-
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার বাজার যেখানে সকল দেশের কারেন্সি আরেক দেশের কারেন্সি এর বিপরীতে কেনা বেচা হয় এখন আমাদের দেশে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ফরেক্স মার্কেট কে অনুমোদন দেই নি দেশের টাকা বাহিরে চলে যাবে আর এই কারনে সরকার অনুমোদন দেই নি তবে আমার ধারনা বাংলাদেশ সরকার এই মার্কেটকে অতি শিগ্রই অনুমোদন দিবে কারন এই মার্কেট এর দ্বারা অনেক বেকার যুবক তাদের সকল খরচ এখান থেকে সরবরাহ করে থাকে।
-
ফরেক্স বিজনেস কখনই চলে যাবে না কারন ফরেক্স হল আমাদের জন্য অনেক ভাল একতা বিজনেস এটা অন্য কোন কোম্পানির মত না যে চলে যাবে বিপুল লক এখানে কাজ করে এই মার্কেট হতে টাকা আয় করছেন তাই ফরেক্স বিজনেস কে অবশ্যই একটি ভাল বিজনেস বলতে হবে আমাদের কে ।
-
এটা একটা ভাল ব্যাবসা তাই এটা কোন লোকের পরিমান নির্দিষ্ট নাই তবে আমি মনে করি বললে মিথ্য বলা হবে কারন এটাতে কাজ করতে হলে টাকা লাগে তবে এটা সরাসরি লাগেনা তবে লাগে এখন অনেক এর মনে প্রশ্ন জাগে তাহলে কিভাবে লগে ।
-
আমি যতটুকু জানি ফরেক্স একটি আন্তুরজাতিক মুদ্রা বিনিময় করার বাজার যা কিনা পৃথিবীর সকল মুদ্রা বেচাকেনা হয়ে থাকে।তাহলে আমরা এক কথায় বলতে পারি যেকানে মুদ্রা বেচা কেনা হয় সেই মার্কেট ধবংস হওয়া মানে আমাদের মুদ্রা থেকে বঞ্ঝিত হওয়া বা হারানো।এটা কি খকনও সম্ভব বলে আমার মনে হয় না।
-
ফরেক্স হল আন্তর্জাতিক কারেন্সি মার্কেট।এ মার্কেটে বহু বছর যাবত ব্যবসা চলে আসছে। অনেকের ভাষ্যমতে জানা যায় ফরেক্স মার্কেট প্রায় ২০০ বছর যাবত চলে আসছে যানিনা এটা সত্য কিনা আমার মতে ফরেক্স মার্কেট চলে যাবার মত নয় । এই মার্কেটে দেশের অনেক মানুষ জীবিকা নির্বাহ করে আছে। শুধু এ দেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে এ ব্যবসা হয়ে আসছে। তাই আমি মনে করি ফরেক্স কোন দিন চলে যাবে না।
-
আমি যতটুকু জানি ফরেক্স মার্কেট একটি বৃহত্তম মুদ্রা কেনা বেচা বাজার যা কিনা আমেরিকার শেয়ার বাজার থেকেও বড়।হয়ত অনেকে জানেনা এই কথাটা ।আমি যা জানি তা শেয়ার করলাম তাই আমরা নিশ্চিন্তে বলতে পারি এত বড় মার্কেট কি কখনই চলে যাবে না বরং আরও বেশি বিস্তৃত হবে।
-
ফরেক্সে একটি মুদ্রার বিনিময়ে অপর মুদ্রা কতটুকু পাওয়া যাবে তার ভিত্তিতেই ব্যবসা করা হয়। এই ব্যবসা অনেক আগে থেকেই চলে আসছে। এমনকি বাংলাদেশে ও ডলার কেনাবেচা করার জন্য কিছু ব্রোকার আছে। আবার ব্যাংকে ডলার বা বিদেশি মুদ্রা টাকার বিনিময়ে কেনা বেচা করা হয়। ফরেক্সে পেয়ারের ভিত্তিতে লেনদেন হয়। আদি পেশার অভিনব রুপ হল ফরেক্স। সেদিক থেকে দেখতে গেলে ফরেক্স কখনো হয়ত রুপ পাল্টালেও চলে যাওয়ার সম্ভাবনা কম।
-
ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক মার্কেট যেখানে সবাই স্বাধীন ভাবে ট্রেড করতে পারে।আমি মনেকরি ফরেক্স মার্কেট কক্ষনো যাবে না। কারন ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক মার্কেট।ফরেক্স মার্কেট যদি ছলে যাই তাহলে কোন সমস্যা নাই।কারন আমরা যেই ব্রোকার থেকে ফরেক্স মার্কেট এ ট্রেড করি আমরা সেই ব্রোকার এর কাচ থেকে আমরা তা আদাই করে নিব।আমরা সকলেই জানি ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক মার্কেট তাই দিন দিন ফরেক্স মার্কেট এর জনপ্রিয়তা বাড়ছে।
-
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল অনলাইন বিজনেস । সারা বিশ্বব্যেপি এটা এখন অনেক জনপ্রিয় একটা ব্যবস্য হয়ে দাঁড়িয়েছে ।এটি বেকারত্বদের বেকারত্ব দুর করে ।ফরেক্স মার্কেট সম্পূর্ণ লিগ্যাল একটি ব্যাবসা।ফরেক্স করতে হলে আমাদের কে এখন এই মার্কেট এর সাথে তাল মিলিয়ে চলতে হবে । ফরেক্স কোন চলে যাওয়ার মত বেবসা নয় তাই আমরা নিশ্চিন্তে এই মার্কেট এ ট্রেড করতে পারি ফরেক্স করে আমি মনে করি আমাদের জীবন কে আমরা বদলে দিতে পারব ।
-
ফরেক্স কোন আলতো ফালতো ব্যবসা না যে দিন গিয়ে রাত হলে চলে যাবে। আর ফরেক্স মার্কেটে আমি মনে করি এই পৃথিবির যত বড় বড় ধনি ব্যক্তি আছে তারাও এখনে ফরেক্স ট্রেড করে টাকা ইনকাম করার জন্য দিন রাত কাজ করে। তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে আমরা না থাকলেও ফরেক্স মার্কেট থাকবে।