-
অামরা ফরেক্স মার্কেটে স্টপ লস অবশ্যই ব্যবহার করার চেষ্টা করব । অামরা বেশী করে এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা এ্যানালাইসিস ছাড়া ট্রেড করব না তাহলেই লক্ষ্যে পৌছাতে পারব ।
-
আমরা যতটুকু লস দিয়ে একটা ওপেনিং ট্রেড ক্লোজ হওয়াতে রাজি থাকি ঠিক ততটুকু পরিমানের লেভেলে এই স্টপ লস সেট করি৷স্টপলস ব্যাবহার করা খুবই ভালো এবং অনেক সুবিধা আছে৷আপনার পুরো ব্যালেন্সটাই একেবারে শুন্য হয়ে যাবে না৷সামান্য কিছু লস হলেও বাকী পুজিঁ দিয়ে ট্রেড করতে পারবেন অনায়াসে৷এই স্টপলস সঠিকভাবে সেট করতে হলে অবশ্যই আপনার ট্রেডিং চার্টে সাপোর্ট এন্ড রেসিসট্যান্স লেভেল গুলো খুব ভালো করে চিনতে হবে,বুঝতে হবে৷
-
সাধারনত ২৪ ঘন্টা মার্কেট এর সামনে ল্যাপতপ নিয়ে বসে থাকা সম্ভব না।কেউ কোন ট্রেড ওপেন করে তখন সে লসের নিদিষ্ট একটা লেবেল দিয়ে দেয় যাতে তার নিদিষ্ট লসের চেয়ে বেশি লস না যায়। তাকে স্টপ লস বলে।
-
আমার মতে প্রত্যক ফরেক্স ট্রেডার কে স্টপ লস এবং টেক প্রফইট ব্যবহার করা উচিত। স্টপ লস ব্যবহার না করলে একাউন্ট এ ঝুকি থাকে। একাউন্ট এ কোন নিশ্চয়তা থাকে যে একাউন্ট টিকে থাকবে। কারন ফান্ডামেন্টাল নিউজ এর কারনে মার্কেট অনেক বেশী মুভ করে থাকে।
-
স্টপ হচ্ছে আপনার ট্রেডিং এর নিরাপত্তা বিধান করা । মনে করেন আপনি একটা ট্রেড নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি টেক প্রফিট দিলেন ২৫০ পিপস আর স্টপ লস রাখলেন ৫০ পিপস এবং এটা কেলকুলেসন করে আপনাকে ট্রেডের মধ্যে নির্ধারণ করে দিতে হবে টার্মিনালের মধ্যে । সুতরাং এটাই হল ফরেক্স মার্কেটে এথানে স্টপ লস ।
-
Stop loss এটি হলো এমন একটি অবস্থা যেখানে একটা rate থাকে যেখান থেকে আর্ন user চায় না।*
-
স্টপলস হচ্ছে সয়ক্রিয়ভাবে লস বন্ধ করা একটি ব্যবস্থা। যদি আপনার ট্রেড লস হতে থাকে তাহলে পূর্বে স্টপলস সেট করে দিলে সেখানে এসে স্টপ হয়ে যাবে। ফরেক্স মার্কেট যেহেতু আগে থেকে কিছু বলা যায় না তাই ট্রেড নেওয়ার সময় যদি স্টপলস সেট করা থাকে তাহলে সেটা আপনার একাউন্ট বাচাতে পারে। সুতরাং স্টপ লস প্রতিটি ট্রেড এ সেট করা উচিত।
-
স্টপ লস থাকা খুবই দরকার প্রত্যেকটা ট্রেনের ক্ষেত্রে, যদি না থাকে তাহলে আপনি ভুল করবেন তাই অবশ্যই থাকতে হবে ট্রেড করার জন্য
-
স্টপ লস না থাকলে মানুষ ভুল করবে যে আমরা জয়ী হব কিন্তু সব ক্ষেত্রে এই সিদ্ধান্ত সঠিক হয় না, ভুল করেও আপনি হয়তো প্রফিট করতে পারবেন তবুও স্টপ লস দেওয়া উচিত
-
স্টপ লস থাকা ভালো aplos থাকলে আপনি, আপনার একাউন্ট এর উপর একটা দক্ষতা আনতে পারবেন আপনি কতগুলো ট্রেড করছেন কতগুলো পেরেছেন কতগুলো জিতেছেন সেটা বড় ব্যাপার না আপনি আপনার অ্যাকাউন্টে management করতে পারবেন সেজন্য স্টপেজ টা অনেক গুরুত্ব