-
ফরেক্স এর সবাই করতে পারে। একটা সময় ফরেক্স সবার জন্য উন্মুক্ত ছিল না। তখন প্রতিষ্ঠানের পর্যায়ে ট্রেড করতে পারতো। পরর্তীতে সকলের জন্য উন্মুক্ত করায় ফরেক্স সবার জন্যই করা হয়েছে। ফরেক্স এর নিদিষ্ট সময় না থাকায় সকল ধরনের পেশাজীবি মানুষ ফরেক্স করতে পারেন। অনেক স্টুডেন্ট আছে যারা ফরেক্স এ ট্রেড করে নিজের খরচ চালাতে পারেন। তবে ফরেক্স এ কাজ করতে হলে প্রচুর ধৈর্য্য ও মার্কেট সম্পর্কে এনালাইসিস করার ক্ষমতা থাকতে হবে। ডেমো একাউন্টে অনুশীলন করার মন মানুষিকতা থাকতে হবে।
-
ফরেক্স একটি অনলাইন ট্রেডিং বিজিনেস,এই বিজিনেস সবাই করতে পারে,এর জন্য কোন বাধ্যবাধকতা নেই,কিন্তু সবাই এই বিজিনেস এ অংশগ্রহণ করতে পারলেও,সবাই এই বিজিনেস এ টিকে থাকতে পারেনা,শুধুমাত্র যারা ফরেক্স ভালো ভাবে লার্ন করে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করেছে,তারাই শুধু পারে এই বিজিনেস সুন্দর ভাবে পরিচালনা করতে।
-
ফরেক্স মার্কেট এমনিতে সবাই করতে পারে কিন্তু ফরেক্স মার্কেট এ টিকে থাকাটাই হল আসল বেপার। কারন ফরেক্স মার্কেট একটি রিক্সি ব্যবসা। এই ফরেক্স মার্কেট এ করতে হলে অনেক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন। কারন এই মার্কেট থেকে আয় করাটা অনেটা পরিশ্রম এ ব্যাপার। ফরেক্স এ লাভ লস আছে। যে ফরেক্স এর অভিজ্ঞতা দিয়ে আয় করছেন তারা ফরেক্স মার্কেট এ টিকে আছেন আর যারা ফরেক্স মার্কেট এর অজ্ঞ বা ধৈর্য্য নেই তারা ফরেক্স থেকে লস করে চলে যায়।
-
হ্যা, সবাই ফরেক্স বিজনেস করতে পারবে । শুধুমাত্র দুই শ্রেণির মানুষ ফরেক্স বিজনেস করতে পারবে না । তা হলো যাদের ভোটার আইডি কার্ড নাই তারা এবং অশিক্ষিত ব্যক্তিরা । এই দুই ধরনের মানুষ বাদে সবাই এই ফরেক্স মার্কেটে কাজ করতে পারবে । তাই আমার মতে এই ফরেক্স বিজনেস করে আপনারা সকলেই উন্নতি করতে পারবেন।তবে এর জন্য দরকার অনেক অভিজ্ঞতার আর সেই অভিজ্ঞতা কাজে লাগিযে আমরা ফরেক্স বিজনেসে উন্নতি করা সম্বব।
-
ফরেক্স একটি মুক্ত পেশা। ফরেক্স ব্যবসা সবাই করতে পারবে। এটি করার জন্য কোন ধরাবাধা নিয়ম করা হয়নি। কোন প্রকার যোগ্যতা লাগবে না। শুধু টাকা থাকলেই বিনিয়োগ করে ফরেক্স ট্রেড শুরু করা যেতে পারে। ট্রেডিং কৌশল শিখে নিলে অবশ্যই মার্কেট থেকে ভালো কিছু করা যেতে পারে।
-
