-
ফরেক্স মার্কেটে আমি বেশিদিন না মাত্র চার মাস যাবত লাইভ ট্রেডিং করছি।আর আমি ট্রেডিং করার জন্য অনেক বড় কোন কৌশল অবলম্বন করি এমন নয়। আমার কৌশল বলতে গেলে বলতে হবে যে আমি কোন ট্রেড ওপেন করার পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেড ওপেন করে থাকি।পাশাপাশি শর্ট টাইম ট্রেডিং এর থেকে লংটাইম ট্রেডিং করতে ভালোবাসি যার ফলে কোন ট্রেডি আমি লসে ক্লোজ করি না। বরং যতদিন না পর্যন্ত ট্রেডগুলো প্রফিট শো করে ততদিন পর্যন্ত অপেক্ষা করি।
-
ফরেক্স এ আমি এসেছি অল্প কিছুদিন । আমার কৌশল শুধু এর ভাব বুঝে কাজ করা । কারন আপনি যদি সুন্দার ভাবে আপনার কৌশলটি আমাদের সামনে উপস্থাপন করেন তাহলে আমরা কিছু শিখতে পারবো । আমি ফরেক্স এর সব বিষয়ে জ্ঞান লাভ করে পরে আমি ফরেক্স ট্রেড করবো । আমি ফরেক্স এর বিষয়ে ভালভাবে জানতে চাই ।
-
আমি ফরেক্সে বেশিদিন হয়নি যোগ দিয়েছি কিন্তু। আমার অনেক বড় ভাই আছে যাদের কাছে থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি যার জন্য আমি ডিম একাউন্টে কিছু ট্রেডিং করে থাকি যার ফলশ্রুতিতে আমি অনেক লাভ করেছি।
-
ফরেক্স এ আমি ৩ মাস যাবৎ কাজ করছি, আমি আমার রিয়েল একাউন্টে ২০ ডলার ইনভেস্ট করেছি কিন্তু মুলত আমি ডেমো ট্রেড করি এবং যখন কোন কারেন্সিতে ৯০% কনফার্মেশন পাই ঠিক তখনই আমি মানিম্যানেজমেন্ট মেনে লং টার্ম রিয়েল ট্রেড করি আর সেটাতে প্রফিট করি।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে আমি নতুন।আমি প্রায় তিন মাস ধরে ফরেক্স ট্রেডিং ব্যবসার সাথে আছি।ফরেক্স ব্যবসাকে এখুনো আমি কোন কৌশন শিখতে পারিনি।তবে আমি ডেমো ট্রেড করে একটু বুজতে পারছি।আমার মনে হয় আমি যদি ডেমো ট্রেড অনেক দিন ধরে করতে থাকি তাহলে অনেক কিছু শিখতে পারব।
-
আমি ফরেক্স এ আছি মুলত ১ সপ্তাহ দরে আর আমার কশল হল আমি ফরেক্স থেকে অনেক কিছু্ শিখতে পাড়বো জানতে পাড়বো
ফরেক্সের সাথে আমার সম্পর্ক প্রায় দুই সপ্তাহ। এই দুই সপ্তাহে আমি শুধুমাত্র ফরেক্স সম্পর্কে বিভিন্ন অনলাইন সাইট অধ্যয়নে আমি ফরেক্স কে নতুন করে চিনতে শিখেছি। বর্তমানে আমি ডেমোতে ট্রেড করছি। খুব সামান্য কয়েকটি ইন্ডিকেটর, সিগন্যাল এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার বুদ্ধি এবং মেধাকে কাজে লাগিয়ে আমি ডেমো ট্রেড করে যাচ্ছি। আমার কৌশল হল আমি কম স্প্রেড এর ট্রেড ওপেন করব এবং খুব সামান্য করে প্রফিট অর্জন করে আমি আমার লক্ষ্যে পৌছবো।
-
