-
ফরেক্স মার্কেটে ভুল থেকে শিক্ষা নিতে হয়। যদিও কথায় আছে মানুষ মাত্রেই ভুল করে আর জীবনের প্রতি ক্ষেত্রে ভুল থেকে শিক্ষা নিয়ে থাকে। যখনই কোন ভুল হবে তখন হতাশ না হয়ে সে ভুলের কারণ অনুসন্ধান করতে হবে। ফরেক্স মার্কেটে যে কোন ভুলই ট্রেডারদের জন্য শিক্ষ্য নিও। একবার যে ভুল হয় কোন ট্রেডার সে ভুল দ্বিতীয়বার কখন করতে চায়না।
-
ফরেক্স মার্কেট এ সর্বাধিক মানুষই ভুল করে প্রথম দিকে। এবং এই ভুল থেকেই তাদেরকে শিক্ষা নিতে হবে। যদি সেটা না করে তাহলে ফরেক্স মার্কেট এ কখনই শিখতে পারবে না। আমি আমার ভুলগুলো থেকেই সব শুধরে নেওয়ার চেষ্টা করছি।
-
ফরেক্স থেকে শেখা ও জানা যায় অার ভূল থেকেইতো জানা যায় সবার জীননে ভুল করলে পরে সেই ভুলটি অার হয় না ফরেক্স করলে অনেক সময় সব জানার সত্ত্বে অনেক সময় লস করে ফেলে এবং ব্যালেন্স জিরো হয়ে যায় ৷অার এই ভুল থেকে শেখা যায়৷
-
আমি মনে করি যত ভুল করা হয় ততো শিক্ষা পাওয়া জাই,কারন ফরেক্সে ভুল একটি স্বাভাবিক বিসয়,এখানে ভুল হবে এটাই স্বাভাবিক।ভুল করলে সঠিক বিসয়টি ভালভাবে জানা যায়,আপনি যত ভুল করবেন ততোই জানতে পারবেন।
-
ভুল হওয়া স্বাভাবিক | অই ভুল টা মনে রেখে next ট্রেড করা উচিত |তাহলেই ফরেক্সে সফলতা পাওয়া যাবে... তাই আমাদের উচিত ভুল করলে ভেঙ্গে না পরে সামনে এগিয়ে যাওয়|| আর ভুল গুলো সবসময় মনে রাখা|
-
বিশ্বের সব ব্যবসায়ই কম বেশি লাভ লস আছে । আমরা ফরেক্স মার্কেট থেকে যে শুধু লাভই করতে পারব তা না । মাঝে মধ্যে অসাবধানতার ফলে লস্ও হতে পারে । তাই আমাদের বেশি বেশি ফরেক্স মার্কেট নিয়ে পর্যবেক্ষ করতে হবে । আমাদের বুঝতে হবে কোন কারণে লস হলো আর শুধু তাই না আমাদের এটাও দেখতে হবে লাভ কিভাবে হয় ।
-
ফরেক্স ট্রেডিং এমন একটা বিজনেস যেখানে কম বেশী সবাই ভুল করে থাকে।নতুনদের ভুলের মাত্রাটা একটু বেশীই থাকে এটা অস্বাভাবিক কিছু নয় বরং ভুল থেকে শিক্ষা না নেয়া অস্বাভাবিক।যারা ভুল থেকে শিক্ষা নিতে পারে এবং পরবর্তিতে একই ভুল করা থেকে বিরত থাকে তাহলে সে অবশ্যই একজন সফল ট্রেডার হতে পারে।
-
ফরেক্স মার্কেট একটা বিশ্রিংখলাপুর্ন মার্কেট। সর্বদা এ নিজেকে পরিবর্তন করে। এর চেহারা বিভিন্ন রকম। তাই এখানে ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু এখানে একটা ভুল হলে তাৎক্ষনিক সিদ্ধান্ত না নিলে টিকে থাকা কঠিন হয়ে যায়। তাই যখনি এখানে কোন ভুল হবে তখনি নিজের সিদ্ধান্তে অটল না থেকে সেই পথকে পরিবর্তন করে নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
-
ফরেক্স এমন একটি জায়গা,যেখানে ভুল করলে মার্কেটে ঠিকে থাকা কঠিন।সেক্ষেত্র সবচেয়ে ভাল হচ্ছে,ডেমোতে ট্রেড করা আর ভুল-ভ্রান্তি শুধরে নিজস্ব স্ট্রাটেজি ডেবলপ করে রিয়েল এ ট্রেড করা।আর নতুনদের উচিত সফল ট্রেডারদের স্টোরি পড়া আর ভুল করার জায়গাগুলি রপ্ত করা।
-
মানুষ মাত্র সে ভুল করবে, আর ফরেক্সে তার ভুল হওটা সাভাবিক ,তবে ভুল হওটার মদ্ধে আমাদের শিক্ষা নিতে হবে ,কেন ভুল হচ্ছে সমস্যা কোথায় এইটা পর্যবেক্ষন করে ফরেক্স মার্কেটে যে ভুল হচ্ছে তা থেকে শিখা যাবে।