-
আসলে এই ব্যাপারটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে । কারন যারা নতুন তাদের কখনো বেশি টাকা ইনভেস্ট করা উচিত নয় । আর অন্যদিকে যারা এক্সপার্ট ব্যবসায়ী তারা বেশি ইনভেস্ট করতে পারে । কারন মার্কেট সম্পর্কে তাদের ভাল একটা আইডিয়া আছে ।সুতরাং মার্কেটে কে কেমন ইনভেস করবে এটা তার উপর নির্ভর করে তার কি মার্কেট সম্পর্কে ভাল আইডিয়া আছে কি নেই ।
-
বেশি বিনিয়োগ মানে যেমন বেশি লাভ আবার তেমন বেশি বিনিয়োগ মানে তেমন আবার বেশি লস। তাই আমি মনে করি যে আপনি যে পরিমান নিয়ে আপনি ডেমো একাউন্ট এ ট্রেড করেছেন সেই পরিমান ইনভেস্ট করে যদি আপনি রিয়েল একাউন্ট এ ট্রেড করেন তাইলে আমার মনে হয় যে আপনি বেশি লাভবান হতে পারবেন। তবে আমার মনে হয় যে নতুনদের জন্য কম ইনভেস্ট করে ই রিয়েল ট্রেড করা উচিত।
-
আপনি ফরেক্স এ কত টাকা ইনভেস্ত করতে চান তা নির্ভর করে আপনি ফরেক্স কত টা পারেন তার উপর আপনি যদি নতুন হন তবে আমি বলব আপনি আগে ভাও করে ডেমো করেন তারপর রিয়ল এ ইনভেস্ত করেন আপনি ১ম এ ১০০ ডলার নিয়ে সুরু করলেই ভাল হবে
-
হ্যা ফরেক্স যেহেতু একটি বিজনেস সেহেতু বিনিয়োগ তো করতই হবে। তবে আমি এক জন নতুন ছা্*এী আমার মনে হয় আগে আমাকে ফরেক্স বিষয় ভালাে করে যানতে হবে হবে বুঝতে।এবং অনেক কিছু শিখতে হবে।বেশি বেশি ফরেক্স নিউজ পড়ত হবে।তবে ফরেক্স মার্কেটে বেশি ঝুকি নেয়া যাবেনা।তাই মার্কেট বুজে বিনিয়োগ করতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । এখনো ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করার পর্যয়ে আছি । আমার পরিকল্পনা হল ফরেক্সে আমি মুটামুটি একটা ১০০০ ডলারের ফান্ড করতে চায় । অর্থ্যাৎ , এক হাজার ডলার ডিপোজিট করতে পারলে ট্রেড করে স্বাচ্ছন্দবোধ করতে পারব । এছাড়াও ডিপোজিট এর পরিমাণ যত বেশি হবে লাভের পরিমাণও তত বেশি হবে । তবে সবকিছু নির্ভর করছে আমাদের ফরেক্স ট্রেডিং দক্ষতার উপর ।
-
আমি ফরেক্সে 50 ডলার দিয়ে প্রথম বিনিয়োগ করতে চাই । অনেকেই অনেক বেশি বিনিয়োগ দিয়ে ফরেক্স শুরু করে তবে সেটা তাদের বিষয় তবে আমার মনে হয় আমাদের প্রথম বিনিয়োগটা অল্প দিয়েই শুরু করা উচিৎ ।
-
ফরেক্স বিজনেস এ আমি একজন নতুন সদস্য তাই আমি আমার বিনিয়োগটা থুব বেশী করতে চাইছি না। ধীরে ধীরে আমি আমার বিনিয়োগ বাড়াতে চাইছি এবং ফরেক্স সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে পারলে আমি অনেক বেশি ডিপোজিট করব ইন্সাল্লা । যারা এক্সপার্ট ব্যবসায়ী তারা বেশি ইনভেস্ট করতে পারে। কারন মার্কেট সম্পর্কে তাদের ভাল একটা আইডিয়া চলে আসছে। আমিত তেমন হতে পারিনি ।
-
ফরেক্স মার্কেটে ডিপোজিট করা নির্ভর করে একজন ট্রেডারের নিজের উপর। অনেকে অল্প ডিপোজিট দিয়ে শুরু করেন আবার অনেকে বেশি ডিপোজিট দিয়ে শুরু করেন। তবে প্রাথমিক অবস্থায় অল্প ডিপোজিট দিয়ে শুরু করা ভাল। আপনি যখন ফরেক্স শিখতে পারবে এবং একজন সফল ট্রেডার হবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে, আপনাকে ভাল মুনাফা পেতে হলে কত ডিপোজিট করতে হবে।
-
ফরেক্স এ আমি একজন নুতন সদস্য। আমার এখন ও শিখার অনেক বাকি আছে । কারন হটাত কিছু না বুঝে বিনিয়োগ করে সব কিছু লস করা কোনোদিন ও বুদ্ধিমান এর কাজ না। তাই আগে জানতে হবে শিখতে হবে তারপর এখানে বিনিয়োগ এর চিন্তা করতে হবে। নইলে তা বোকামি হবে। অন্যদিকে যারা এক্সপার্ট ব্যবসায়ী তারা বেশি ইনভেস্ট করতে পারে। কারন মার্কেট সম্পর্কে তাদের ভাল একটা আইডিয়া চলে আসছে। যেহেতু আমি নতুন তাই আমি প্রথমে ১০০ ডলার বেশি ইনভেস্ত করতে রাজি হই ।
-
ফরেক্স মার্কেটে যে অত বেশি বিনিয়োগ করতে পপারবে তার জন্য ফরেক্স ব্যবসাটা খুব সহজ হয়ে যাবে। আমি আসলে খুব বেশি একটা বিনিয়োগ করতে পারব না কারন আমার এত টাকা পয়সা নেই। তবে আমি ফরেক্স ডেমো করে প্রেক্টিস করে যদি ভাল কিছু করতে পারি তবে আমি একদিন বেশি করে বিনিয়োগ করব।