-
ফরেক্স যেহেতু একটি ব্যবসা তখন চিন্তা তো থাকবেই। কিন্ত খেয়াল রাখতে হবে চিন্তা যেন দুঃচিন্তায় রূপান্তরিত না হয়। আমি বলতে চাচ্ছি চিন্তা করা ভাল । মস্তিস্কের ব্যায়াম হয়, মস্তিস্ক ধারালো হয়। মস্তিস্ক সুস্থ্য রাখার জন্য চিন্তার প্রয়োজন। দুঃচিন্তা একটাও ভাল দিক নেই। আমি দুঃচিন্তামুক্ত ট্রেড করি। সাপ্তাহিক , মাসিক লাভ কম পাই তাতে সমস্যা নেই । দুটি শর্ত পালন করলে আপনিও পারবেন। (১) মানিম্যানেজম্যান্ট মেনে চলা।(২) টেক প্রফিট বা ট্রেইলিং স্টপ ব্যবহার করা।
-
আমার ফরেক্স করার অভিগতা থেকে আমি বলতে পারি ফরেক্স কখন চিন্তা মুক্ত করতে পারে না ফরেক্স আরও চিন্তা যুক্ত করে | ফরেক্স এ লস করলে লস এর চিন্তা আর লাভ করতে কিভাবে আরও লাভ করা যায় তার চিন্তা তবে ফরেক্স এ আপনি যত ফরেক্স নিয়ে চিন্তা করবেন আপনি তত ফরেক্স আয় করার অনুভুতি পারেন আমার মনে হয়|
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার কাছে ফরেক্স কোনভাবেই চিন্তামুক্ত পেশা হতে পারেনা । যখন আমরা ট্রেডিং শুরু করি তখন থেকেই আমাদের চিন্তা শুরু হয়, লস হবে নাকি লাভ হবে। তবে ভালোভাবে কাজ করে যাওয়া উচিত । ব্যবসায় লাভ লস ত থাকবেই। তবে লস যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
-
যে কোন কাজ যখন আমরা প্রধানত অর্থ উপার্জনের জন্যই করে থাকি সাধারণত সেই সব ট্রেডিং অনেক বেশি চিন্তাযুক্ত হয় । ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে হলে আমাদের অনেক বেশি পরিমানে মনে রাখতে হবে যে এই মার্কেটে চিন্তাশীলতার দরকার অনেক বেশি । আপনি যদি চিন্তার জগতকে উন্মুক্ত করতে না পারেন তবে অনেক বেশি পরিমাণে প্রেসারের মধ্য থাকবেন ।
-
ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে অবশ্য চারটি জিনস ব্যয় করতে হয় ১।মেধা ২ সময় ৩। শ্রম ৪। অর্থ। এ সব বিষয় যখন কোন ব্যক্তির সাথে জড়িয়ে পরে তখন ঐ ব্যক্তি কখনও চিন্তা মুক্তু থাকতে পারে বলে আমি মনে করি না। আপনি যে কোন ব্যাবসা করেন না কেন আপনাকে আপনার ব্যাবসা নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে। তাই ফরেক্স ব্যাবসা করতে হলেও আপনাকে ভিবিন্ন বিষয় চিন্তা করতে হবে। যতে কোন প্রকার লস না দেওয়া যায় সে চিন্তা করতে হবে।
-
ফরেক্সে চিন্তা মুক্ত ব্যাবসা না এখানে ট্রেড করতে হলে আপনাকে প্রচুর মাথা ঘাটাতে হবে । আপনার প্রতিটি ট্রেড ওপেন করার আগে অনেক চিন্তা ভাবনা করে সিধান্ত নিতে হবে । আপনার একটু ঘানি ভুলে আপনার ব্যালান্স হারিয়ে যাবে। তাই যারা টেনশন নিতে পারেন না তাদের ট্রেডিং এ না আশাই ভাল।
-
সকল পেশার জন্য শ্রমের প্রয়জন হয়,ফরেক্স এ শ্রম হচ্ছে মেধা কে কাজে লাগানো তাই ফরেক্স চিন্তা মুক্ত পেশা নয়।চিন্তা ভাবনা না করে স্থবির থেকে যাইহোক একটা ট্রেড করলে ফরেক্স থেকে কখনই প্রফিট পাওয়া সম্ভব না।তাই সকল ট্রেডের আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে ট্রেড করা উচিত।
-
ভাই ফরেক্স মার্কেট এ ট্রেড কখনো চিন্তা মুক্ত পেশা হতে পারে না।কারন মার্কেট কারো কথাই চলে না।মার্কেট যখন তখন যেকোন দিকে টার্ন করতে পারে।তাই আমাদের উচিত সব সময় মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা।
-
ফরেক্স এ কাজ পার্ট টাইম কিন্তু মাথার ডিউটি ফুল টাইম।
-
যে স্টপ লস ছাড়া ফরেক্স করবে তার জন্য এটি চিন্তাযুক্ত পেশা বলা হবে। কারন স্টপ লস ছাড়া ট্রেড নিলে সারাদিন টেনশোনের মধ্য কাটাতে হবে। কারন কখন যে একাউন্ট জিরো হবে তা বলা যায় না। ফরেক্স মার্কেট এ নিউজ থাকলে যে কোন সময় যে কোন কিছু হতে পারে।