হ্যা আপনার কথাটি অবশ্যই সত্যি যে, অনেক বিগেনার ফরেক্স ট্রেডারেই ফরেক্সে লস করে থাকে, একাউন্ট জিরো করে বসে থাকে এবং আরো বেশী টেনশন করতে থাকে। আবার অনেকে লোভের কারণেও লস করে থাকে। অনেকে অধৈর্য হয়ে লস করে থাকে। অনভিজ্ঞতার করণেও লস করে থাকে।
Printable View
হ্যা আপনার কথাটি অবশ্যই সত্যি যে, অনেক বিগেনার ফরেক্স ট্রেডারেই ফরেক্সে লস করে থাকে, একাউন্ট জিরো করে বসে থাকে এবং আরো বেশী টেনশন করতে থাকে। আবার অনেকে লোভের কারণেও লস করে থাকে। অনেকে অধৈর্য হয়ে লস করে থাকে। অনভিজ্ঞতার করণেও লস করে থাকে।
লসের বিভিন্ন কারণ রয়েছে। আমরা না বুঝে না জেনেই ট্রেড ওপেন করে ফেলি যার ফলাফল স্বরূপ লস হয়।বিজনেস বিষয়ে পরিপূর্ণ জ্ঞানের অভাব।দক্ষ ও অভিজ্ঞ না হয়েই ট্রেড ওপেন করা। মানি ম্যানেজমেন্ট না করা। এনালাইসিস ছাড়াই ট্রেডিং করা। সিগন্যালনের ওপর নির্ভরশীলতা।ট্রে িং করার কাজে রোবট ব্যবহার করা।বড় রিস্ক নিয়ে ট্রেড করা।উদ্দেশ্যবিহী ভাবে ট্রেড করা।স্টপলস ওটেকপ্রফিট সেট না করা
ফরেক্স মূলত লস হওয়ার প্রধান কারণ এসে থেমে অনভিজ্ঞতা, ধৈর্য না থাকা, আর আবেগের বশবর্তী হয়ে অনিয়ন্ত্রিতভাবে ট্রেড করা।
ফরেক্স বিজিনেস এ একজন বিভিন্ন কারনে লস করে থাকে,একজন ট্রেডার নিজের ভুল এ লস করে থাকে,লস পার্ট এই বিজিনেস এর কিন্তু অতিরিক্ত লস কারো কাম্য নয়,ফরেক্স লস এর কারন আমি ৫ টি মনে করি,
১।স্টপ লস বিহীন ট্রেড
২।ওভার ট্রেড
৩।ম্যানি ম্যানেজমেন্ট সঠিক না প্রয়োগ
৪।মার্কেট ট্রেন্ড এর বিপরীতে ট্রেড
৫।অতিরিক্ত লোভ।
ফরেক্স ট্রেডিং এ লসের অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হলো মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে না পারা এবং নতুন অবস্থায় লোভের বশবর্তী হয়ে অধিকহারে বা অধিক লটে ট্রেড ওপেন করা এবং নিউজ অনুযায়ী ট্রেড করতে না পারাও লস এর কারণ বলে আমি মনে করি । ফরেক্স এ লস এর আনার জন্য আমাদের প্রথম অবস্থা থেকেই ফরেক্স সম্পর্কে ভালো করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা উচিত এবং লোভ পরিহার করে ট্রেড করা উচিত আর সব সময় মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করা উচিত তাহলে এখানে সফলতা পাওয়া সম্ভব ।
ফরেক্সে লসের প্রথম কারণ হচ্ছে তড়িঘড়ি করে অতিরিক্ত লাভের আশায় অনিয়ন্ত্রিত ট্রেড করা। তাই লসকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে।
ফরেক্স যেকোনো কারণে হতে পারে আর এজন্য সব সময় প্রস্তুত থাকতে হয়। তবে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে সঠিকভাবে ট্রেড করতে পারলে লস অনেকটাই এড়িয়ে চলা সম্ভব।
ফরেক্স মার্কেটে যেকোনো ট্রেডে লস হতে পারে বলা যাবে না যে আমার এই ট্রেডে কোন দিন লস হবে না তাই তাই লস হয়ার যে কারন আছে কিছু কিছু সেই লারন গুল দেখতে হবে যে আমার এই ট্রেডে লস হোল কেন আর কি কারনে যে লস হয়ছে ফরেক্স মার্কেটে জেমম্ন লস হতে পারে ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা না থাকলে লস হতে পারে ।
যে যে কারন ট্রেডাররা ফরেক্সে লস করেঃ
� অভিজ্ঞতার অভাব।
� সিগন্যালের ওপর নির্ভরশীলতা।
� উদ্দেশবিহীন ট্রেডিং করা।
� বড় রিস্ক নিয়ে ট্রেড করা।
� ট্রেডিং স্ট্রাটেজি না থাকা।
� নিজের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা।
ফরেক্সে লসের কারন বলতে গেলে সবার প্রথমেই যেটা আসে সেটা হলো অভিজ্ঞতার অভাব এবং তারপরেই অতিরিক্ত লোভ।ফরেক্সে যদি নিজেকে দক্ষ করে তোলা না যায় তবে কখনোই লস থেকে রেহাই পাওয়া সম্ভব না।আবার অনেকের অভিজ্ঞতা থাকা সত্বেও দেখা যায় লস করে তার কারন হিসেবে দেখা যায় অতিরিক্ত লোভ। এছাড়া আমি মনে করি যে, ফরেক্সে ব্যবসায় এ লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় ।