-
মানি ম্যানেজমেন্ট ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ, ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করলে আপনি অবশ্যই লস করবেন। বেশিরভাগ ট্রেডারই ফরেক্সে একাউন্ট জিরো করে এবং এটি শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট এর জন্যে। তাই মানি ম্যানেজমেন্ট ফরেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ
-
আপনি যদি ফরেক্সে সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে। কারন, মানি ম্যানেজমেন্ট না করার কারনে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই মানি ম্যানেজমেন্ট খুব জরুরী বলে আমি মনে করি। ধন্যবাদ
-
একজন সফল ট্রেডারের সফলতার পিছনে মুল চাবিকাঠি হল তার স্ট্রং এবং সুশৃংখল মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট না মেনে দৈবক্রমে হয়তো কিছু প্রফিট করা যায়, কিন্তু কখনো ফরেক্স মার্কেটে লং রান করা যায়না। ফরেক্স মর্কেটে সফল ভাবে নিজের অবস্থার ধরে রাখতে হলে দরকার- অভিগ্যতা, মূলধন, ধৈর্য, সঠিক মানিমেজেমেন্ট ও প্রপার ট্রেডিং প্লান।
-
মইনুদ্দিন আহ্মেদ
ফরেক্স ত্রাদ মারকেত এ ত্রাদ করতে যাওয়ার আগে আমাদের কত গুলো জিনিস ভাল ভাবে জানা উছিত, তার মধ্যে মানিমেনেজমেন্ত অন্নতম। নিজের হিসাবের নিরাপত্তার জন্ন মানিমেনেজমেন্ত জানা খুব ই জরুরী। এটা ভাল করে না বুঝে ত্রাদ করলে তা অনেকটা ঝুঁকিপূর্ণ হতে পারে এবং লস হতে পারে। তাই ত্রাদ করার সময় মানিমেনেজমেন্ত নিয়ম গুলো ফলো করলে ঝুকি থাকে না।
-
মানি ম্যানেজমেন্টের মাধ্যমে প্রতিটি ট্রেডার তাদের ডিপোজিট করা মানির সদ্ব্যব্যবহার করার চেষ্টা করি।ব্যালেন্স অনুপাতে ঝুকি,লট ইত্যাদি নির্ধারন করে ট্রেড করতে হয়।তাহলে কিছুটা হলেও অ্যাকাউন্টের নিরাপত্তা বিধান করা যায়।অ্যাকাউন্ট টিকিয়ে রাখার জন্যই মূলত মানি ম্যানেজমেন্টে ফলো করা প্রয়োজন বলে আমি মনে করি।এজন্য আমি মানি ম্যানেজমেন্টে করার চেষ্টা করে থাকি।
-
ফরেক্সের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ন একটা বিষয়। ফরেক্সে ট্রেড করার জন্য আমরা বিনিয়োগ করি। বিনিয়োগ করি প্রফিটের আশায়। এখন সেই বিনিয়োগ টা যদি সঠিক ভাবে কাজে লাগাতে না পারি তবে প্রফিট করা সম্ভব হবে না। মানি ম্যানেজমেন্ট হলো বিনিয়োগকৃত অর্থ সঠিক ভাবে ব্যবহার করা। ফরেক্সে টিকে থাকতে হলে মানি ম্যানেজমেন্ট এর জ্ঞান আবশ্যক।
-
ফরেক্সে ট্রেডিং এর ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আপনি যদি লিভারেজ বাড়িয়ে দিয়ে মানি ম্যানেজমেন্ট না করে বেশি ভলিউমে ট্রেড করতে থেকেন তাহলে কিছু পিপস যদি আপনার প্রতিকূলে যায় তাহলে আপনার একাউন্ট খুব অল্প সময়ের মধ্যে জিরো হয়ে যেতে পারে। তাই আমি মনে করি, মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ
-
আমরা জানি যে কাজেই করি না কেন প্রতিটা কাজের কিছু নিয়ম থাকে । ফরেক্স একটি মার্কেট পেলেস কাজ করতে হলে অভিজ্ঞাতা সম্পর্ণ হতে হয়। আর ফরেক্স এ টিকে থাকতে হলে অব্শ্যই মানি ম্যানেজমেন্ট করা জানতে হবে। আমরা বিনিয়োগ করি প্রফিট পাওয়ার আশায় । আর বিনিয়োগ করার পর যদি লস হয়। তাহলে অামরা টিকেয় *থাকতে পারবো না। তাই সর্ব প্রথমে আমাদের ট্রেড করার আগে মানিম্যানেজমেন্ট কিভাবে করে তা আয়ক্ত করতে হবে। তাহলে অবশ্যেই আমরা ফরেক্স এ অনেকদিন টিকে থাকতে পারবো।
-
মানি মানেজ মেন্ট চারা ফরেক্স মার্কেটে তিকে তাক্তে পারবেনা এটা আমি নিচত করে বলতে পারি ।তাই ফরেক্স মার্কেটে তিকে তাক্তে হলে মানি ম্যানেজমেন্ট মেনে ত্রাদে করতে হবে তাহলে আপনি আই মার্কেটে সফল হতে পারবেন।কারন মানি ম্যানেজমেন্ট চারা ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট যে কোন সময় জির হতে পারে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে হলে অবশ্যই মানিমেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে তানা হলে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব হবে না সফল হওয়া যাবে না তাই অবশ্যই মানিমেঞ্জমেন্ট মেনে ট্রেড করতে হবে মানিমেনেজমেন্ট খুভ গুরুত্ব পূর্ণ।