-
আসলে ফরেক্স ব্যাবসাতে কমবেশি সবাই লস করে, আমাদের লস এর যেসব কারন থাকে সেগুলো আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। বেশিরভাগ ট্রেডার লস খাই বেশি লোভ আর ওভার ট্রেড করার জন্য কিন্তূ ওইসব ট্রেডার যদি কোন একটা নির্দিষ্ট নিয়ম মেনে ট্রেড করত তাহলে বেশি লাভ না হলেও লস করত না।
-
হ্যাঁ আমি মনে করি আপনে ফরেক্স এ যদি লস খান তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার দক্ষতা কম হয়েছে । ফরেক্স এ লস করার কিছু কারন আছে হয় আপনে ডেমো অ্যাকাউন্ট এ কাজ কম করে ট্রেড ওপেন করেছেন না হয় আপনে ফরেক্স বিষয়ে ভাল ভাবে না যে ট্রেড করে লসে পরেছেন তাই আমি মনে করি আপনে যদি লসে পরেন তাহলে আপনে বুঝবেন যে আপনার অভিজ্ঞতা কম আছে ।
-
হ্যাঁ আমি মনে করি আপনে ফরেক্স এ যদি লস খান তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার দক্ষতা কম হয়েছে । ফরেক্স এ লস করার কিছু কারন আছে হয় আপনে ডেমো অ্যাকাউন্ট এ কাজ কম করে ট্রেড ওপেন করেছেন না হয় আপনে ফরেক্স বিষয়ে ভাল ভাবে না যে ট্রেড করে লসে পরেছেন তাই আমি মনে করি আপনে যদি লসে পরেন তাহলে আপনে বুঝবেন যে আপনার অভিজ্ঞতা কম আছে ।
-
ফরেক্সে আমরা লস করি কেনো।আমি মনে করি বেশী লোভের কারনে ফরেক্স বিজনেসে লস করছি।আমি এক সময় লাভ করলে আবার বসে থাকতাম লাভ করতে তাই আমার অনেক লস হতো।কিন্তু আমি ইমোশনাল হতাম না।আবার চেস্টা করতা কি করে লস কাভার করা যায়।তাই আমি বলবো আমাদের অভিজ্ঞতা জ্ঞ্যান কোশল আর পরি
-
ফরেক্স বিজনেসে বিভিন্ন কারণে লস হতে পারে।তবে লসের প্রধাণ কারণ হলোও অভিজ্ঞতা অভাব।ট্রেডিং বিষয়ে পূর্ণ জ্ঞানের অভাব।সিগন্যালের ওপর নির্ভরশীলতা। উদ্দেশ্যবিহীন ট্রেডিং করা।বড় রিস্ক নিয়ে ট্রেড এন্ট্রি করা।ট্রেডিং স্ট্রাটেজি না থাকা।এনালাইসিস ছাড়া খেয়ালখুশি মতোও ট্রেড ওপেন করা।মানি ম্যানেজমেন্ট ফলো না করা
-
প্রতিটি বিজনেস এ লাভ এবং লস আছে ঠিক তেমনি ভাবে ফরেক্স এ লাভ /লস দুটোই আছে।যদি কেউ বিজনেস সম্পর্কে না জেনে হুট হাট বিজনেস শুরু করে লস হওয়ার সম্ভবনা বেশী ঠিক তেমনি ভাবে আপনি না জেনে, না বুঝে আসলেন জয়েন্ট করলেন ডিমো একাউন্ট এ কাজ না করে শুরু করলেন আপনি নিশ্চিত থাকুন আপনার লস হওয়ার সম্ভাবনা ৮৫% বাকিটা আপনার ভাগ্য।
-
ভাই লস করার অনেক কারন আছে,কিন্তু লস করার প্রধান আমি ৫ টি কারন কে মনে করি,
১।ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা।
২।স্টপ লস ব্যবহার না করা।
৩।ম্যানি ম্যানেজমেন্ট অনুসরণ না করা।
৪।ওভার ট্রেডিং করা।
৫।অতিরিক্ত লোভ করা।
-
ফরেক্স মার্কেটে দেখা যায় কেউ প্রতিনিয়ত অনেক প্রফিট করছে এবং অন্যদিকে অনেকে শুধু লস করে চলেছে। এমনও দেখা গেছে কিছু কিছু মেম্বার এখানে ট্রেড করতে এসে লস করে ফরেক্সের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এসব পাবলিকদের জন্য আসলে ফরেক্স মার্কেট না। লস করার কিছু কিছু কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হলো ফরেক্স ট্রেডিং এর উপর পর্যাপ্ত পরিমাণ দক্ষতার অভাব কিংবা ডেমো ট্রেডিং না করে সরাসরি লাইভ ট্রেডিং করতে আসা। আপনার ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান নেই অথচ আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক প্রফিট করার স্বপ্ন দেখছেন এমনটা ভাবা আসলে বোকামি। প্রতিনিয়ত এই সব পাবলিকই ফরেক্স মূলত মার্কেটে লস করে থাকে। অন্যদিকে লোভ করে কিছু কিছু দক্ষ ট্রেডারদেরও দেখা যায় অধিক প্রফিট এর উদ্দেশ্যে মানি ম্যানেজমেন্ট নিয়ম লংঘন করে মাত্রাতিরিক্ত লট নিয়ে ট্রেড করে থাকে। এটাও খুব ঝুঁকিপূর্ণ। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কখনো বেশি প্রফিট এর আশা করা যাবে না। কিন্তু তবুও অনেকে এভাবে অতিরিক্ত লট নিয়ে ট্রেড করে থাকে। যার কারণে মার্কেট বিপরীতে চলে গেলে তারা লস করে। যাদের মধ্যে আত্মবিশ্বাস নেই এবং অন্যের সিগন্যাল এর উপর নির্ভরশীল তাদেরও লস করার সম্ভাবনা বেশি থাকে। যারা মার্কেট এনালাইসিস না করে মনগড়া মতামতের ভিত্তিতে ট্রেড করে থাকে এদেরও লস করার সম্ভাবনা বেশি থাকে। যাদের মধ্যে কোন ধৈর্যশীলতা নেই এবং মার্কেট ট্রেড করার জন্য উপযোগী থাকুক আর না থাকুক প্রতিদিন ট্রেড করার জন্য উত্তেজিত হয়ে যায় তাদেরও লস করার সম্ভাবনা বেশি থাকে।
-
কমবেশি কাজ শিখেই সবাই ফরেক্সে ট্রেড করে থাকেন। তার পরেও অনেকে লস করেন এর একটাই মাত্র কারণ অধৈর্য হয়ে অতি আবেগী হয়ে অনিয়ন্ত্রিত ট্রেড করা।
-
লস করার কারন আসলে একটা বা দুইটা না। লস করার অনেক কারন ই আছে। আপনি লোভ থেকে লস করতে পারেন আবার আপনার শিখাই শেষ হয় নি আপনি চলে আসছেন রিয়েল ট্রেডে তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন না। আর এখানে যদি আপনি কিছু না জেনে না বুঝে লাভ বা লস করে ফেলেন তাহলে আপনারা ধরেই নেন যে ফরেক্স একটা জুয়ার অংশই যেখানে লাভ বা লস নির্ভর করে লাকের উপর। আসলে লাকের উপর না লাভ বা লস নির্ভর করে আপনার উপর