-
লোভের কারনে ই হয়তো অনেকের বেলেন্স জিরো হয়ে গেছে । বেশি লাভের আশায় আমরা অহেতুক লোভে পরে যাই । তাই আমাদের উচিত কম লাভ করা আর মানি ম্যানেজমেন্ট ঠিক ভাবে মেনে চলা । প্রয়োজনে কম ট্রেড ওপেন করব আর লাভ ও করব অল্প । আশা করি আমাদের ভুল যদি আমরা নিজেরা শুধরাতে পারি তাহলে নিশ্চয় সফল হবেন
-
লোভ করে আমরা অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছি।
লোভ করে আমরা অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছি। এই লোভের কারনে ই হয়তো অনেকের বেলেন্স জিরো হয়ে গেছে । বেশি লাভের আশায় আমরা অহেতুক লোভে পরে যাই । তাই আমাদের উচিত কম লাভ করা আর মানি ম্যানেজমেন্ট ঠিক ভাবে মেনে চলা । প্রয়োজনে কম ট্রেড ওপেন করব আর লাভ ও করব অল্প । আশা করি আমাদের ভুল যদি আমরা নিজেরা শুধরাতে পারি তাহলে নিশ্চয় সফলতার দ্বারপ্রান্তে একদিন পৌঁছে যাবো। আপনার কি অভিমত ?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখান থেকে খুব অল্প সময়ে অনেক টাকা আয় করা যায় । ফরেক্সে কাজ বুঝে করতে পারলে অনেক লাভ করা সম্ভব । ফরেক্সে ট্রেডিং দক্ষতা ভাল থাকলে ফরেক্স থেকে অনেক ভাল প্রফিট করা সম্ভব । ফরেক্সে লাভ যেমন বেশি হয় তেমনি লসও কম হয় না । ফরেক্সে লোভ করলে অনেক ক্ষতি হয় । কথাই আছে না লোভে পাপ আর পাপে মৃত্যু।কিন্তু ফরেক্স ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে লোভ নিয়ন্ত্রন করা খুব কঠিন কিন্ত এই মার্কেট থেকে সাফল্য পেতে গেলে আপনাকে অবশ্যই দক্ষ ট্রেডার হতে হবে।আর নিজের লোভকে নিয়ন্ত্রন করা উচিত।দক্ষ ট্রেডার হতে গেলে আপনাকে অনেক লেখাপড়া করা উচিত ফরেক্স মার্কেট সম্পর্কে।
-
ফরেক্স মার্কেট এমনি যে এক ব্যাগ টাকা কোথাও রাখা আছে তার থেকে শুধু মাত্র একটা নোট বের করে নেওয়া।আপনি যদি ঐ পুরো ব্যাগ নেয়ার লোভ করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্থ হবেন।তাই আমদের লোভ বর্জন করতে হবে।মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বেশি লটে ট্রেড ওপেন করা তারপর ব্যলেস্ন ০ শুন্য করে ফেলা এসব লোভের কারনে ঘটে।লোভ আমাদেরকে ধ্বংস করে দেয় । ফরেক্স এ লোভ করে অামি অনেক বার আমার একাউন্ট জিরো করছি আমার মত এমান অনেকে আছে যারা এভাবে একাউন্ট জিরো করেছে । আমরা যত তাড়াতাড়ি লোভকে ত্যাগ করতে পারব তত দূত আমরা ফরেক্স সফল হতে পারব । লোভে পাপ পাপে মৃত্যু ।
-
কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু। লোভ এরকম একটা বিষয় যেটা একটা মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয় তাই প্রতিটা মানুষের উচিত বা প্রতিটা ব্যক্তির উচিত ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে লোভ কে কন্ট্রোল করে তারপর ফরেক্স ট্রেডিং শুরু করা। মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে এবং মার্কেট এনালাইসিস করে ইমোশনকে কন্ট্রোল করে ট্রেড করা। আর নয় তো বড় ধরনের লসের সম্মুখীন হতে হবে। আমাদের ফরেক্স মার্কেটে প্রত্যেকটা ট্রেডারের উচিত নিজের লোভ এবং ইমোশনকে কন্ট্রোল করে ফরেক্স করা আর নয়তো ফরেক্স আমাদের জন্য না।
-
লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে । মানুষের মধ্যে লোভ থাকতেই পারে এটা স্বাভাবিক কিন্তু অতিরিক্ত করা উচিত নয় । অতিরিক্ত লাভের আশায় বেশি বেশি ট্রেড করতে গিয়ে লোভে পরে যায় । তখন একাউন্ট জিরো হয়ে যায় । এজন্য লোভ সামলাতে হবে । তবেই ফরেক্সে ট্রেড করে একাউন্টকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ।
-
আজ পর্যন্ত ফরেক্স মার্কেট থেকে যতজন ট্রেডার ঝরে গেছেন তার ৯০ শতাংশ শুধু অতিরিক্ত লোভ করার জন্য ঝরে গেছে। লোভ নামক ব্যাধিতে প্রত্যেক ট্রেডারই আক্রান্ত হয়েছেন। যারা লোভ কন্ট্রোল করে ট্রেডিং করতে পেরেছেন তারাই আজ ফরেক্স মার্কেটে সফল ট্রেডার। লোভকে নিয়ন্ত্রন না করতে পারলে তার জন্য ফরেক্স ব্যবসা নয়। ফরেক্সে হতাশান মূল কারন হলো লোভকে কন্ট্রোল করতে না পারা। যে যত বেশি লোভকে নিয়ন্ত্রন করতে পারবে ফরেক্সে সে ততবেশি সফলতা অর্জন করবে। ফরেক্সে ৯০% ট্রেডার ঝরে যায় শুধুমাত্র লোভকে নিয়ন্ত্র করতে না পেরে।
অনেক সময় দেখা যায় অনেকেই সপ্তাহের ৪ দিন ভালো প্রফিট করছেন ভেবে ৫ম দিন বড় ট্রেডে লট কিনতে গিয়ে লস করে ব্যলেন্স শুন্য করে ফেলেন। ৪ দিনে যা প্রফিট করছেন তা একদিনেই হারিয়ে হতাশ হয়ে পড়েন।আবার দেখা যায় কেউ কেউ দ’একটি ট্রেডে লস করে তা পুষিয়ে নেয়ার জন্য বড় লট কিনে বসেন। ফলাফল ঐ একই, আবারো লস এবং ব্যালেন্স জিরো। তাই বলবো অবশ্যই ট্রেড করার আগে লোভ নিয়ন্ত্রন করে, অনেক এনালাইসিস ও ডেমো প্রাকটিস করে অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করুন, যাতে করে দীর্ঘদিন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারেন।
-
ফরেক্স অাসলেই একটা মেধার খেলা তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদেরকে অনেক বেশি মানষিকভাবে শক্তিশালী হতে হয় আর লোভ করলে তো সব শেষ লোভের কারণেই বেশিরভাগ ট্রেডার এই মার্কেটে থেকে অকালে ঝরে পড়ে আর লোভের ফল হল নিঃস্ব হওয়া এবং দেউলিয়া হওয়া আমি জানি যে লোভ হল প্রতিটা মানুষের একটা মানবিয় খারাপ গুণাবলি আর ফরেক্স এর ক্ষেত্রে লোভকে পরিত্যাগ করার চেয়ে নিয়ন্ত্রন করা অনেক বেশি জরুরি l
-
ফরেক্স ট্রেডিং এর সবথেকে খারাপ দিকটি হলো লোভকে কন্ট্রোল করতে না পারা। আমি অনেক ট্রেডারের কথা শুনেছি যারা ফরেক্স থেকে ছিটকে পড়ান আসল কারন অতিরিক্ত লোভ। বিশেষ করে নতুন ট্রেডাররা ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন না করেই বেশি মুনফা লাভের আশায়, রাতারাতি বড়লোক হওয়ার নেশায় বড় লটে ট্রেড নিয়ে বসে। কোন ধরনের মার্কেট এনালাইসিস না করেই ট্রেড নিয়ে বসে, ফলে লসের সম্মুক্ষীন হতে হয়। অতিরিক্ত লোভ কোন কালেই কারো জন্য মঙ্গল বয়ে আনেনি বরং ধ্বংশ নিয়ে এসেছে। তাই ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না। ফরেক্সের স্লোগান হতে পারে, “ফরেক্সে লোভকে না বলি”। লোভ নিয়ন্ত্রন করে ট্রেডিং করতে পারলে ফরেক্স সফলতা সুনিশ্চিত।
-
ফরেক্স একটি ব্যবসা যেখানে লোভ করা যাবেনা। ফরেক্সের ব্যবসাই অল্প সময়ের মধ্যে অনেক লাভবান হওয়া যাই এবং অল্প সময়ের মধ্যে ধ্বংস হওয়া যাই। ফরেক্সে কাজ করতে হলে আপনাকে লোভ থেকে বিরত থাকতে হবে এবং ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে ট্রেড করা সম্পর্কে ভালো অবিজ্ঞতা অর্জন করে ট্রেড করতে হবে। যদি আপনি ফরেক্স ব্যবসাই লোভ করেন তাহলে অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে জাবেন।