-
অর্থের অপচয় বিষয়টা একেকজনের কাছে একেক ধরনের। কারন জারা ফরেক্স বুজেন তারা মনে করেন এটা টাকা কামানোর জন্য পৃথিবীর সব চেয়ে সহজ উপায়। অপর দিকে জারা ফরেক্স বুজেন না তারা মনে করেন এটা টাকা খোয়ানোর মেশিন। আসলে ফরেক্স একটি লাভ জনক বিজনেস। তবে তার আগে ফরেক্স বুজতে হবে।
-
আমরা লোভে পড়ে ফরেক্স সমর্পক খুব কম জেনে টাকা ইনকামের জন্য ফরেক্সে আসে। আর লস খেয়ে বলে যে ফরেক্স শুধু লস এর জায়গা। আমার কথা সেইটা না ফরেক্স যদি শুধু লস এর জায়গা হত তাইলে ফরেক্স মার্কেট কখনোও পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট হত না। ধৈর্য্য ধরে নিষ্ঠার সাথে পরিশ্রম করে ভালোমতো ট্রেড শিখেই ট্রেড করতো চাই সে অবশ্যই ফরেক্স থেকে সহজেই উপার্জন করতে পারবে। কিন্তু যে অবহেলায় এবংএবং আন্দাজে ট্রেড করবে তার জন্য ফরেক্স ট্রেডিং অর্থের অপচয়ই বটে।
-
ফরেক্স কোন আয়ের সহজ মাধ্যম নয়।এখান থেকে আয় করতে হলে অনেক পরিমান পড়াশুনা বা এনালাইসিস করতে হবে যত বেশি এনালাইসিস এ ভাল হবেন তত বেশি আপনি লাভবান হবেন। এখানে যারা লোভ করে একের অধিক ট্রেড ওপেন করে তারাই মুলত লসে পরে এবং সর্বস্ব হারায়, ফরেক্স এমন একটা মার্কেট যেখানে ধৈর্য এর বিকল্প নেই এখানে যারা ধৈর্য হারাবে তারাই বিপদে পড়বে।তাই লোভ কে কন্ট্রোল করে ধৈর্য্য সহকারে টিকে থাকুন সফল হতে পারবেন।
-
না শিখে ট্রেড করে তারাই লস করে আর তা মেনে নিতে না পেরে তারা বিদায় নেয়। কিন্তু আমাদের ভুল্লে চলবে না যে যারা আজ লস করে কাল তারাই আবার লাভ করবে। আমাদের সবার শিখে ট্রেড করা উচিত। অনেকে লোভ করে বেশী টাকা ইনভেস্ট করে এতে করে যদি মার্কেট নিচের দিকে নামতে থাকে তাহলে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভবনা থাকে। আবার আমার মত নতুনরা না বুঝেই ইনভেস্ট করে এতে করে তার ও লস হওয়ার সম্ভবনা থাকে।
-
5ফরেক্স ব্যবসা করে আজ হাজার হাজার মানুষ আয়ের পথ খুলে দিয়েছে । ফরেক্স ব্যবসার মাধ্যমে অনেকে স্বাবলম্বী হয়েছে । আর যারা অসচেতনভাবে এই ট্রেডগুলো করে তারা অবশ্যই অর্থের অপচয় করে । তারা তাদের মন গড়া ট্রেড করে জীবনকে আর্থিক অচল করে দেয় । তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার । কিন্তু যারা আয়ের জন্য জীবনকে এপথে বিলিয়ে দিতে পারে তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারে ।
-
আমি ফরেক্স মার্কেট কে আয়ের সহজ পথ এটা কখনো মনে করিনা।ফরেক্স মার্কেট হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে আয়ের সবচেয়ে কঠিন পথ।কারন এই মার্কেটে একশত জন ট্রেডার এর মধ্যে মাত্র পাচজন ট্রেডার টিকে থাকতে পারে।কেবল একজন দক্ষ ট্রেডার ফরেক্স মার্কেট থেকে সহজেই ইনকাম করতে পারে।দক্ষতা ছাড়া আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন না।
-
