ফরেক্স ব্যবসাটি শেয়ার ব্যবসার সর্ম্পূণ ভিন্ন । কারণ শেয়ার ব্যবসা করা হয় কোম্পানি সাথে আর ফরেক্স ব্যবসা করা হয় এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার দাম উঠা নামা আর সেগুলো বেচাকেনা করা । সুতরাং আমি বলব ফরেক্স ব্যবসায় আয় করা খুবই সহজ সেটাতো শেয়ার ব্যবসার সাথে তুলনা হবে না ।কেননা শেয়ার বাজারে আপনি শুধুই কিনতে পারবেন এবং শুধু মাত্র দাম বাড়লেই প্রফিট পাবার সম্ভাবনা আছে কিন্তু দাম কমলেই আপনি ধরা। কিন্তু ফরেক্স মার্কেট এ সব দিকেই আপনি প্রফিট পেতে পারেন।