-
ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়?
শেয়ার বজারে এক মুখী ব্যবসা হয়। শেয়ারে শুধুমাত্র দাম বাড়লে লাভ হয়। কিন্তু এখানে দাম বাড়লে অথবা কমলে উভয় ক্ষেত্রেই লাভ-ক্ষতি হতে পারে। এখানে অনুমান করে দাম কমলে সেল করে আর দাম বাড়লে বাই করে মুনফা করা সম্বব।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেট হলো একটি আন্তর্জাতিক মানের অনলাইন ব্যবসা । এই ফরেক্স মার্কেট কিছুটা শেয়ার বাজারের মতো কিন্তু একটু ভিন্নতা আছে । শেয়ার মার্কেটে শুধুমাত্র ঊর্ধ্বগামী ট্রেড করে লাভ করতে হয় এবং নিম্নগামী হলে লচ হয় । কিন্তু ফরেক্স মার্কেটে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী উভয় দিকেই লাভ লচ করা যায় । তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে বুঝে শুনে তারপর ট্রেড করতে হয়,,,,, ধন্যবাদ ।
-
ফরেক্স মার্কেট শেয়ার মার্কেটের মত প্রায় কিন্তু এই মার্কেটে ট্রেডিং করার ক্ষেত্রে একটু ভিন্ন আপনি বাই ট্রেড করলেন প্রফিট হলে সেল দিয়ে বাহির হয়ে গেলেন,আবার আপনি সেল ট্রেডিং করলেন সেই ক্ষেত্রে বাই দিয়ে বাহির হয়ে যান,বাই দেওয়ার পরে দাম বাড়লে প্রফিট, সেল দেওয়ার পরে কমলে প্রফিট, এই ভাবে ট্রেড করতে হয়। ফরেক্সে ট্রেড করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । প্রথমে ফরেক্স এর কাজ শিখতে হবে কাজ না শিখে সফল ভাবে ফরেক্স করা যায় না । প্রাথমিক ভাবে সকলেরই ডেমো অ্যাকাউন্ট থেকে শিক্ষা নেয়া উচিৎ । ভাল করে শিখে তারপর ট্রেড করতে হবে তাহলে ফরেক্স ট্রেড এ সফল হওয়া যাবে।
-
ফরেক্স মার্কেট শেয়ার মার্কেটের মত প্রায় কিন্তু এই মার্কেটে ট্রেডিং করার ক্ষেত্রে একটু ভিন্ন আপনি বাই ট্রেড করলেন প্রফিট হলে সেল দিয়ে বাহির হয়ে গেলেন,আবার আপনি সেল ট্রেডিং করলেন সেই ক্ষেত্রে বাই দিয়ে বাহির হয়ে যান,বাই দেওয়ার পরে দাম বাড়লে প্রফিট, সেল দেওয়ার পরে কমলে প্রফিট, এই ভাবে ট্রেড করতে হয়। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ধৈর্য্য,সতর্কতা,পূ র্বপরিকল্পনা,ভুল থেকে শিক্ষা গ্রহন করার ক্ষমতা,মানি ম্যানেজমেন্ট ঠিক করে ট্রেডিং করা এসকল বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ট্রেড করতে হবে । তাহলেই লাভবান হওয়া সম্ভব এবং ফরেক্স ট্রেডিং সম্মন্ধে জ্ঞান অর্জন করা সম্ভব ।
-
ফরেক্সে ট্রেড করার জন্য আমরা বিভিন্ন ধরনের ব্রোকার এর মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করি। অ্যাকাউন্ট ওপেন করার পর মানি ডিপোজিট করে বা পোষ্টের মাধ্যমে বোনাস দিয়ে আমরা রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করি। ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন দেশের পেয়ারের এর উপর ট্রেড করে থাকি। আমরা বাই বা সেল দিয়ে ট্রেড ওপেন করি। ট্রেড যদি আমাদের ফেভারে থাকে তাহলে সেক্ষেত্রে প্রফিট হয় আবার যদি আমাদের বিপরিত অবস্থান করে তাহলে লস হয়। তাই ট্রেড ওপেন করার পূর্বে আমাদের মার্কেট মুভমেন্ট বুঝার জন্য এনালাইসিস করতে হয়। ডেমো একাউন্টে পর্যাপ্ত অনুশীলন করতে হয়। অভিজ্ঞতার মাধ্যমে আমরা ফরেক্স থেকে আয় করতে পারি।
-
ফরেক্স হলো শেয়ার ব্যাবস্য। ফরেক্স এ যখন শেয়ার
বারবে বা কমবে সেটি দেখে ফরেক্স এ বাই বা
সেল করতে হই। আবার আপনি ফরেক্স এর নিউজ
সম্পরকে জানে টেড করতে পারেন।
-
আমি মনে করি, ফরেক্সে ট্রেড করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । প্রথমে ফরেক্স এর কাজ শিখতে হবে কাজ না শিখে সফল ভাবে ফরেক্স করা যায় না । প্রাথমিক ভাবে সকলেরই ডেমো অ্যাকাউন্ট থেকে শিক্ষা নেয়া উচিৎ । ভাল করে শিখে তারপর ব্যবসা করতে হবে তাহলে আর লোকসান আর কোন ভয় থাকবে না।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করা খুবই সহজ । আপনার পিসিতে একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে । তারপর মাউসের ক্লিকের মাধম্যে শুধু বসে বসে বাই অথবা সেল করতে হবে । আর আপনার একাউন্টে ডলার জমা হতে থাকবে । ফরেক্স মার্কেটে ট্রেড করা একধম সুজা বলে আমি মনে করি কারন ফরেক্স এক্স মার্কেটে আপনি বাই সেল করলেই আপনি মনে করেন ট্রেড করতে পারলেন কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেটে লাভের আসায় ট্রেড করতে চান তাহলে আপনি ফরেক্স মার্কেটে সম্পর্কে ভাল করে জ্ঞান লাভ করেই ট্রেড করতে হবে।
-
আমরা সবাই জানি যে, ফরেক্স মার্কেটে বিশ্বের অধিকাংশ দেশের মুদ্রা বিনিময় হয়ে থাকে। দেশের মুদ্রা নিয়ে ট্রেড করে থাকি। আর এই ফরেক্স মার্কেটের সুবিধা স্টক মার্কেট কিবা শেয়ার মার্কেটের চেয়ে বেশি। ফরেক্স মার্কেটে আমরা সব দিকে ট্রেড করতে পারি। যদি মুদ্রার মান উপরে যায় কিবা নিচের দিকে যায় আমরা কিন্তু আমাদের নলেজ দ্বারা বাই এবং সেল এ ট্রেড করে থাকি যা শেয়ার মার্কেটে নেই। তবে ফরেক্স মার্কেটে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে আমাদের একটু সময় দিতে হবে , ধৈর্য্য ধরতে হবে এবং ডেমো করা ভালো।
-
ফরেক্সে বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়। এখানে দ্বিমুখী ট্রেড অপেন করা যায়। মার্কেট যদি ওপরে যায় বলে মনে করেন তাহলে বাই ট্রেড অপেন করতে হবে এবং যদি মনে করেন মার্কেট নিচে যাবে তাহলে সেল ট্রেড অপেন করতে হবে।