ফরেক্স একটি আয় এর পথ যেখান থেকে আপনি লাভ ও করতে পারেন আবার লস ও.অর্থাত এইখানে লাভ লস দুটি হতে পারে.আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে আপনার দক্ষতা-অভিজ্ঞতার উপর ভর করে এইখানে প্রফিট উপ্পার্জন করতে হবে.যদি এইগুলো না থাকে তা হলে আপনাকে লোকসান গুনতে হবে.তাই আপনার উপর ভিত্তি করেই লাভ-লস নির্ধারিত হবেফরেক্স করে সহজে আয় করা একথা একদম টিক না কারন একজন মানুষ এত সহজে আয় করতে পারেনা তার অবসস্যাই কম বেশি অধ্যায়ন করতে হবে আর সেই আয় করা টাকা অত্ত ব্যয় সহজে হয় যদি তার মধ্যে কোন ধরনের ধৈ্রয না থাকে।সব কিছু করতে গেলে ধেরয্য থাকতে হবে।সেই ধৈরয্য না থাকলে সব অত্ত অপচয় হবে এটা সত্যি। কিন্তু যদি কেউ ফরেক্স শিখে ফরেক্স ট্রেডিং করে তবে তার জন্য নিঃসপ্নদেহে এটা লেয়ার সহজ পথ হিসেবে পরিগনিত হবে। এখন আপনিও দেখুন আপনি জিনিস টা কিভাবে নেবেন।
-
ফরেক্স এ লস দিতে দিতে অনেকেই ফরেক্স এর উপর থেকে তার মন উঠে গেছে। আবার অনেকে আছে লস দিতে দিতে ফরেক্স থেকে বিদায় নিয়েছে। তারা মনে করে ফরেক্স হল লসের জায়গা। এখানে ইনকামের কোন পথ নাই। আপনাকে খনিকের জন্য কিছু লাভ দিয়ে পরক্ষনেই আপনার সব পুজি নিয়ে নিবে। এটা হল একটা সিষ্টেম যার মাধ্যমে আপনার আমার সকলের টাকা নিয়ে নেয়। তাই তারা ফরেক্স থেকে বিদায় নিয়েছে। আবার অনেকে আছে যারা দীর্ঘদিন ধরে ফরেক্স করছে, এবং লাভের মুখ দেখছে। এবং প্রতিনিয়ত কম বেশি লাভ করছে। তাদের কাছে ফরেক্স হল আয়ের সহজ পথ। আপনার কাছে কোনটা
-
ফরেক্স বিজনেস বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি বিজনেস। এই বিজনেস বেকারত্ব দূর করতে অনেক বেশি ভুমিকা রাখে। সম্পূর্ণ স্বাধীন ভাবে এই বিজনেস করা যায় বলে দিনে দিনে এই বিজনেসের প্রতি আগ্রহীদের সংখ্যা বাড়ছে। এই বিজনেস পেশা হিসেবে খুবই আকর্ষণীয়। এই বিজনেস পেশা হিসেবে সম্পূর্ণ মুক্ত একটি পেশা। এই বিজনেস করে আপনি অবশ্যই অনেক অর্থ উপার্জন করতে পারবেন যদি আপনি অভিজ্ঞ এবং মার্কেট সম্পরকে দক্ষ একজন ট্রেডার হন।ফরেক্স কখনো আয়ের সহজ পথ হতে পারেনা কারন আন্তর্জাতিক মানের বিলিনিয়র লোক গুলো এই ব্যাবসার সাথে জড়িত রয়েছে তাদরে থেকে আমাদের মত ছোট ট্রেডার আয় করতে হলে তাদের ছেযে বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে এই মার্কেট থেকে সহজে আয় করা সম্বভ আয় লস করা মানে আরেক জনের সফলতা অর্জন করা ।
-
ফরেক্স থেকে আয় করা মোটেও সহজ উৎস নয়। ফরেক্স থেকে আয় করতে গেলে আপনাকে একজন অভিজ্ঞতা সম্পন্ন ফরেক্স ট্রেডার হতে হবে আর অভিজ্ঞতা সম্পন্ন ফরেক্স ট্রেডার হওয়া মোটেও সহজ বিষয় নয়। একজন অভিজ্ঞতা সম্পন্ন ফরেক্স ট্রেডার হওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত ধৈর্য এবং অভিজ্ঞতা অর্জন করার প্রয়োজন। ধৈর্যহীন ব্যক্তি অভিজ্ঞতা অর্জন করতে পারে না। শুধু অভিজ্ঞতা অর্জন করলেই হবে না উত্তর অভিজ্ঞতা যথাযথভাবে প্রয়োগ করা জানতে হবে তাহলে আপনি প্রফিট করতে পারবেন।