-
আমি মনে করি মেয়েদের জন্য ফরেক্স ব্যবসা খুবই ভাল। কারণ ফরেক্স ট্রেডিং এমন একটি ব্যবসা যে ব্যবসার জন্য ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। ঘরে বসেই করা যায়। মহিলার ঘরের কাজ শেষ করে প্রচুর অবসর সময় কাটান। অবসর সময়গুলো যদি ফরেক্স ট্রেডিং এ ব্যয় করেন এতে এদিকে তিনি নিজে সাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও সহযোগিতা করতে পারবেন। এতে করে পরিবারটি সুখী পরিবারে পরিণত হবে।
-
ফরেক্স এ সফলতা কোনো মেয়ে বা ছেলের উপর নির্ভর করেনা.এইখানে কোনো লিঙ্গ বৈষম্য নেই.তাই এইখানে মেয়ে হবার সত্তেও আপনাকে কঠিন পরিস্স্রম করে সফল হতে হবে.অভিজ্ঞ হতে হবে,ধর্জশীল হতে হবে,ভুল থেকে শিখতে হবে এইসব বিষয়গুলো আয়ত্ত করতে হবে.তানাহলে আপনি মেয়ে হন ছেলে হন তার কোনো প্রভাব ই এই ফরেক্স এ কাজে দিবেনা.
-
ফরেক্স নারী পুরুষ সবার জন্য সমান । ফরেক্স এ বিনিগের মাধ্যমে নারী ও পুরুষ উভয় ই সমান ভাবে মুনাফা অর্জন করতে পারে । ফরেক্স ব্যবসায় নারীদের কোনো রকম সমস্যা নাই । বরং তারা বারটি সুবিদা নিতে পারে ফরেক্স এর মাধ্যমে । বিশেষ করে যার গৃহিনী তারা সারা দিন সাধারণত বাড়িতে ই থাকে । তাই তারা তাদের নিয়মিত কাজের ফাকে সারাদিন যাবত ফরেক্স মার্কেট এ সময় দিতে পারে এবং বারটি সুবিদা কিংবা বারটি মুনাফা অর্জন করতে পারে । যাকিনা একজন পেশাজীবী পুরুষের জন্য সবসময় সম্ভব হয়ে উঠেনা । তাই আমি মনে করি ফরেক্স আমাদের দেশের নারীদের জন্য একটি আদর্শ বিনিযোগ মাধ্যম ।
-
সফল হতে হলে আপনাকে একটি প্রসেস এর মাধ্যমে এগিয়ে যেতে হবে.যা আপনাকে একজন মেয়ে হলেও করতে হবে আবার একজন ছেলে হলেও করতে হবে.যেমন আপনাকে অনুশীলন করতে হবে,চ্যালেঞ্জ নিতেহবে,রিস্ক নেয়ার সাহস থাকতে হবে,অভিজ্ঞতা অর্জন করতে হবে,ধর্যশীল হতে হবে এইসব বেপারগুলো করতে হবে সফল হবার ক্ষেত্রে.যা একজন ছেলের জন্য ও দরকার আবার একজন মেয়ের ও.
-
ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করে আয় করতে পারে।তাই ফরেক্স মার্কেট এ মেয়েরাও ট্রেড করে আয় করতে পারে।মেয়েরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা ভালো ট্রেড করতে পারবে।ফরেক্স মার্কেট এ ঠাণ্ডা মাথাই এনালাইসিস করে ট্রেড করতে হয়।আর তা মেয়েরা ভালো করতে পারবে।কারণ পুরুষ এর তুলনাই মেয়েরা ঠাণ্ডা মেজাজের হয়ে থাকে।তাই তারা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারবে।তাছাড়া তারাত সারাদিন ঘরে বসে থাকে তাই তারা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা তাদের জীবনকে সুন্দর ভাবে সাজাতে পারবে।
-
একজন মেয়ে হিসাবে ফরেক্স করার অনেক সুবিধা রয়েছে । যেমন তাকে বাইরে যেতে হচ্ছেনা কাজের জন্যে । তাছাড়া ঘরে বসে ফরেক্স করতে পারে বিধায় সে তার পরিবারকে ঠিক ভাবে সামলাতে পারছে । তাছাড়া অন্যান্য পেশার থেকে ফরেক্স করলে পরিবারকেও অধিক সময় দেয়া যায় ।
-
মেয়েরা কিংবা ছেলে ফরেক্স সফল হতে হলে এ ক্ষেত্রে কোন ধরনের লিঙ্গগত বাঁধা নেই । ফরেক্স মার্কেটে সফল হওয়ার অন্যতম শর্ত হল নিজেকে সেই মানের করে গড়ে তোলা । একজন মেয়ে হয়েও ফরেক্সে সফল হওয়া যাবে তবে সে ক্ষেত্রে সম্ভাব্য যে বাঁধাটা থাকতে পারে তা হল সঠিক গাইডলাইন পাওয়ার অভা্ব । অভিজ্ঞ একজন ট্রেডারের যথার্থ গাইডলাইন পেলে একজন মেয়েও অনেক ভালো অর্থ ফরেক্স থেকে ইনকাম করতে পারবে ।
-
ফরেক্স কখনো লিঙ্গ ভেদাভেদ করেনা। যার ফলে এখানে কোন লিঙ্গ বৈষম্য নেই। ফরেক্স শুধু অভিজ্ঞতা চায়। অভিজ্ঞ ট্রেডাররাই এখান থেকে আয় করে থাকেন। আর ফরেক্সের অভিজ্ঞতা একদিনে অর্জন করা যায না। দীর্ঘ সময় ধরে ডেমোতে ট্রেড করতে করতে এক সময় আমরা প্রফিট করা শিখে যাই। এটাই ফরেক্স মার্কেটের নিয়ম। নিয়মিত মার্কেটে পড়ে থাকলে আমরা ট্রেডিং সম্পর্কে অনেক কিছু জানতে পারি। যা আমাদের দক্ষতা বৃদ্ধি করে।
-
ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকলে ফরেক্স ট্রেড করে মেয়েরা অনেক সুবিধা পেতে পারে। কারন আমরা সবাই জানি ট্রেড করতে হলে বাহিরে যেতে হয় না এমন পন্যের প্রচারও করতে হয় না। ট্রেড করার জন্য আগ্রহ ও মেধা থাকলে একজন মেয়েও ফরেক্সে ভালো ট্রেডার হতে পারে। কারন ফরেক্সে ট্রেড করার জন্য ছেলে-মেয়ে কোন বিষয় নয় এখানে বিবেচনা করা হয় কে কত দক্ষ ট্রেডার।
-
আসলে ছেলে বা মেয়ে এটি কোন বিষয় না ফরেক্সে ট্রেড করে সেই ভাল প্রফিট লাভ করতে সক্ষম হবে যার রয়েছে প্রপার ফরেক্স ট্রেডিং দক্ষতা এব্ং অভিজ্ঞতা। ফলে আপনি ছেলে বা মেয়ে যাই হউন না কেন আপনি যদি নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে পারেন তা হলে আপনি এখানে রাজ করতে পারবেন। তাই নিজেকে ট্রেডিংয়ে অভিজ্ঞ করে তোলাটাই অনেক বেশি জরুরী বলে আমি মনে করি।