-
ফরেক্স একটি ব্যবসা আমি মনে করি আমি ফরেক্স করি ফরেক্স মাকেট থেকে আয় করব বলে | আমার লক্ষ ফরেক্স থেকে আয় করে দেশের উন্নয়নে কাজে লাগব | ফরেক্স থেকে আয় করে আমি জানি আমার আশা গুলো পূরন করতে পারব | আমি মনে করি ফরেক্স আমার জিবনের আশিবাদ | আপনি কি মনে করেন ফরেক্স থেকে আপনি আয় করতে পারবেন ............?
-
আমি ফরেক্স ট্রেডিং করি কারন ফরেক্স একটি ব্যবসা আর এই ব্যবসা করে অনেক টাকা আয় করা আর কে না চায় যে টাকা আয় করতে তাই আমি ফরেক্স করি শুধু মাত্র টাকা আয় করার জন্য এখান থেকে অনেক টাকা আয় করতে চাই।
-
আমি ফরেক্স করি ফরেক্স থেকে আয় করব বলে ফরেক্স করে আমি অনেক অনেক টাকা আয় করতে চাই | ফরেক্স থেকে আয় করে আমি আমার পরিবারের কাজে লাগাতে চাই ফরেক্স আমাকে জানি অনেক দিতে পারে আয় তবে যদি আমার দক্ষতা থাকে | আমার যদি দক্ষতা না থাকে তবে আমি লস করব |
-
ফরেক্সে ট্রেডিং করার পেছনে সবারই একটি উদ্দেশ্য আছে। আমরা প্রত্যেকে কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে ফরেক্স করতে এসেছি। কারন উদ্দেশ্য বিহীন কেউ তার লক্ষ্যে পৌছাতে পারেনা। আমার উদ্দেশ্য হচ্ছে নিজের উন্নয়নের পাশাপাশি সামাজিক ও দেশের আর্থ সামাজিক উন্নউন সাধন করা। নিজে বেকারত্ব থেকে মুক্তি পেতে চাই এবং নিজের বেকারত্ব মুক্তির মাধ্যমে পারিবারিক ও সামাজিক উন্নয়ন সাধন করা। দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখা।
-
ফরেক্স ট্রেডিং করার একমাত্র উদ্দেশ্য হল ফরেক্সে টিকে থাকা । যে যত বেশী ট্রেডিং নিয়ে অালোচনা করতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অামরা কাজ করব সব সময় মন দিয়ে তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা ট্রেডিং ভালো করে করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স চমৎকার একটি আয়ের উৎস। ফরেক্স ব্যবসা অনলাইনভিত্তিক হওয়ায় ঘরে বসেই ব্যবসা পরিচালনা করা যায়। ফরেক্স থেকে ধারাবাহিক ভাবে গত ৩ বৎসর যাবৎ লাভ করে আসছি।প্রথম ২ বৎসর লস করেছি। লস রিকোভারি করে বর্তমানে লাভে আছি। আমার লাভ নিয়ে আমি সন্তষ্ট। এবং লাভের টাকা নিজের পকেটে আনতে কোন ঝামেলা পোহাতে হয় না। তাই আমি ফরেক্স করি । ফরেক্স ব্যবসা আমার অনেক পছন্দ।
-
আমরা জানি ফরক্সে এমনি একটি জায়গা যেখানে এর সাধারন মানুষ তাদের টাকা দিয়ে একটি দেশের ই-কারেন্স ক্রয় করে তা জমিয়ে রাখে এবং যখন তা লাভে আসে তােআবার ট্রেডার গন বিক্রয় করে দেয় ।
এর মাধ্যমে ট্রেডারগন টাকা আয় করে । আমার মতে ফরক্সে হলো একটি স্বাধিন ব্যবসায় আপনা ইচ্ছা হলো ট্রেড করবেন ইচ্ছা হলনা ট্রেড করবেনা ।আমরা সকলেই ফরক্সে করি আয় করার জন্য ।
-
ফরেক্স মার্কেটে অনেক ধরনের সুবিধা রয়েছে যে কারনে আমরা ফরেক্স ট্রেড করি।এখানে আমরা শুধু বাই এবং সেলের দ্বারা ট্রেড করতে পারি এখানে কাজ করা খুবই সহজ তবে এর জন্য আমাদেরকে ভালোকরে মার্কেট এনালাইসিসি করতে হবে।
-
আমি ফরেক্স ট্রেড করি জীবিকা নির্বাহের জন্য। আমি চাই প্রতি মাসে ফরেক্স থেকে ভালো একটা আয় করতে। ফরেক্স ট্রেড সবাই যার যার প্রয়োজনে করে। যে কোন কাজই সবাই তার নিজ প্রয়োজনে করে থাকে। আমি ফরেক্স ট্রেড করে জীবিকা নির্বাহ করে থাকি।
-
আমরা যারা ফরেক্স এ কাজ করি বা ভবিষ্যতে ফরেক্স এ কাজ করব তাদের জন্য ফরেক্স ট্রেডিং কি তা আগে জানে এবং ফরেক্স বিষয়ে অভিজ্ঞ হয়ে তার পর ফরেক্স কাজ করতে হবে । আমার ফরেক্স ট্রেডিং করি ফরেক্স থেকে ভাল কিছু করার জন্য যেমন ভাল টাকা ইনকাম করার জন্য । আমারা ফরেক্স ট্রেডিং করি ফরেক্স শিক্ষার জন্য ।