আমার পরিবার এ ব্যবসা করার জন্য নানা ভাবে আমাকে সাহায্য করে । আমি একজন সফল ট্রেডার হলে আমি আমার পরিবারের সবাইকে এ ব্যবসা শেখাবো । ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা ব্যবসায় । এখানে ট্রেড করে যে কেউ আয় করতে পারে। আমদের দেশের যারা বেকার আছে তারা যদি ফরেক্সের ট্রেড শিখে ফরেক্সে ট্রেড করে আয় করতে পারে তাহলে তাদের বেকারত্ব দূর হবে । দেশে অনেক শিক্ষিত লোক আছে যারা কোন চাকরি পাচ্ছে না এবং বেকার বসে যাছে। তাদের জন্য আমার মতে এই বেকারত্ত দূর করতে হলে ফরেক্স এ যদি কাজ করে তাহলে অনেকটা বেকারত্ত কমে যাবে।