তখন বেশি লাভের আশায় রেখে দিলে ক্ষতির মুখোমুখি হতে হবে । আবার ক্ষতির ভয়ে ট্রেড না করলে ত কোন ফলের আশা করাও যাবে না।তাই দুটোই সংবরন করা উচিৎ । ফলে আমারা কাঙ্ক্ষিত ফলাফল পাব।
-
ফরেক্স এ লাভ করতে হলে আবেগ টা এড়িয়ে চলতে হবে। ফরেক্স এর বিভিন্ন দিক বিবেছনা করে ট্রেড করতে হবে। বেশি লাভ করতে গেলে বেশি ক্ষতি হওয়ার সম্মভবনা থাকে। তাই ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে লভ ত্যাগ করতে হবে। আর ফরেক্স মার্কেট এ লাভ করতে হলে ঝুকি নিতেই হবে। ঝুকি ছাড়া কোন বিজনেস করা সম্মভনা। তাই ফরেক্স মার্কেট এ লোভ এবং ভয় দুটাই ক্ষতি ।
-
লোভ সবথেকে বেশি ক্ষতিকর , কিন্তু অনেক সময় আমরা ভয় পাই ত্রাদ ওপেন করতে সা ক্ষত্রে আমাদের ছখের সামনে অনেক বড় লাভ হয়া গেলে খুব কস্ত পাই । কিন্তু আমরা যদি ভয় না পেয়ে অই ত্রাদে টি ডেমো টে ফেলি তবে আমি আশা করি আমরা ভাল লাভ করতে পারব। অই প্রাচতিছ আমাদের লাইভ এ সাহায্য করবে।
-
ফরেক্স এ লোভ এবং ভয় দুটোই ক্ষতিকর লোভের কারনে আপনি বড় বড় লস করতে পারেন আর ভয়ের কারনে আপনি আগাতে পারবেন না।ফরেক্স এমন একটা বেবসা ফরেক্স সম্বন্ধে আপনাকে অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলেই লোভ এবং কোনও ক্ষতি হবে না।
-
আমি মনেকরি লোভ আমাদের জন্য অনেক ক্ষতিকর । লোভ থাকলে ফরেক্স মার্কেট এ কখনই লাভ করা যায় না ।
-
দুটোও অনেক ক্ষতিকর।তারপরও আমি মনে করি ভয়টা বেশি ক্ষতিকর।হ্যা,এটা সত্য যে লোভের ফলে অনেক লস হওয়ার সম্ভবনা থাকে কিন্তু ভয়ের ফলে ভালোভাবে ট্রেড করা যায় না।ভয় যখন মনে থাকে তখন ট্রেড ওপেন করতেই ভয় করে।মনে হয় ট্রেড নিলেই লস হবে।এমনটি করলে কোনোদিনই ট্রেডিং করা যাবে না।তাই আমি বলবো ফরেক্সে লোভের চেয়ে ভয়টা বেশি ক্ষতিকর।
-
ফরেক্স মার্কেট এ লোভ ভয় ২ টাই যে কোন ট্রেডার এর জন্য খারাপ। ছোট বেলায় বইতে পড়ে ছিলাম "লোভে পাপ, পাপে মৃত্যু "।লোভ করার ফলেই বেশীর ভাগ ট্রেডার তাদের একাউন্টি শুন্য করে বিদায় নিয়েছে। আর ভয় কাজ এর ফলে ট্রেড না করে অনেকে কোন টাকায় আয় করতে পারে নাই। তাই ফরেক্স লোভ, ভয় থাকা বিপদ জনক।