-
আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে মার্কেট যখন তখন প্রবেশ করা যায় না । আপনার এনালাইসিস যখন বলবে তখন আপনি ট্রেড ওপেন করবেন । অভিজ্ঞ ট্রেডার রা কখনো নির্দিষ্ট সময়ে ট্রেড করেনা । তারা তাদের অভিজ্ঞতা অনুযায়ী ট্রেড করে, তারা উপযোগী সময়ে ট্রেড যা news এর সময় ও হতে পারে কারণ তারা অভিজ্ঞ হবার ফলে news ট্রেড এর সময় যেমন বুঝতে পারে কতটুকু টার্ন করবে মার্কেট ঠিক তেমনি সময় ও বুঝতে পারে কখন এন্ট্রি নিতে হবে বাঁ এক্সিট নিতে হবে ।
-
নিউজের সময় ট্রেড করাটা আসলেই খুব ঝুকিপূর্ন । এই সময় আসলে আগে থেকে শিওর থাকলেও অনেক সময় বুঝা যায় না যে মার্কেট আমি যেদিকে ট্রেড নিছি সেদিকেই যাবে। ট্রেড অনেক সময় বিপরীত দিকেও চলে যায়। আমার কাছে মনে হয় যে মার্কেট বুঝার জন্য সবার আগে এনালাইজ টা শিখা উচিৎ। এনালাইজ ছাড়া মার্কেটে আসলে বুঝা যায় না। অনেকে আছেন যার এনালাইজ করেও সঠিক ভাবে ট্রেড করতে পারে না
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে ট্রেড করার কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া আছে কিনা সেটা আমার জানা নাই,,,, তবে কিছু কিছু অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডাররা তাদের দক্ষতার উপর নির্ভরশীল হয়ে ট্রেড ওপেন করার কিছু নির্দিষ্ট সময় বেছে নেয় এবং তারা তাদের সেই সময়কে কাজে লাগিয়ে ট্রেড করে ভালো অর্থ উপার্জন করে নেয় । তাই সকল ট্রেডারদের উচিত তাদের অভিজ্ঞতা অনুযায়ী ট্রেড করার সময় বেছে নেওয়া,,,,,, ধন্যবাদ ।
-
আমি মনে করি, একজন অভিজ্ঞা ট্রেডারই জানে যে কখন ট্রেড করা তার জন্য ভলো। কারন সেই একমাত্র জানে যে, মার্কেট থেকে সে কখন লাভ করতে পারবে। তাই এই প্রশ্নের উত্তর একমাত্র অভিজ্ঞা ট্রেডারই দিতে পারবে। আর আমি মনে করি অভিজ্ঞা ট্রেডার কোন নির্দিষ্ট সময় নেই তারা যখন বোঝে যে মার্কেট এখন অনেক পরিবর্তন হতে পারে তখনই যে ট্রেড করে থাকে এবং তখনই সে লাভ করে।
-
আসলে সব ট্রেডাররা একরকম নয় আবার সবার স্ট্রাটেজিও এক নয়। তাছারা অভিজ্ঞ ট্রেডারদের কাছে নির্দিষ্ট সময় ট্রেড করার জন্য এরকমটা আমার মনে হয় না। অভিজ্ঞরা মার্কেট এনালাইসিস করে যখন উপযুক্ত মনে হয় ট্রেড করার জন্য তখনই ট্রেড করে থাকে। তবে নিউজ ট্রেডিং করলে সেটা আলাদা বিষয় কারন নিউজ কিছু নির্দিষ্ট সময়েই রিলিজ হয়ে থাকে।
-
এটা নির্দিষ্ট করে বলা যাবেনা অভিজ্ঞ ট্রেডাররা কখন ট্রেড করে,তবে এটা বলা যায় তারা ট্রেন্ড কে ফলো করে ট্রেড করে।যারা নিউজ ট্রেড করে,তারা বড় বড় নিউজকে টার্গেট করে ট্রেড ওপেন করে।একটা বিষয় লক্ষ্যনীয় যে,তারা যখন তখন ট্রেড করেনা,বরং মার্কেট এর ডিমান্ড বুঝে ট্রেড করে।
-
ফরেক্স ট্রেডিং এ অভিজ্ঞতার মুল্য অনেক। অভিজ্ঞ ব্যক্তিরা সহজেই বুঝতে পারে কখন ট্রেড করা উচিৎ। মার্কেট এনালাইসিস করে যে সময়টাকে উপযুক্ত মনে হয় তখনই ট্রেড করা উচিৎ। এমনিতে ট্রেডিং এর নির্দিষ্ট কোন সময় নেই।
-
আমি মনে করি একজন দক্ষ দালাল বুঝতে পেরেছেন যে জে কে বিনিময় করা আমার পক্ষে উপকারী কারণ তিনি সম্ভবত জানেন যে তিনি কখন বাজার থেকে কোনও উপকার করতে পারবেন। সুতরাং মূল অভিজ্ঞতার দালাল সেই প্রশ্নের জবাব দিতে পারে। আরও কী, আমি মনে করি অভিজ্ঞ ডিলারদের বিনিময় করার জন্য কোনও নির্ধারিত সময় নেই যখন তারা বুঝতে পারে যে বাজারটি এখন দুর্দান্ত চুক্তিতে পরিবর্তন আনতে পারে এবং এটি সেই মুহুর্তে যার ফলে তারা কোনও উপকৃত হয়।
-
আসলে ট্রেড করার জন্য নির্ধারিত কোন সময় নেই। সপ্তাহে 5 দিন যেকোনো সময় ট্রেড করা যায়। অভিজ্ঞ ট্রেডারগন মার্কেট এনালাইসিস করে সময় নিয়ে ট্রেড করে থাকেন।
-
অভিজ্ঞ ট্রেডারগন মার্কেট যথাযথভাবে এনালাইসিস করে ট্রেড করার সময় নির্ধারণ করে থাকেন। তবে এই সময় একেকজনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে।