কেন নয়। ফরেক্স এমন একটি বিসনেজ যেটি ছেলে মেয়ে উভয় করতে পারে। তবে আপনি যদি দক্ষ ট্রেডার হন তাহলে আপনি আপনার গৃহিনিকে ভালো ফরেক্স শিখাতে পারেন। চাই শুধু দক্ষতা। আর ফরেক্স এমন একটি বিসনেজ যেটি আপনি বা আপনার গৃহিনি একে অপর কে সহজোগিতা করতে পারে।
Printable View
কেন নয়। ফরেক্স এমন একটি বিসনেজ যেটি ছেলে মেয়ে উভয় করতে পারে। তবে আপনি যদি দক্ষ ট্রেডার হন তাহলে আপনি আপনার গৃহিনিকে ভালো ফরেক্স শিখাতে পারেন। চাই শুধু দক্ষতা। আর ফরেক্স এমন একটি বিসনেজ যেটি আপনি বা আপনার গৃহিনি একে অপর কে সহজোগিতা করতে পারে।
ফরেক্স থেকে গৃহিনিরা সুবিধা নিতে পারবে।এবং তারপর যে বিষয়গুলো হচ্ছে ফরেক্স এর পেয়ার, বিট এবং সূচক কি ইত্যাদি বিভিন্ন ধরনর বিষয় সম্পর্কে জ্ঞানার্জনের মাধ্যমে আপনি ট্রেডিং এর মান বৃদ্ধি করতে পারবেন
আমার কাছে মনে হয় ফরেক্স থেকে গৃহিণীরা অনেক সুবিধা রয়েছে । কারণ গৃহিণীরা সারা দিন বাড়িতে থাকে । এই করণে তারা ফরেক্সে অনেক সময় দিতে পারবে । এতে তারা খুব তারা তারাতারি ফরক্সে উন্নতি করতে পারবে । এই কারণে গৃহিণীরা ফরেক্স থেকে অনেক লাভ করতে পারবে ।
আমাদের দেশের শিক্ষিত বেকার ছেলেদের পাশাপাশি বিপুল পরিমাণ মেয়েরাও রয়েছেন৷এসব শিক্ষিত মেয়েরা অনেক কষ্ট করে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়েছেন অথচ তারা তাদের সঠিক কর্মসংস্থান নির্ধারণ করতে পারছেন না৷বিপুল পরিমাণ শিক্ষিত মেয়েরা সরকারি-বেসরকারি চাকুরীর পিছনে দৌড়াতে দৌড়াতে এখন বেকার জীবন যাপন করছেন৷আবার অনেক শিক্ষিত গৃহিণী তাদের সংসারের দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে পর্যাপ্ত অবসর সময় অলস ভাবে যাপন করে থাকেন,অহেতুক টিভি সিরিয়াল নিয়ে তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন৷কিন্তু তারা যদি একটু চোখ কান খুলে ফরেক্স মার্কেটের দিকে অগ্রসর হয় তাহলে আমি বলবো তারা তাদের সংসারের আর্থিক উন্নতির জন্য বিশাল অবদান রাখতে পারেন৷যেহেতু ফরেক্স মার্কেট নারী-পুরুষ সকলের জন্য উন্মুক্ত এবং স্বাধীন কর্মক্ষেত্র৷তাই আমাদের দেশের এই সব শিক্ষিত নারীগণ ফরেক্স মার্কেটে আয় রোজগার করে সহজেই আর্থিকভাবে উন্নতি করতে পারেন৷অবশ্যই এই ব্যবসা তাদের জন্য যথেষ্ট উপযোগী৷
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে কোনো বিশেষ গিয়ান এর দরকার হয় না এবং কোনো রকম বড় মূলধনের ও প্রয়োজন হয় না ফরেক্স মার্কেট এ ট্রেড যেহেতু ঘরে বসেই করা যায় সেহেতু গৃহিনীরা ফরেক্স মার্কেট এর সাথে সম্পৃক্ত হয়ে বারটি আয়ের বেবস্থা করে নিতে পারেন।
সাধারণত গৃহিণীদের অনেক ফ্রী সময় থাকে। এই সময়ে তারা ফরেক্সে সময় দিয়ে অনেক মুনাফা পেতে পারে। ফরেক্স একটি এমন জায়গা যেখানে আপনি চাইলেও কোন লস করতে পারবেন না। এতে আপনাকে প্রথমে একটু পরিশ্রম করতে হবে। ধন্যবাদ
হ্যা ফরেক্স থেকে গৃহিণীরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। কেননা বাড়ী গৃহিনীরা বেশির ভাগ সময় ঘরে বসে থাকে, তাই তারা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে খুটিনাটি জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা করতে পারে তাহলে তারা হয়তো তাদের পরিবারের আর্থিক অবস্থা পরিবর্তনে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখতে পারবে। যেহেতু ফরেক্স মার্কেটে কাজটা ঘরে বসে অনলাইনের মাধ্যমে করা সম্ভব হয় বলে গৃহিনীদের জন্য সবচেয়ে উত্তম একটি ব্যবসার স্থান বলে আমার বিশ্বাস। তাই এটা গৃহিনীদের জন্য সবচেয়ে একটি একটি ব্যবসা হতে পারে বলে আমার বিশ্বাস।
ফরেক্স শুধু পুরুষ বা গৃহিনী এটা এমন নয়। এটা যে কোন বয়স এমনকি ছাত্র ছাত্রী, বৃদ্ধ, অবসর প্রাপ্ত অভিবাবগ বা পরিবারের যে কোন মেয়ে সদস্য বা গৃহিনি ফরেক্স ট্রেড করতে পারে তবে সবার আগে এই সমন্ধে বিস্তারিত জানতে হবে তা না হলে অনেক লস করতে হবে।
ফরেক্স থেকে অবসসই সুবিধা পাবেন যদি আপনি ভাল করে ফরেক্স সিখতে পারেন । মনে রাখবেন ফরেক্স একটি বাবাশা যেখান থেকে আয় করে আপনি আপনার পরিবার এবং নিজেকে আর্থিক ভাবে সছল করতে পারেন । তাই এই ফরেক্স কে পেশা হিশাবা নিন এবং ভাল আয় করুন।
যেহেতু ঘরে বসেই এই বাবসায় করা যায় তাই গৃহিণীরা ঘরে থেকে এই বাবসায় করে উপার্জন করতে পারন। একটু ভালোভাবে ফরেক্স শিখে গৃহিণীরা এই বাবসায় থকে ভাল আয়ের মাধ্যমে তাদের পরিবারকে অর্থনৈতিক ভাবে সাহায্য করতে পারেন। গৃহিণীদের জন্য এটি খুব ভালো একটি বাবসায়।