-
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি মূলত প্রতিদিনই নানা ধরনের কাজে ব্যস্ত থাকি। যেমন ভার্সিটি আছে, ভার্সিটির পড়াশোনা আছে, রান্নাবাড়া আছে, আবার ফরেক্স ট্রেডিং কম্পিউটার প্রোগ্রামিংও আছে। তাই স্বাভাবিক ভাবেই আমাকে সময় মেপে মেপে কাজ করতে হয়। তবে আমি সারাদিনে ফরেক্সে মাঝে মাঝেই ঢু মারি। সাধারনত প্রতিদিন ২-৩ঘন্টা আমি ফরেক্সের পিছনে ব্যয় করি।
-
রিয়েল ট্রেডিং করতে হলে অবশ্যই আপনাকে দক্ষতাবান হতে হবে । যে এই ব্যবসা করার জন্য ফরেক্সের উপর দক্ষতা অর্জন করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সকলেই এই ব্যবসা করার জন্য অবশ্যই দক্ষতা অর্জন করব ।
-
আমি ফরেক্স মার্কেটে মিনিমাম ৪ থেক ৫ ঘন্টা সময় ব্যয় করে থাকি,ফরেক্স মার্কেটে আমরা ভাল করতে পারব যদি ফরেক্স মার্কেট থেক এনালাইসিস করে ট্রেডিং করে প্রফিট করতে পারি, ফরেক্স মর্কেটে যদি আমরা প্রতিদিন সময় দিয়ে এনালাইসিস করে স্টপলস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেড করতে পারি তাহলে অনেক প্রফিট করা যাবে।
-
ফরেক্স এ আমি বেশী একটা সময় দিতে পারি না। ফরেক্স মার্কেট এ আমি রাতে বেশী সময় দিই। আমি ফরেক্স মার্কেট এ প্রতিদিন ৩ ঘন্টা করে সময় দিই।
-
আমি ফরেক্সে নতুন তাই আমি ফরেক্সে বেশি সময় দেই। আমি সকালে ডেমো ট্রেড করি এবং আর রাত্রে ফোরাম পোস্ট করি। ২বার মিলে আমি দিন ৮-৯ ঘণ্টা সময় দেই।আমি নিজেকে একজন দক্ষ ত্রে আর হিসেবে গড়ে তলার জন্য কষ্ট করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
-
ফরেক্স মার্কেটে প্রতিদিন অনেক লেনদেন হয়ে থাকে তার কোন নিদৃস্ট ধারনা নেই, আমি মনেকরি ফরেক্স মার্কেট যে সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খুলা থাকে বিধায় এর লেন দেন চলে ২৪ ঘন্টা তাই বালা যায় মার্কেটের অনেক বেশি লেনদেন হয়ে থাকি,এর কোন সিমানা নেই বললে চলে,তাই আমরা ফরেক্স ট্রেডিং করে থাকি।
-
ফরেক্স এর সাথে যত সময় থাকবেন তত ফরেক্স এ দক্ষ হবেন।আমি একেক সময় একেক ভাবে সময় দেই ফরেক্স এর পিছনে। সারা দিন তো চাটে যাওয়া আসা চলতেই থাকে এর ফাকে নতুন নতুন স্ট্রাটিজি নিয়ে কাজ করি। তাছাড়া ফোরামে লেখালেখি তো রয়েছেই। মোট মিলিয়ে দিনে সর্ব নিম্ন ১ ঘন্টা থেকে সর্বউচ্চ ৫ ঘন্টা পর্যন্ত ফরেক্স এর সাথে থাকি।
-
অামি ফরেক্স মার্কেটে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় দিতে চাই তবে তার জন্য আমাদের কে সময় দিলে হবেনা কারন ফরেক্স সম্পর্কে বেশি করে রিচাস করতে হবে। কিভাবে মানি মেনেজমেন করতে হয় কিভাবে স্টপ লস ব্যাবহার করতে হয়। সাপোর্ট রেজিস্টেন্ট ধরে ট্রেড করতে হবে।
-
ফরেক্স ব্যবসায় আমি প্রতিদিন সময় দিই । আর আমি বেশি সময় দিই শেখার জন্য কারন আমি নতুন । এমনি আমি প্রতি দিন ৫-৭ ঘন্টা সময় দিই ।
-
আসলে সময় অনেক বড় একটা ফ্যাক্ট । আপনার সাফল্যর সবচেয়ে বেশি পরিমাণে যে হাতিয়ারটা কার্যকর ভূমিকা পালন করবে সেটা হল আপনার সময় । অর্থ্যাৎ সময়কে আপনি ঠিক কিভাবে ব্যবহার করছেন তার উপরেই আপনার সফলতা নির্ভর করছে । যে যত নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবে সে তত বেশি পরিমাণে সফলতা লাভ করতে পারবে । আর ফরেক্সে টিকে থাকতে হলে ফরেক্স মার্কেটে দক্ষ হওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে ।