-
একজন ভাল মানের ট্রেডার এর অনেক ধরনের গুনাবলি থাকা প্রয়োজন বলে আমি মনে করি যার মধ্যে অন্যতম একটি গুনাবলি হচ্ছে শেখার আগ্রহ । এছাড়া ধৈর্য থাকা প্রয়োজন । আর সব চেয়ে যে জিনিসটা বেশি কাজে লাগে সেটি হচ্ছে নিজের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে যারা যারা ট্রেডিং করতে আসেন তাদের মধ্যে সবাই ভাল ট্রেডার নন। ফরেক্স মার্কেটে তারাই সফল ট্রেডার এবং ভাল ট্রেডার যারা মার্কেটে নিজেকে টিকিয়ে রাখতে পারেন।ফরেক্স মার্কেটে ভাল ট্রেদার হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম নিয়মিত ভাবে না করলে ফরেক্স মার্কেটে সফল হওয়া যাবে না। মার্কেট সম্পরকে নিজেকে দক্ষ বানাতে হবে। ট্রেড করার সময় লোভ করলে চলবে না।
-
একজন ভাল মানের ট্রেডার হওয়ার বিকল্প নেই। ভালো ট্রেডার বলতে আমি মনে করি যারা দীর্ঘ দিন ধরে ফরেক্সে টিকে আছেন। এবং নিয়মিত ট্রেড বুজে ট্রেড করেন। ভালো মানের ট্রেডার হওয়ার জন্য অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা থাকতে হবে। লোভ কে নিজের নিয়ন্ত্রনে রাখতে হবে। বেশি বেশি ট্রেড করা চলবে না। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। আর এ সব গুনের অধিকারি একজন ট্রেডার দীর্ঘ দিন এ মার্কেটে টিকে থাকতে পারে।
-
আমি আপনার সাথে পুরোপুরি একমত।ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে অনেকরকমের শিক্ষালাভ করার প্রয়োজন।মানসিকভাবে কিছু গুনাবলী প্রয়োজন যেমন - সততা,ধৈর্য্য, অধ্যাবসায়, পরিশ্রম নির্লোভী ইতাদি গুনাবলী একজন ভালো ট্রেডারের রয়েছে।সর্বোপরি একজন ভালো ট্রেডারের বহু্বিধ ফরেক্স সংক্রান্ত গুনাবলী রয়েছে বলে আমি মনে করি।
-
ফরেক্স মার্কেট এর ভালো ট্রেডার দের কিছু ভালো গুন রয়েছে যার কারনে তারা আজ ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল।ফরেক্স মার্কেট এর ভালো ট্রেডার দের কিছু গুন তুলে দরা হোল।যেমন-- তারা কক্ষনো ফরেক্স মার্কেট এ ট্রেড করে বেশি লাব এর আসা করে না,তারা ট্রেড করার আগে ফরেক্স মার্কেট কে এনালাইসিস করে ট্রেড করে,তারা ঠাণ্ডা মাথাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে,তারা নিজেদের মেধাকে বেশি প্রাধান্য দেই, তাই তারা আজ ফরেক্স মার্কেট এ সফল ।।
-
একজন ভালো মানের ত্রাদের এর মধ্যে কিছু কিছু গুন বিদ্যমান.যেমন সে মার্কেট সিতুয়াতীয়ন এ বিচলিত হয়না,মার্কেট এইদিক ঐদিক টার্ন করলেও তাকে তার দিসিসিওন প্রতি আত্মবিশ্বাসী থাকতে হবে.লোভ এ পরে বহুল সিদ্ধান্ত নেয়া যাবেনা.বহুল থেকে শিকা ও সফল ত্রাদের এর একটি গুনাবলী.এবং ট্রেডিং এ একজন সফল ত্রাদের হিতে হলে ধর্জশীল হতে হবে.
-
ফরেক্স ব্যবসায় যারা সফল ব্যবসায়ী তারাই ভাল মানের ট্রেডার। ভাল মানের ট্রেডার হতে হলে অবশ্যই কিছু নিয়ম কানুন ও বিধি-নিষেধ মেনে চলতে হয়। এজন্য তাকে লোভহীন হতে হবে, তাড়াহুড়া না করে আস্তে আস্তে শুরু করতে হবে, ডেমো একাউন্ট-এ প্র্যাকটিস করে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে, ট্রেড শুরু করার মার্কেট অবজার্ভ করে বুদ্ধিমত্তার সাথে ট্রেড শুরু করা ইত্যাদি।
-
আমি বলবো একজন ভালো মানের ট্রেডার এর অনেক গুলো ভালো গুনাবলী থাকে যার কারণে সে ধীরে ধীরে সফলতা পায় গুনা বলি হলো
১. কম রিস্ক নিয়ে ট্রেড করা
২. অতিরিক্ত লোব থেকে বিরত থাকা
৩. সঠিক ভাবে মানি মেনেজমেন্ট করা
৪. ডেমো একাউন্ট এ ক্রমাগত প্রাকটিস করা
৫. মার্কেট নিয়ে এনালাইসিস করা ট্রেড এন্ট্রি নেওয়ার আগে ইত্যাদি।
-
একজন ভালো মানের টেডারের অনেক গুলা গুনের অধিকারি হতে হয়। একজন ভালো মানের টেডার অবশ্যই ফরেক্স সসম্পর্ক ভালো অভিজ্ঞ হবে। ভালো মানের টেডার কখনি লূভি হবে না। সবসময় ইমুশন কন্ত্রুল করবে। অন্নের মত লুভি হবে না। মারকেট বুঝে টেড করবে।
-
আমি মনে করি একজন ভালো ট্রেডারকে অবশ্যই প্রচুর ধৈর্যের অধিকারী হতে হবে।সেযেনো তার ইমোশন কে সহজেই কন্ট্রোল করতে পা্রে এছাড়া ও মার্কেট সম্পর্কে পরিপূর্ন ধারনা নিয়ে ট্রেড করে।আর যার মধ্যে এ সকল গুণ থাকবে তিনি হচ্ছেন একজন ভালো মানের ট্রেডার আমি মনে করি।ফোরামে আরো সিনিয়ার ভাই আছেন তারা আরো ভাল বলতে পারবেন।