-
ফরেক্স করতে পেরে আমি অবশ্যই নিজেকে অনেক আনন্দিত মনে করি । বাংলাদেশ থেকে উন্নত সকল দেশের সাথে মিলে মিশে এ রকম কাজ করা সত্যি আমাদের জন্য অনেক বড় ও ভাগ্যের বেপার আমি চাই সব সময়ে ফরেক্স করে আমার জীবন কে সমৃদ্ধ করে গরে তুলতে যাতে আমার ভবিষ্যৎ এ অন্য কোন পেশার প্রয়োজন না হয়৷ আমি ফরেক্স মার্কেট কেই আমার ইনকামের একমাত্র সোর্স হিসেবে গ্রহণ করতে চাই৷
-
সবকিছুরই ভালো এবং খারাপ দুটো দিকই থাকে।তেমনি ফরেক্সের বেলাও তাই আনন্দ ও নিরানন্দ দুটোই আছে।আনন্দ ওনিরানন্দ একে অপরের পরিপূরক। আনন্দ নিরানন্দ মুদ্রার এপিঠ আর ওপিঠ।একটা ছাড়া অন্যটা অসম্ভব। তবে আমি ফরেক্স করতে পেরে আনন্দিত। ফরেক্স করার মাধ্যেমে পরনির্ভরশীলতা কমে।ব্যক্তি নিজের পরিচয় তৈরী করতে পারে।ছেলেমেয়ে সবার কাজ করার সুযোগ আছে।এখানে কোনো লিঙ্গভেদ নেই। সবার সমান সুযোগ রয়েছে কাজ করার। স্বাবলম্বী হওয়ার জন্য অনেক হেল্প করে।আর কোনো মামাখালার ক্ষমতা লাগেনা। নিজের মেধা দিয়ে কাজ করার সুযোগ রয়েছে।এর জন্য আমি খুবই আনন্দিত ফরেক্স করে
-
জী ভাই আমি ফরেক্স বিজিনেস করতে পেরে খুবই আনন্দিত,আমি এই বিজিনেস করতে খুব ভালোবাসি,এই বিজিনেস আমার বাড়তি আয় এর একটি মাধ্যম,আমি আমার চাকরীর পাশাপাশি এই বিজিনেস করে খুব ভালো মুনাফা করতে পারি,যা প্রফিট আমার ব্যাক্তিগত জীবনে অনেক উপকার করছে,তাই আমি এই বিজিনেস করতে পেরে খুবই আনন্দিত।
-
আরে সাথীরা তার দীর্ঘমেয়াদী প্রবণতা এখনও 113.48 এর মূল্যে লেনদেন করা এখনও বেয়ারিশ এবং এটি এর সমর্থনের পুনরায় চেষ্টা করতে পারে এবং তারপরে আবার একটি ডুবলে নীচে পরিণত হতে পারে কারণ লট বিট বিক্রেতারা বাজারে প্রবেশ করছেন এবং আশা করি এটি যদি সেই স্তর থেকে উপরে চলে যায় তবে সমর্থন ধরে রাখলে বুলিশ প্রবণতা শুরু হলে ব্রেক হলে এই জুটিটি খারাপভাবে আরও নিচে নেমে যেতে পারে তাই স্টপ লোকসানের সাথে বাণিজ্য করুন এবং আপনার মূলধন বোনাসটি সুরক্ষিত করার জন্য পোরোফিট নিতে পারেন এবং আপনার লাভও যে ভাল ব্যবসা তাই ফরেক্সে নিয়ম অনুসরণ করুন এবং প্রবিধান
-
বড় ভাইদের ফরেক্স ট্রেডিং দেখে আমার খুব ইচ্ছা করতো আমিও একদিন ফরেক্স করবো।তখন ভাবতাম কিন্তু কবে,কিভাবে শুরু হবে তা নিয়ে অনেক ভাবনা চিন্তায় ছিলাম।বর্তমানে ফরেক্স করতে পেরে অনেক ভালো লাগে।আমার যে স্বপ্ন ছিল তা পূরন হয়েছে।এককথায় ফরেক্স করতে পেরে আমি ভিষন আনন্দিত।
-
ফরেক্স শুরু করার আগে আমি কখনই চিন্তা করতে পেতাম না যে আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো খুব সহজেই পূরণ করতে পারবো। ফরেক্স আসলে আমার জন্য এক অন্যরকম উপার্জনের জায়গা আর হ্যা এই ব্যবসা করতে পেরে আমি অনেক আনন্দিত। আমার মনে হয় না যে কেউ এই ব্যবসা করতে পেরে অনেক কষ্টে রয়েছে। কারণ কেউ যদি এটিকে ব্যবসা মনে করে ব্যবহার করে তাহলে সে কখনই এই ব্যবসা হতে কষ্ট পেতে পারে না। এই ব্যবসা আমাদেরকে অনেক মুনাফা করতে সাহায্য করে থাকে।
-
ফরেক্স ট্রেড করতে পেরে আমি অত্যন্ত খুশি। কেননা এই মার্কেট ট্রেড করার জন্য আমাকে অতিরিক্ত কোন সময় দিতে হচ্ছে না। আমি আমার চাকুরির পাশাপাশি ফরেক্স ট্রেড করতে পারছি। এই মার্কেট যে কোন চাকুরীজীবি মানুষ ইচ্ছা করলেই ট্রেডিং শুরু করতে পারেন।
-
ফরেক্স মার্কেটের কথা শোনার পরে আমি প্রায় তিনমাস ধরে ফরেক্স নিয়ে কাজ করছি।ফরেক্স ট্রেডিং ব্যবসা বরতে পেরে আমি খুবি আনন্দিত।আমি ফরেক্স ট্রেডিং ব্যবসাকে আমার জীবনের পেশা হিসেবে নিতে চাই।
-
বিগত ৫ বছরে আমি যে পরিমান ট্রেড করেছি এবং যত লাভ করে খুশি হয়েছি তার চেয়েও আমি খুশি এখন বেশী কারণ এখন আমি আমার উদ্দেশ্য এবং করনীয় অনুযায়ী ফরেক্স এ যে কাজ গুলো করা উচিত বা ভাবা উচিত তা এখন আমি করছি । তাই এখন নিজেকে শুধু লাভের টেনশন এ ডুবিয়ে রাখি না । বরং এটা ভাবি যে আমার ফরেক্স এ দীর্ঘদিন টিকে থেকে আস্তে আস্তে নিজের ট্রেডিং অভিজ্ঞতা আরও কিভাবে বাড়ানো যায় ।
-
ফরেক্স করতে পেরে তারাই আনন্দিত হতে পারে যারা এখান থেকে ট্রেড করে লাভ করতে পারে। যারা লস করছে তারা কখনোই আনন্দিত হতে পারবে না। তবে আমি খুশি যে অন্তত একটা ওয়ে তো আছে যেখান থেকে টাকা ইনকাম করা যাবে একটু কষ্ট করলেই