আমি বলবো এটা সত্যি যে ফরেক্স টাকা আয়ের একটি খুব ভালো মাধ্যম কিন্তু ফরেক্স শুধু মাত্র টাকা আয়ের জন্যই না। এখান থেকে শিক্ষনীয় অনেক জিনিসই আছে। টাকা আয়টাকেই ফরেক্সে আপনার মূল লক্ষ্য হিসাবে নির্ধারন না করে এতিকে শেখার একটি মাধ্যমে গন্য করুন।
Printable View
আমি বলবো এটা সত্যি যে ফরেক্স টাকা আয়ের একটি খুব ভালো মাধ্যম কিন্তু ফরেক্স শুধু মাত্র টাকা আয়ের জন্যই না। এখান থেকে শিক্ষনীয় অনেক জিনিসই আছে। টাকা আয়টাকেই ফরেক্সে আপনার মূল লক্ষ্য হিসাবে নির্ধারন না করে এতিকে শেখার একটি মাধ্যমে গন্য করুন।
আসলে ফরেক্স থেকে অনেক কিছু শেখার আছে এটার মাধ্যমে অনলাইন ব্যাবসা শিখা যায় ।এছাড়া ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যায়।অনেক ব্যাবসা সম্পরকে জানা যায়।যারা দক্ষ ট্রেডার তারা বেশি টাকা আয় করতে পারে ।এছাড়া অনেক অনুশিলন হয়।
আমরা জানি ফরেক্স বিজনেস এমন একটি বিজনেস যা থেকে আপনি বৈদিশিক মূদ্রার অনেক খবর জানতে পারেন আয় ও করতে পারছেন।তাই আমি মনে করি ফরেক্স আমাসের জ্ঞ্যানের উৎস হতে পারে টাকা আয় করার উৎস ও হতে পারে।কারন আপনি দেখেন ফোরামে ফরেক্স বিষয় নিয়ে আপনি আমি কতো কিছু শিখছি জানছি অভিজ্ঞ হচ্ছি ধৈর্যশীল হয়ে উঠছি তাই আমি মনে করি ফরেক্স শুধু আমাদের আয়ের উৎস আমি মনে করি আয়ের পাশাপাশি জ্ঞ্যানের উৎস।
ফরেক্স ব্যবসা করতে হলে অনেক পড়া-লেখা করতে হয়। বিভিন্ন দেশের পত্রিকা পড়ে জ্ঞান অর্জন করতে হয়। খোজ খবর নিতে হয় বিভন্ন দেশের অর্থনৈতিক অবস্থার। কারন ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে ঐ দেশের মুদ্রার উপর বড় ধরনের প্রভাব পরে এবং মার্কেট প্রাইস উঠা-নামা করে থাকে।
আমরা যদিও এখানে আয়ের জন্য আসি তবে আমি মনে করি ফরেক্স সুধুই আয়ের উৎস নয় । ফরেক্স আয়ের সাথে-সাথে জ্ঞানের ও উৎস বাঁটে।ফরেক্স বিজনেস শেখাটা আমার কাছে বেশ বড় রকম কঠিন কাজ।তাই ফরেক্স সামন্ধে জ্ঞান অর্জন করতে হবে আগে।
ফরেক্স আমাদের জ্ঞানের উৎস হতে পারে টাকা আয় করার উৎস ও হতে পারে । কারন আপনি দেখেন ফোরামে ফরেক্স বিষয় নিয়ে অভিজ্ঞ হচ্ছি ধৈর্য্যশীল হয়ে উঠছি । আমরা অধ্যাবসায়ের অনুশীলন হয় । আমরা নিমানুবর্তিতা ও ধৈর্য্যশীল হয়ে উঠি যা একজন মানুষের ব্যক্তিগত, সামাজিক ও ব্যবসায়ীক জীবনে অত্যন্ত প্রয়োজনীয় ।
আমার মতে ফরেক্স বিজনেস এমন একটি বিজনেস যা থেকে আপনি বৈদিশিক মূদ্রার অনেক খবর জানতে পারেন আয় ও করতে পারছেন।তাই আমি মনে করি ফরেক্স আমাসের জ্ঞ্যানের উৎস হতে পারে টাকা আয় করার উৎস ও হতে পারে।কারন আপনি দেখেন ফোরামে ফরেক্স বিষয় নিয়ে আপনি আমি কতো কিছু শিখছি জানছি অভিজ্ঞ হচ্ছি ধৈর্যশীল হয়ে উঠছি তাই আমি মনে করি ফরেক্স শুধু আমাদের আয়ের উৎস আমি মনে করি আয়ের পাশাপাশি জ্ঞ্যানের উৎস ।
হা, আমার মতে ফরেক্স শুধুই একটি আয়ের উৎস । কারন ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । এই জন্য ফরেক্স ব্যবসা এই পৃথিবীতে এত জনপ্রিয় তবে ফরেক্স ব্যবসা মানেই হলো ইনভেষ্ট । ইনভেষ্ট ছাড়া ফরেক্স ব্যবসা করা ঠিক হবে না ।
আমি আমার প্রথম ৬ মাস সময় ব্যায় করেছিলাম শুধুমাত্র জানার জন্য যে ফরেক্স কী আসলেই বিশ্বব্যপী স্বাধীন মুদ্রা বাজার নাকি লাসভেগাসের কোনো সিক্রেট জুয়াখেলা ? সেটা আজ ভাবতে গেলে অবাক হই ও আফসোস করি যে আমরা বাঙ্গালীরা এখোনোও কত অন্ধ্বকারে কুসংস্কারে পিছিয়ে আছি৷আর ইউরোপ আমেরিকা কত সাংঘাতিক উর্ধ্বে উন্নত অবস্হানে রয়েছে,এই মার্কেটে না আসলে কোনোদিনই বুজতে পারতাম না৷"ব্যবসা কর,শিল্প ধর,চাকরীর মায়া ছাড়"-কবি গুরু৷ ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷তার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷ আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
ফরেক্স এর মাধ্যমে অনেক টাকা আয় করা যায় এবং অনেক মানুষ এটাকে আয়ের উৎস বলে মনে করে, কিন্তু আমি মনে করি ফরেক্স শুধুই আয়ের উৎস নয় এটার মাধ্যমে আমাদের জ্ঞান প্রসারিত হয় এটা আমাদের ধৈর্যশালী করে তুলে যা বাস্তব জীবনে খুবই দরকার । তাই আমি মনে করি ফরেক্স আয়ের সাথে-সাথে জ্ঞানের ও উৎস ।