না আমি রোবট কে কখনোই সমর্থন ক্রি না । ফরেক্স এ কাজ করতে গেলে রোবট এর সমর্থন নেওয়া উচিত না । ফরেক্স এ রোবট ব্যবহার উচিত নাকি তা আমি ভাল করে জানি না । তবে আমার মতে ফরেক্স এ রোবট ব্যবহার করা উচিত না ।
Printable View
না আমি রোবট কে কখনোই সমর্থন ক্রি না । ফরেক্স এ কাজ করতে গেলে রোবট এর সমর্থন নেওয়া উচিত না । ফরেক্স এ রোবট ব্যবহার উচিত নাকি তা আমি ভাল করে জানি না । তবে আমার মতে ফরেক্স এ রোবট ব্যবহার করা উচিত না ।
রোবট দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা আমি একধম সমর্তন করি না। কারন রোবট সব সময় আপনাকে সঠিক সিদ্ধান্ত নাও দিতে পারে। ফরেক্স মার্কেট কপ্রতে হলে আমার যেটা মনে হয় যে ভাল করে ফরেক্স ট্রেডিং শিখে তার পর ট্রেড করা উচিত। কারো উপর নির্ভর না করাই মনে হয় অনেক ভাল হবে।
রোবট ব্যবহার করা কে ফরেক্স সমর্থন করে কি না তা আমার জানা নাই । তবে আমার কাছে মনে হয় ফরেক্স এ পোস্ট করার সময় রোবট কে আমরা ব্যবহার করি তাইলে তা আমাদের জন্য উচিত নয় বলে আমার মনে হয় ।
আমি মনে করি কন রোবটিই ১০০% একুরেট সিগ্নাল প্রদান করতে পারেনা।আমি সব সময় রবট এর পরিবতে নিজে ট্রেড করাকে বেশি পছন্দ করে থাকি।তবে খব ভাল মানের যদি কোন রবট পাওয়া জায় তবে ব্যভার করে দেখা জেতে পারে।
রোবট আধুনিক যুগের এক অনবদ্য সৃষ্টি । আমরা ট্রেড করি মুলত মুনাফা অর্জন করার জন্য। রোবট দিয়ে অতি নির্ভুলভাবে ট্রেড করা সম্ভব
তাই আমাদের উদ্দেশ্য যেহেতু মুনাফা অর্জন তাই অধিক পরিমানে মুনাফা অর্জন করা জন্য রোবট ব্যবহার আমি সমর্থন করি।।।।
আপনার মুলধন যদি ৩০০০ usd এর বেশি হয় তাহলে আপনি ভাল কোন রোবট ব্যবহার করতে পারেন।কিন্তু যদি আপনার মুলধন ১০০০usd এর কম হয় আর আপনি রোবট ব্যবহার করেন তবে আপনার বড় ধরনের লস হওয়ার সম্ভবনা থাকবে।তাই আমি রোবট বাবহারে সমর্থন করি না।
আমি বলব ফরেক্স যেহেতু একটি ব্যাবসা। আর এই ব্যাবসা থেকে প্রফিট অজর্নের জন্য যদি রোবট ব্যাবহারের প্রয়োজন হয় তাহলে তা ব্যাবহার করাই উত্তম। কেননা যেকোন ব্যাবসার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, সেটা নিজের সাহায্যে হোক অথবা রোবটের, যেকোন ভাবে অর্জন করাই উচিৎ। তবে রোবট ব্যাবহারের পূর্বে সেটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাতে হবে নয়ত এটা ব্যাবহারে কোন ভালো ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করিনা।
হ্যা নিঃস্বন্দেহে আপনি রোবট ব্যাবহার করতে পারেন। কেননা রোবট ব্যাবহার করে বহু ট্রেডার ভাল ফল পেয়েছেন। তবে রোবট ব্যাবহার করে ট্রেড করলে আপনার একাউন্ট এ ডিপজিট অবশ্যই বেশি হতে হবে। তবে রোবট ব্যাবহার করতে পারলে আপনি ফরেক্স থেকে অনেক লাভবান হবেন।
আপনি যদি জানতে চান যে সিগ্নাল ভালো না রোবট ভালো তাহলে আমি বলব যে কোনটিই ভালো নয় । সবচেয়ে ভালো হচ্ছে আপনি নিজে এনালাইসিস করতে থাকুন । অন্যের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা কখনই উচিত নয় । আপনি যদি এভাবে ট্রেড করতে থাকেন তাহলে একসময় না একসময় ধরা আপনি খাবেনই । তাই চেষ্টা করুন নিজে এনালাইসিস করার । একটু সময় লাগলেও নিজে এনালাইসিস করুন । আমার মনে হয় না এত বড় কোন সিদ্ধান্ত কোন প্রোগাম এর উপর দেয়া ঠিক।আমি চেষ্টা করি নিজে আনালাইসিস করে ট্রেড দেয়ার ।
রোবট ব্যবহার আমি কখনো করি নি । বিশেষ কিছু কারণে আমি রোবট ব্যাবহারের বিপক্ষে । কেননা ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে হলে মেনুয়াল ট্রেডিং হল সবচেয়ে বেশি পরিমাণে উপযুক্ত ট্রেডিং । কেননা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে যে ট্রেডিং করা হয় সবসময় অন্য যে কোন ট্রেডিং হতে বেশি পরিমাণে লাভজনক ।