-
সত্য কথা বলতে কি আমি এই পযন্ত কাউকেই ফরেক্স শেখাই নি। কারন আমার নিজেরই এখনো ফরেক্স শেখা শেষ হয় নি। ফরেক্স সম্পকে আমি আরো জানতে চাই। আমি এই পযন্ত কাউকেই ফরেক্স না শেখালেও আমি ফরেক্স সম্পকে ধারনা দিয়েছি অনেক জনকে। ফরেক্স এর কোনটা ভাল দিক আর কোন টা খারাপ দিক তাদেরকে দুইটা বিষয়েই ক্লিয়ার ধারনা দিয়েছি। আমি চাই সবাই ফরেক্স এ এগিয়ে আসুক এবং সাফল্য অজন করুক।
-
আমি নিজেই ফরেক্স পারিনা আর কিভাবে অন্য কে আমি শিখাবো বলেন ? আমি যে ভাই এর ফোরাম পোস্ট করে দিই সে ও সেখায় না ,কিজে করি কে যে আমাকে এটা শিখাবে আমি শেখার জন্য অনেক আগ্রহি।
-
যদিও আমি দীর্ঘ দিন ধরে ফরেক্স করে আসছি। তথাপি এখন পর্যন্ত আমি তেমন কাউকে ফরেক্স করার উপদেশ দেই নি। কারন-আমি সবাইকে আগে লসের কথা বলি। আসলে কেউই লস করতে চায় না। সবাই চায় লাভ করতে। কিন্তু আমার এ লসের কথা শুনেও ২/৪জন ফরেক্স করতে খুবই আগ্রহী। অলরেডি ২/১ জনে ফরেক্স করা শুরু ও করে দিয়েছে। আমার কাছ থেকে বিভিন্ন সময় উপদেশ চায়। আমি যতটুকু জানি পারলে তাদের সাহায্য করি আর যদি আমি না পারি তাহলে বলি গুগলে গিয়ে সার্চ দিতে।
-
আমি ফরেক্স শেখাতে খুবই পছন্দ করি । কারণ এতে নিজের ভুল গুলো চোখের সামনে চলে আসে । আমি এই পর্যন্ত ৮ জন কে ফরেক্স শিখিয়েছি । আমার একটা ফরেক্স এর ব্লগ আছে । তাছাড়া ফেসবুক পেইজের মাধ্যমে ও আমি ফরেক্স এর প্রচার করে থাকি ।
ধন্যবাদ
-
নিজের শেখাই এখন শেষ হয় নাই । আমি মনে করি না কাউকে শেখানোর মত যোগ্যতা এখনও তৈরি হয়েছে । তবে বাংলাদেশ ফরেক্স ফোরামের মাধম্যে নিজের আইডিয়া শেয়ার করি সবার সাথে ।
-
এই পর্যন্ত আমি ফরেক্স শিখাইছি মাত্র দুই জঙ্কে আমার এক বন্ধুকে আমি ফরেক্স শিখাইছি আর আমার এক ভাই কে আমি ফরেক্স শিখাইছি তবে আমি ফরেক্স অন্ন আর অনেক কে ফরেক্স শিখাব বলছি কারন ফরেক্স শিক্লে তারা বেকার থেকে মুক্ত হবে ।
-
ফরেক্স আমি নিজেই ভালো করে এখন পর্যন্ত শিখতে পারি নাই তাই আমি এখন পর্যন্ত কাউকে ফরেক্স শিখাতে পারিনাই তবে আমার অনেক ইছা আছে যে আমি ফরেক্স ভালো করে শিখে ফরেক্স অভিজ্ঞতা অর্জন করার পর ফরেক্স মার্কেট থেকে ভালো কোন কিছু আশা করার পর ফরেক্স শিখাব ।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার প[অর আমি এই পর্যন্ত ফরেক্স মার্কেট সম্পর্কে ফরেক্স শিখাইছি আমি আমার ভাইকে এবং এক বন্ধুকে ফরেক্স শিখাইছি ফরেক্স সম্পর্কে আর ভালো করে অভিজ্ঞতা অর্জন করার পর এবং জ্ঞান অর্জন করার আমি ফরেক্স শিখাব।
-
আমরা চাইলেই ফরেক্স করে এ থেকে অনেক অর্থ উপারজন করতে পারি তাই আমাদের ফরেক্স সিখতে হলে ভাল করে ট্রেড করতে হবে বলে আমি মনে করছি ।আমি এখনও ফরেক্সে প্র্যাকটিস করছি। আমি যখন ফরেক্সে মুটামুটি জ্ঞান অর্জন করতে পারব তারপর আমি অন্যকে শিখাব। যে আমার কাছে ফরেক্স শিখতে চাইবে। তাকেই আমি ফরেক্স শেখাব।
-
আমী ফোড়েক্স এ ণোটূণ আমী ফোড়েক্স কোড়ে ওল্পো কীছূডীণ হোলো আমি ফরেক্স করে অনেক টাকা ইনকাম করি তা দেখে আমার অনেক ফ্রিএন্ত রা ও এখন ফরেক্স করার জন্য আমাকে বলে কিন্তু আমি স্টুডেন্ট তাই সময় দিতে পারি না তারপর ও আমি ৩ জন কে ফরেক্স শিখিয়েছি