-
আমরা সবাই জানি ফরেক্স এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়।ফরেক্স হচ্ছে এমন একটি বিজনেস যেখানে আপনি অনেক কম সময়ে অধিক লাভ করতে পারেন এবং অধিক লসও করতে পারেন।কিন্তু ফরেক্স সম্পর্কে ভাল করে অধিক জ্ঞান অর্জন করলে,এবং ভাল করে অনুশীলন ও চর্চা করলে ফরেক্স মার্কেট থেকে মাসে একটি ভাল পরিমান মুনাফা অর্জন করা সম্ভব।
-
ফরেক্স ট্রেড সম্পর্কে যাদের জ্ঞান ও ধারনা নেই তারা লোভের কারনে অল্প সময়েই নিজেদের স্থায়ীত্ব হারা্যে ফেলে । আর যাদের এই ব্যবসায়ের প্রতি জ্ঞান ও ধারনা আছে তারা ফরেক্স এ ট্রেড করে প্রফিট আয় করতে পারবে।ভালোভাবে না শিখে যারা ট্রেড করবে তাদের লস হওয়ার সম্ভাবন অনেক বেশি থাকে । দক্ষ ও ভালো ট্রেডার দের জন্য ফরেক্স উন্নত আয়ের ব্যাবস্থা।
-
আমার মনে হয় ফরেক্স হল এমন একটা ট্রেডিং যেখান থেকে অল্প সময়ে অধিক আয় করা যায় তবে এখনে কাজ করতে হলে আগে এর কাজ শিখতে হবে । কাজ না শিখে কাজ করা যাবে না।ফরেক্স এ লাভ করা সম্ভব কেবল নিজের মেধা, অভিজ্ঞতা এবং শ্রম এর উপর ভিত্তি করে আর কোনও কিছুর উপরে নয়।
-
আমার মনে হয় ফরেক্স থেকে আয় করা অনেক সহজ না যত সহজে মানুষ ফরেক্স এ যুক্ত হতে পারে লাভ করার আসাই তত সহজে আপনি ইনকাম করতে পারবেন না ফরেক্স থেকে ইনকাম করতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে আর আপনি কি ভাবে করলে কি করবেন কত লাভ করবেন তা আপনাকে জানতে হবে।
-
ভাই আমি আপনার মত ফরেক্স থেকে ৫০ থেকে৬০ হাজার টাকা আয় করতে চায় কিন্তু কি বলব ফরেক্স থেকে লস আর লস করে যাচ্ছি বুঝতে পারছি না কি ভাবে ফরেক্স থেকে লাভ করব| তবে ভাই আমি ফরেক্স থেকে আশা ছারিনি ফরেক্স থেকে আয় আমি করবই|
-
ফরেক্স মার্কেটে ৪০ ৫০ হাজার টাকা না তার বেশি আয় করা যেতে পারে।কিন্তু ফরেক্স থেকে আয় করতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে।মার্কেটে দক্ষ ট্রেডার মাসে অনেক টাকা আয় করতে পারে।আর মার্কেটে প্রলোভন দেখিয়ে না আনা ভাল।কেউ যদি মার্কেটে সেচ্ছাই আসে তাহলে আসবে।
-
ফরেক্স থেকে অনেক টাকা মাসে আয় করা সম্ভব। কিন্তু একজন নতুন ট্রেডার এর পক্ষে এ আয় করা সম্ভব না। আগে হতে হবে অভিজ্ঞ এবং দক্ষ। কারন দক্ষ না হলে আপনি ফরেক্স থেকে বড় আয়ের কথা চিন্তা করতে পারেন না। আগে ভালো করে শিখলে অব্যশই বেশী আয় করা সম্ভব।
-
ফরেক্স এ আয় সীমাহিন। কিন্তু আপনাকে এ আয় করে নিতে হবে। ফরেক্স একটি বিশাল ট্রেডিং ব্যবসা। যেখানে ট্রিলিয়ন ডলার প্রতিদন লেন্দেন হয়ে থাকে। ফরেক্স মার্কেট কোন ক্ষুদ্র বাজার নয়। এটি পৃথবীরে সবচেয়ে বড় মার্কেট। এখানে আনালিমিটেড আয়ের সুযোগ রয়েছে।
-
ফরেক্স র্মাকেট কোন আলাদিনে চেরাক নয় যে আপনি র্মাকেটে ট্রেড করা শুরু করবেন আর হাজার হাজার ডলার আপনার ঘরে চলে আসবে , আপনি চাইলে ফরেক্স র্মাকেট থেকে অপরিসীম আয় করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে অনেক কাঠ কয়লা পোড়াতে হবে , আপনি যদি ক্লাসে ফাষ্ট বয় হতে চান তবে আপনাকে তার জন্য অনেক বেশী অধ্যাবসায় করতে হবে ঠিক তেমই আগে ফরেক্স র্মাকেট ভল ভাবে বুুঝতে হবে এবং ফরেক্স র্মাকেট নিয়ে পাড়াশোনা করতে হবে ও সঠিক ভাবে ট্রেড করা শিখতে হবে তবে আপনি ফরেক্স থেকে ভাল উর্পাজন করতে পারবেন ।
-
প্র্রলোভন দেখোনোর খেলোটা অনেক বেশি পুরোনো । এই ফরেক্স *কেন্দ্রিক যে প্রতারণা অনেক আগে শুরু হয়েছে তা আজ পর্যন্ত অনেক নতুন এবং অজ্ঞ ট্রেডারকে সর্বশান্ত করেছে । এটা খুব দুঃখজনক যে আমরা যে কোন কিছুতেই দুর্নীতি ঢুকানোর চেষ্টা করি যেটা প্রকৃত পক্ষে আমাদের পক্ষেই ক্ষতিকর । তাই নতুন ট্রেডার সহ সবাইকে ফরেক্স মার্কেটে যে কোন সিদ্ধান্ত নিতে অনেক বেশি সচেতেন হতে হবে ।