সবাই ফরেক্স ব্যবসা করে উন্নতি লাভ করতে পারবে তবে অনভিজ্ঞ দের অভিজ্ঞ হতে হবে। এ কাজ ঘরে বসে অনলিনে করা যায়।এজন্য দরকার একটি পিসি এবং ইন্টারনেট লাইন। এখানে যা দরকার তা হল আপনার যে কোন কাজের জন্য মিনিমাম স্টেবিলিটি।ফরেক্ বিজনেস সম্পরকে না যেনে বিজনেস করতে আসে তারা লাভ করতে পারে না। বিজনেস যে কেউ করতে পারে তবে সবাই লাভ করতে পারেন না।
-
আসলে ফরেক্স করতে নিজের ইচ্ছাশক্তিটাই সবচেয়ে বড় । আপনার ইচ্ছাশক্তি ফরেক্স ব্যবসাটি শেখার প্রতি যত বেশি প্রচন্ড হবে তত বেশি আপনি এগিয়ে যাবেন এবং নিজেকে এই পেশাতে সফল প্রমাণ না করা পর্যন্ত লেগে থাকবেন । আর তা না করে যদি ২ মাস পরেই লাভের আশা করে শুধু ট্রেড করতে থাকেন, তাহলে লস তো করবেন অবশ্যই সাথে সাথে ব্যবসাটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন ।
-
আমি মনে করি ফরেক্স সবার জন্য কারণ ফরেক্স এমন একটা মার্কেট যেহানে যে কেও কাজ করতে পারে। তাই সবাই ফরেক্স ব্যবসা করে উন্নতি লাভ করতে পারবে। তবে অনভিজ্ঞ দের অভিজ্ঞ হতে হবে। কারণ ফরেক্স ব্যবসা বুঝা অনেক কঠিন। এই ব্যবসায় সামান্য কারণে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আপনার মানসিক স্টেবিলিটি টা ঠিক মত কাজ করবে। পড়ালেখা বা বয়সের বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারন আপনি যখন এই ব্যবসায় পা দিবেন কিংবা বুঝতে শুরু করবেন তখন যদি আপনার বয়সের মেচুরিটি না থাকে তাহলে আপনার দ্বারা যেকোন এক্সিডেন্ট(ট্রেডি লস) হওয়া খুবই স্বাভাবিক । আর যেহেতু এটা ফুল একটা এনালিটিকেল টার্মস ট্রেডিং তাই আপনার মিনিমাম বোধ ছাড়া আপনার দ্বারা ভালো কিছু করা সম্ভব না।
-
সবাই ফরেক্স করতে পারবে । এখনে কোনা যোগ্যতার মাপকাঠি নেই । এখানে কারোা ব্যবসায়ী হতে হলে নিজের যোগ্যতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ । ছাত্র , চাকুরিজীবি , ব্যাংকার , দোকানদার সবাই ফরেক্সে ট্রেডিং করতে পারবে । যাদের ইচ্ছা আছে ধৈর্য আছে তারা সবাই ফরেক্স ট্রেড করতে পারবেন। ফরেক্স ট্রেড একটা স্বাধীন ব্যবসা। এখানে কোন বাধা নেই যে এরা এরা করতে পারবে না আর এরা এরা করতে পারবে।
-
ফরেক্স একটা স্বাধীন ও মুক্ত পেশা এবং সবাই চাইলেই ফরেক্স করতে পারবে । শুধু মাত্র ইন্টানেট সংযোগ সহ একটা পিসি বা সমমানের উপকরণ লাগবে । এছাড়াও ফরেক্স করতে নিজের ইচ্ছাশক্তিটাই সবচেয়ে বড় । আপনার ইচ্ছাশক্তি যত বেশি প্রচন্ড হবে তত বেশি আপনি এগিয়ে যাবেন এবং নিজেকে এই পেশাতে সফল প্রমাণ না করা পর্যন্ত লেগে থাকেবেন । ফরেক্সে সব পেশার মানুষ আসতে পারে এবং ট্রেড করতে পারে ।