-
আসলে আমি নতুন জয়েন করেছি ফরেক্স এ। প্রায়৫/৬মাস হবে হয়তো।কিন্তু এত দিনে আমি ব্যসিক তেমনটা আয়ত্ত করতে পারিনি।আসলে ব্লগ পড়ে শেখা আর পাকাটেডারের হাতে কলমে শেখা আলাদা ব্যাপার।ব্লগ পড়ে শিখতে গেলে অনেক সময় লাগবে সব ধিরে ধিরে বুঝতে,কিন্তু কোন পাকা টেডারের এর কাছ থেকে হাতে কলমে শিকতে পারলে হয়তো৬/৭মাসে কিছু পারা যাবে।ধন্যবাদ
-
আপনি ঠিকই বলেছেন ছয় থেকে সাত মাস ডেমো তে ট্রেড করলেই আপনি সব শিখতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই, কারও কারও দু বছর এর বেশি সময় লাগতে পারে ।
-
আমার কাছে ফরেক্স মার্কেটে কাজ শেখার জন্য ছয় থেকে সাত মাস সময়ের মধ্যে আপনি ফরেক্স এর অনেককিছুই শিখতে পারবেন কিন্তু এখানে শিখার তুলনায় ট্রেড করে আপনি যে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তা অনেক দামি। আপনি যদি ৬-৭ মাস ট্রেড করে আপানার ট্রেড গুলকে বিস্লশন করার মাধ্যমে ট্রেডিং কাজ পরিচালনা করে থাকেন তবে আপনি অনেক অভিজ্ঞতা অর্জনে সক্ষম হবেন।
-
ফরেক্স হলো একটি আন্তর্জাতিক ব্যবসা যেখানে মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে , এই কেনা বেচার জন্য ফরেক্স ট্রেড শেখাটা খুবই জরুরি । যেহেতু ফরেক্স মার্কেট একটি ব্যপক বিস্তৃত মার্কেট তাই এখানে ঝুঁকিও বেশি তাই এখানে ট্রেড করার আগে ফরেক্স ট্রেড সম্পর্কে তথ্য নিতে হবে , ভাল ভাবে ফরেক্স ট্রেড সম্পর্কে জানতে হবে । ফরেক্স ট্রেড নিয়ে ইন্টারনেট এ অনেক তথ্য ও ভিডিও ক্লিপ দেওয়া আছে সেখান থেকে আমরা ফরেক্স ট্রেড শিখতে পারি , ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করেও আমরা ফরেক্স ট্রেড করা শিখতে পারি আগুল শিখতে গেলে তো কিছু সময় লাগবেই সেটা ১ বছর ও হতে পারে আবার ৬ মাসও হতে পারে । এটা নির্ভর করে একমাত্র ট্রেডরের উপর ।
-
আপনি যতই জ্ঞানী ও অভিজ্ঞতা হোন না কেন আপনি ছয় মাসে ফরেক্স থেকে সুদু বেসিক বিষয় গুলো শিখতে পারবেন। আর ভাল ভাবে নিয়মিত এই মার্কেট থেকে আয় করতে হলে কমপক্ষে ২ বছর সময়ের প্রয়োজন যেটা অনেক অভিজ্ঞ ট্রেডাররা বলে থাকে।
-
আপনি ঠিকই বলেছেন এই ব্যবসায় টিকে থাকতে হলে ছয় থেকে সাত মাস ডেমো ট্রেডিং করতেই হবে। কারন ডেমো ট্রেডিং করে দক্ষতা অর্জন করার পর আপনি এই ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে পারবেন ও আপনার বিনিয়োগ করা মুলধন বাচাতে বা তা থেকে লাভ করতে পারবেন।
-
নতুনদের প্রথমে শেখা উচিত তাই যারা ফরেক্সে এ নতুন তাদের জন্য ফরেক্স করতে মিনিমাম ৬-৭ মাস সময় নেয়া উচিত শেখার জন্য।তাদের আগে উচিৎ প্রশিক্ষণ নেয়া,এবং ডেমো ট্রেডিং করে ফরেক্সকে ভাল করে বুজা।
-
ফরেক্স শিখতে ছয় থেকে সাত মাস সময় লাগবে আসলে তা একদম ঠিকও না । সময়টা ব্যক্তির উপর নির্ভর করে । এমন অনেকে আছেন যাদের ফরেক্স মার্কেট-টা বুঝতে আরও অনেক কম সময় লেগেচ্ছে । কারও আবার একটু বেশি সময় লেগেচ্ছে । তবে ফরেক্স মার্কেটে যত বেশি ট্রেড করবেন প্রতিনিয়তই কিছু না কিছু শিখা যাবে । তাই আমার মতে ফরেক্স মার্কেটে শিখার সময়টা নিজের উপর নির্ভর করে ।
-
ফরেক্স মার্কেটে পরিধী অনেক ব্যাপক।ফরেক্স মার্কেটে সমন্ধে জানতে হলে আপনাকে অনেক সময় ব্যায় করতে হবে।তবে আপনি ৬ মাস যদি ডোমোতে ট্রেড করেন তাহলে আপনি ট্রেডিং সমন্ধে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।তবে কেউ কেউ ৫-৭ মাসে ভাল ট্রেড করতে পারে আবার কেউ কেউ ১-২ বছর সময় লাগে।এটা আসলে আপনার ইচ্ছার উপর নির্ভর করে।ধন্যবাদ
-
ফরেক্স ট্রেডিং এ একটু জটিলতা আছে । তবে সঠিক জ্ঞানের পযাপ্ত পরিমাণে থাকলে ফরেক্স এ সফলতা লাভ করা সম্ভব। ফরেক্স এ এক্সপিরিয়ান্স ভাল থাকলে ফরেক্স এ আরও ভাল সফলতা পাওয়া সম্ভব।