আমি 2019 সালের মে মাস থেকে এই পর্যন্ত ফরেক্স মার্কেটে ট্রেড করে আসছি। রিয়েল ট্রেড করার পূর্বে দীর্ঘ তিনমাস ডেমো ট্রেডিং করেছি। তারপর যখন ফরেক্স মার্কেট সম্পর্কে অনেকটা ধারনা চলে এসেছে তখন থেকে রিয়েল ট্রেড করা শুরু করেছি। ফরেক্স মার্কেটে টিকে থাকাটা খুব কঠিন ব্যাপার। তাই এখানে টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই দক্ষ ট্রেডার হতে হবে। ফরেক্স মার্কেট থেকে যারা বিদায় নেয় তাদের মধ্যে শতকরা 95 শতাংশই নতুন। তাই প্রথম প্রথম ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আমাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়েছে। তাছাড়া ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করে নিই। টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে মার্কেটে কারেন্সির বর্তমান প্রাইস এবং অতীত প্রাইস সম্পর্কে জানা যায়। ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডার অপশনে ফরেক্স নিউজ প্রকাশিত হয়। এই নিউজ এনাইসিসের মাধ্যমে কারেন্সির প্রাইস ভবিষ্যতে কেমন হতে পারে তা জানা যায়। এভাবে এনালাইসিস অনুযায়ী যখন মার্কেট ট্রেড করার জন্য উপযোগী মনে করি ঠিক তখনই ট্রেড করে থাকি। তবে ট্রেড করার সময় অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে যতটা সম্ভব ঝুঁকি কম নিয়ে ট্রেড করে থাকি। টেক প্রফিট অপশনে একটা কাংখিত এমাউন্ট উল্লেখ করে দিই। মার্কেট লাভ হয়ে ওই এমাউন্টে গিয়ে অটোমেটিক্যালি ট্রেড ক্লোজ হয়ে যায়। মাঝে মাঝে মার্কেট লসেও চলে যায়। কিন্তু তাই বলে আমি ভেঙে পড়ি না বরং লস থেকে শিক্ষা গ্রহণ করি এবং আরো সর্তকতা অবলম্বন করি। তাছাড়া আমি যথেষ্ট ধৈর্যশীল যার কারণেই হয়তো এতদিন আমি ফরেক্স মার্কেটে টিকে আছি।
-
ফরেক্স বিজনেসে আমর বেশী দিন হয়নি মাত্র এক মাস ধরে ফরেক্স বিজনেসে এসেছি । সব বিষয়ে এক সাথে খুব একটা জ্ঞান অর্জন করতে পারিনি । তবে এই কয়েক দিনে যা শিখেছি ঐ জায়গা এর মধ্যে যেটুকু শিখতে পারছি তার মধ্যে আমার সবচেয়ে যে কৌশলটা বেশি গুরুপ্ত দিই তা হল মানি-ম্যানেজমেন্ট ।
-
ফরেক্স মার্কেটে আমি বেশি দিন কাজ করছি না কারন ১ বছরের মত হোল আমি ফরেক্স মার্কেটে এশেছি তার মধ্যে আমি একটি ফরেক্স ট্রেডিং প্লান তইরি করেছি যে ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেজিজটেন্স দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করি এবং ভালো প্রফিট করতে পারি।
-
আমি শেয়ার করছি আমার বিগত দিনের ট্রেডিং প্ল্যান, আমি যখন নতুন আসি ফরেক্স ট্রেড শিখতে তখন আমার একটাই উদ্দেশ্য ছিল যে করে হোক ফরেক্স আমার শিখতে হবে তখন ওনার কাছ থেকে শেখা আমার ট্রেডিং কৌশল এবং আমি সেটাকে এপ্লাই করে ট্রেড শুরু করি তারপরে নিজে আরও কিছু কৌশল প্রোয়গ করি তারপরে অ্যাকাউন্ট জিরো করি এটা হল আমার লাস্ট অ্যাকাউন্টের ট্রেডিং প্ল্যান।