-
ইসলামে দৃষ্টিতে সুদ নেওয়া এবং নেওয়া দুইটাই হারাম। সুতরাং ইসলামে সুদ না খেতে বলা হয়েছে। কিন্তু ফরেক্স মার্কেট আপনি িইচ্ছা করলেই সুদ নিতে পারেন। এজন্য আপনাকে সোয়াপযুক্ত একাউন্ট করতে হবে। একাউন্ট করার সময় এটি সিলেক্ট করলে আপনার সোয়াপ বা সুদ কার্যকরী হবে।
-
ফরেক্স সুদমুক্ত একাউন্ট করলে আপনাকে সুদ দিতে হবে না বা আপনি সুদ প্রদান করবেন না। কেননা ট্রেড রানিং থাকলে এবং একাউন্ট এ সুদ চালু থাকলে মার্কেট এ সুদ দিতে হবে। আসলে লং টার্ম ট্রেড চালু থাকলে সুদ হয় দিতে হয় না হয় সুদ আ্মরা পাই।
-
সুদ একাউন্ট হল সোয়াপ একাউন্ট যেই একাউন্ট এ ট্রেড করলে তার সাথে সুদ যুক্ত হয়ে যায় তাকে বলে সোয়াপ একাউন্ট আপনি এর মাধ্যমে চাইলে সুদ নিয়েও ট্রেড করতে পারেন আবার সুদ মুক্তভাবে ট্রেড করতে পারেন । তাই সমস্ত ব্রোকারে এখন একাউন্ট খলার সময় দেওয়া থাকে সোয়াপ ফ্রী একাউন্ট এর অংশ যাতে করে আপনি সিলেক্ট করে নিতে পারেন ।
-
ফরেক্স মার্কেট একটি সুদ মুক্ত মার্কেট। এখানে সুদ মুক্ত একাউন্ট খোলা যায়। আমাদের সবাইকে সুদ মুক্ত একাউন্ট থোলা উচিত। সাধারনত আমাদেরকে ফরেক্সের নিয়ম কানুন মেনে চলা উচিত। যে কোন বিষয়ের মান উন্নয়ন তা পযবেক্ষণ করা, তা নিয়ে গবেষণা করা এবং বিষয়টির প্রতি সবসময় চিন্তাশীল থাকার উপর নির্ভর করে।
-
ফরেক্সে দুই ধরনের এক অ্যাকাউন্ট রয়েছে সুধ যুক্ত অ্যাকাউন্ট। আর সুদ মুক্ত একাউন্ট। সুদ মুক্ত অ্যাকাউন্টটি হল ফরেক্সের ইসলামিক অ্যাকাউন্ট।। আমরা ফরেক্সে যারা ইসলামিক মাইন্ডের তারা সবাই ইসলামকে অ্যাকাউন্ট খুলে থাকি।
-
আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আমরা মুসলিম হিসাবে সুদ খাওয়া সম্পূর্ণ হারাম । ফরেক্স যেহেতু অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক ব্যবসা , তাই এটা বিভিন্ন পেশা,জাতি,ধর্ম নির্বিশেষে সকল মানুষই করতে পারে। মুসলিম হিসাবে সুদ যেহেতু হারাম তাই বেশীরভাগ ব্রোকার ইসলামী এ্যাকাউন্ট বা সুদমুক্ত বা Swap free এ্যাকাউন্ট ওপেন করার সুযোগ রেখেছে। যে কেউ সুদমুক্ত এ্যাকউন্ট খুলতে পারে। এ্যাকাউন্ট খোলার পরে সুদমুক্ত করতে গেলে Account settings to Personal Information এ গিয়ে এ্যাক্টিভ করতে হবে।
-
ফরেক্স যেহেতু বিশ্বব্যাপী বিজনেস। সেহেতু এখানে সব ধরণের মানুষ তথা জাতি ,ধর্ম নির্বিশেষে সবাই এই বিজনেস করে। এজন্য সিস্টেম সব ধরণের মানুষের জন্যই আছে। এখানে আছে *সুদমুক্ত ইসলামীক এ্যাকাউন্ট এবং সুদযুক্ত এ্যাকাউন্ট রয়েছে। আমরা মুসলিম হিসাবে সুদমুক্ত এ্যাকাউন্ট খুলে ট্রেড করতে পারব।এটা প্রায় সব ব্রোকারেই আছে। ইনস্টাফরেক্স ব্রোকারও এই সুবিধা দেয়। কেউ যদি এ্যাকাউন্ট সুদমুক্ত খুলতে না পারে তাহলে পরেও আবেদনের মাধ্যমে সুদমুক্ত এ্যাকাউন্ট করা যায়।
-
ফরেক্স মার্কেটে সাধারনত ২ ধরনের একাউন্ট খোলা যায় টা হল সুদ মুক্ত আর সুদ সমেত একাউন্ট সোয়াপ ফ্রি ট্রেডিং একাউন্টযাতে ট্রেড করলে আপনাকে লাভ চলা ট্রেডের উপর সুদ নিতে হবে আর লসে চলা ট্রেডে সুদ দিতে হবে। আর যদি আপনি সয়াপ ফ্রি একাউন্ট এ সিলেক্ট না করেন তাহলে আপনাকে সুদ নিয়ে একাউন্ট এ ট্রেড করতে হবে ।
-
সুদ কি জিনিস তা আমরা সকলেই জানি আর আমরা যারস মুসলিম তাদের জন্য সুদ হারাম। এজন্য ফরেক্সে দুধরনের একাউন্ট করা যায় একটি হলো সুদমুক্ত আর একটি হলো সুদযুক্ত। তাই সুদমুক্ত একাউন্ট করতে হলে আপনি একাউন্ট খোলার সময়েই ভালো করে অপশনগুলো খেয়াল রাখতে হবে।
-
ফরেক্স মার্কেট এ আমরা যখন এ ট্রেড করি তখন আমরা দেকতে পাই যে আমাদের লং ট্রেড এ ট্রেড লস হোক অথবা প্রফিট এ থাক কিসু পরিমান সোআপ দেখায় ট্রেডিং প্লাটফর্ম এ অতি হলো সুদ। ট্রেড করার সময় কম কারেন্সি দিয়ে বেশিকারেন্সি কেনা বেচার সময় শুধ পাবেন এবং যদি বেশি দিয়ে কম নেন তাহলে াাপনার অপজিট আপনার থেকে শুধ পাবে। আর আপনি যদি এ প্রক্রিয়া বাদ দিতে চান তো দিতে পারেন।